নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে দলের ভঙ্গুর ওপেনিং নিয়ে দুশ্চিন্তা অনেক দিন ধরেই লেগে আছে। বিশ্বকাপেও সময় মতো জ্বলে উঠতে পারছেন না টপ অর্ডার ব্যাটাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটির স্থায়িত্ব ছিল মাত্র ১৯ রান। ২৭ রানের মধ্যে ফিরেছিলেন দুই ওপেনার—লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে ভাঙে ওপেনিং জুটি।
৫ ওয়ানডে পর ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি পেয়েছেন লিটন। রানপাহাড়ের সামনে করেছিলেন ৬৬ বলে ৭৬ রান। আফগানদের বিপক্ষে ফিরেছিলেন ১৩ রানে। গত ১২ ইনিংসে মাত্র দুই ফিফটি লিটনের।
তামিম ইকবালের স্থলাভিষিক্ত হিসেবে দলে সুযোগ পেয়েছিলেন তানজিদ তামিম। কিন্তু দলের চাহিদা মেটাতে এখন পর্যন্ত ব্যর্থ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। আফগানিস্তান ম্যাচে ৫, ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ১ রান। নিজের ৬ ওয়ানডে ইনিংসের চারটিতে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তামিম।
আফগানিস্তানের বিপক্ষে তিন নম্বরে নেমে দারুণ এক ফিফটি (৫৭) করেছিলেন মিরাজ। সেই ম্যাচে মিডল অর্ডারে নেমে নাজমুল হোসেন শান্ত খেলেছিলেন ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তিন নম্বরে নেমে গোল্ডেন ডাকে ফিরেছেন শান্ত।
কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেও অস্বস্তির ব্যাপার হয়ে থাকছে ওপেনিং স্লট। যদিও ওপেনিং নিয়ে চিন্তা করতেই মানা করেছেন টপ অর্ডার ব্যাটার শান্ত। আজ চেন্নাইয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমার মনে হয়, ওপেনিং নিয়ে আমরা চিন্তাই না করি। চিন্তাই বাদ দিয়ে দিই। আমার কাছে মনে হয় যারাই টপ অর্ডারে ব্যাটিং করছে, তারা খুব ভালো প্রস্তুতি নিয়েই (বিশ্বকাপ) খেলতে এসেছে।’
শান্তর মতে, এক-দুটা ভালো ইনিংস খেললেই টপ অর্ডার ব্যাটাররা ধারাবাহিক হবেন। এই বাঁহাতি ব্যাটার বললেন, ‘আমার মনে হয়, ১-২টা ভালো ইনিংস (খেললে), ওই ব্যাটারেরও আত্মবিশ্বাস আসবে। আমার মনে হয় না কেউই স্বস্তিতে আছে বা দলের জন্য চেষ্টা করছে না। সবাই চেষ্টা করছি। আশা করি সামনের ম্যাচ থেকে টপ অর্ডার থেকে ভালো স্কোর আসবে।’

বাংলাদেশে দলের ভঙ্গুর ওপেনিং নিয়ে দুশ্চিন্তা অনেক দিন ধরেই লেগে আছে। বিশ্বকাপেও সময় মতো জ্বলে উঠতে পারছেন না টপ অর্ডার ব্যাটাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটির স্থায়িত্ব ছিল মাত্র ১৯ রান। ২৭ রানের মধ্যে ফিরেছিলেন দুই ওপেনার—লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে ভাঙে ওপেনিং জুটি।
৫ ওয়ানডে পর ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি পেয়েছেন লিটন। রানপাহাড়ের সামনে করেছিলেন ৬৬ বলে ৭৬ রান। আফগানদের বিপক্ষে ফিরেছিলেন ১৩ রানে। গত ১২ ইনিংসে মাত্র দুই ফিফটি লিটনের।
তামিম ইকবালের স্থলাভিষিক্ত হিসেবে দলে সুযোগ পেয়েছিলেন তানজিদ তামিম। কিন্তু দলের চাহিদা মেটাতে এখন পর্যন্ত ব্যর্থ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। আফগানিস্তান ম্যাচে ৫, ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ১ রান। নিজের ৬ ওয়ানডে ইনিংসের চারটিতে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তামিম।
আফগানিস্তানের বিপক্ষে তিন নম্বরে নেমে দারুণ এক ফিফটি (৫৭) করেছিলেন মিরাজ। সেই ম্যাচে মিডল অর্ডারে নেমে নাজমুল হোসেন শান্ত খেলেছিলেন ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তিন নম্বরে নেমে গোল্ডেন ডাকে ফিরেছেন শান্ত।
কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেও অস্বস্তির ব্যাপার হয়ে থাকছে ওপেনিং স্লট। যদিও ওপেনিং নিয়ে চিন্তা করতেই মানা করেছেন টপ অর্ডার ব্যাটার শান্ত। আজ চেন্নাইয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমার মনে হয়, ওপেনিং নিয়ে আমরা চিন্তাই না করি। চিন্তাই বাদ দিয়ে দিই। আমার কাছে মনে হয় যারাই টপ অর্ডারে ব্যাটিং করছে, তারা খুব ভালো প্রস্তুতি নিয়েই (বিশ্বকাপ) খেলতে এসেছে।’
শান্তর মতে, এক-দুটা ভালো ইনিংস খেললেই টপ অর্ডার ব্যাটাররা ধারাবাহিক হবেন। এই বাঁহাতি ব্যাটার বললেন, ‘আমার মনে হয়, ১-২টা ভালো ইনিংস (খেললে), ওই ব্যাটারেরও আত্মবিশ্বাস আসবে। আমার মনে হয় না কেউই স্বস্তিতে আছে বা দলের জন্য চেষ্টা করছে না। সবাই চেষ্টা করছি। আশা করি সামনের ম্যাচ থেকে টপ অর্ডার থেকে ভালো স্কোর আসবে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে