নিজস্ব প্রতিবেদক, মুম্বাই থেকে

কাগিসো রাবাদার বলে অন সাইডে ২ রান নিয়ে মাহমুদউল্লাহ পৌঁছালেন ৯৯ রানে। পরের শর্ট বলে ফাইন লেগে খেলে সিঙ্গেলে তিনি পৌঁছে গেলেন সেঞ্চুরিতে! জানতেন, এই সেঞ্চুরি দলের জয় এনে দিচ্ছে না। তবু লাফ দিয়ে উদ্যাপন করেছেন, এরপর ড্রেসিংরুমের দিকে আঙুল দিয়ে ইশারা করেছেন ওপরের দিকে। দিয়েছেন সিজদা। মাহমুদউল্লাহর এই উচ্ছ্বাস যেন তাঁকে ঘিরে বহু বিতর্কের উত্তর।
উদ্যাপনে মাহমুদউল্লাহ আঙুল দিয়ে যে ইশারা দিয়েছেন, সেটির অর্থ করলে দাঁড়ায়, ‘ওপরে আল্লাহ আছেন।’ এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি মাহমুদউল্লাহর। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া ২০১৫ বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। মাহমুদউল্লাহর পরের সেঞ্চুরিটি ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে। ২০১৭ সাল কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সেঞ্চুরির পর ওয়ানডেতে সবশেষ সেঞ্চুরিটি এল আজ।
এখন পর্যন্ত ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার ভিড়ে মাহমুদউল্লাহ নিয়মিত আস্থার প্রতিদান দিচ্ছেন। অথচ বিশ্বকাপের আগে টানা ছয় মাস তিনি ছিলেন দলের বাইরে। এশিয়া কাপের দলেও ছিলেন না মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ফেরেন। শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে জায়গা পান।
এই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহকে একাদশের বাইরে ছিটকে যেতে হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে লড়াই করলেও ইনিংস বড় করার সুযোগ পাননি সেভাবে। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটু আগে নেমেছেন। ছয়ে নেমেও স্বস্তিতে ব্যাটিং করার সুযোগ ছিল না। দল তখন ঘোর বিপর্যয়ে। বোলারদের নিয়েই লড়াই চালিয়ে গেলেন। নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিলেন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। জেরাল্ড কোয়েটজির শিকার হওয়ার আগে করে গেলেন ১১১ বলে ১১১ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানে হারের রাতে তাঁর ইনিংসটিই হয়ে রইল বাংলাদেশের বড় সান্ত্বনা।
সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে এটিই বললেন মাহমুদউল্লাহ, ‘আমি কিছু না, ওপরে আল্লাহ আছেন।’

কাগিসো রাবাদার বলে অন সাইডে ২ রান নিয়ে মাহমুদউল্লাহ পৌঁছালেন ৯৯ রানে। পরের শর্ট বলে ফাইন লেগে খেলে সিঙ্গেলে তিনি পৌঁছে গেলেন সেঞ্চুরিতে! জানতেন, এই সেঞ্চুরি দলের জয় এনে দিচ্ছে না। তবু লাফ দিয়ে উদ্যাপন করেছেন, এরপর ড্রেসিংরুমের দিকে আঙুল দিয়ে ইশারা করেছেন ওপরের দিকে। দিয়েছেন সিজদা। মাহমুদউল্লাহর এই উচ্ছ্বাস যেন তাঁকে ঘিরে বহু বিতর্কের উত্তর।
উদ্যাপনে মাহমুদউল্লাহ আঙুল দিয়ে যে ইশারা দিয়েছেন, সেটির অর্থ করলে দাঁড়ায়, ‘ওপরে আল্লাহ আছেন।’ এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি মাহমুদউল্লাহর। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া ২০১৫ বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। মাহমুদউল্লাহর পরের সেঞ্চুরিটি ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে। ২০১৭ সাল কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সেঞ্চুরির পর ওয়ানডেতে সবশেষ সেঞ্চুরিটি এল আজ।
এখন পর্যন্ত ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার ভিড়ে মাহমুদউল্লাহ নিয়মিত আস্থার প্রতিদান দিচ্ছেন। অথচ বিশ্বকাপের আগে টানা ছয় মাস তিনি ছিলেন দলের বাইরে। এশিয়া কাপের দলেও ছিলেন না মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ফেরেন। শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে জায়গা পান।
এই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহকে একাদশের বাইরে ছিটকে যেতে হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে লড়াই করলেও ইনিংস বড় করার সুযোগ পাননি সেভাবে। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটু আগে নেমেছেন। ছয়ে নেমেও স্বস্তিতে ব্যাটিং করার সুযোগ ছিল না। দল তখন ঘোর বিপর্যয়ে। বোলারদের নিয়েই লড়াই চালিয়ে গেলেন। নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিলেন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। জেরাল্ড কোয়েটজির শিকার হওয়ার আগে করে গেলেন ১১১ বলে ১১১ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানে হারের রাতে তাঁর ইনিংসটিই হয়ে রইল বাংলাদেশের বড় সান্ত্বনা।
সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে এটিই বললেন মাহমুদউল্লাহ, ‘আমি কিছু না, ওপরে আল্লাহ আছেন।’

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৫ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে