ইমার্জিং সিরিজের দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
কয়েক দিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও গত কয়েক বছরের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে ইমার্জিং টিম সাজিয়েছে বিসিবি। ডিপিএলে আবাহনীর জয়ের অন্যতম দুই নায়ক রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি আছেন দক্ষিণ আফ্রিকা সিরিজে। মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৩০ উইকেট রাকিবুল নিয়েছেন ডিপিএলে। লিস্ট ‘এ’ সংস্করণের এই টুর্নামেন্টে ১৯ উইকেট পেয়েছেন রাব্বি।
দক্ষিণ আফ্রিকা সিরিজে স্পিন আক্রমণে রাব্বি-রাকিবুলের সঙ্গে থাকছেন লেগস্পিনার ওয়াসি সিদ্দিকী ও শেখ পারভেজ জীবন। কয়েক দিন আগে শেষ হওয়া ডিপিএলে ২১ ও ১৯ উইকেট নিয়েছেন জীবন ও ওয়াসি। দুজনেই খেলেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে। ওয়াসির ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। ইমার্জিং দলের সিরিজে পেস আক্রমণে মারুফ মৃধার সঙ্গে থাকছেন রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল। বাংলাদেশের ২০২৩, ২০২৪—দুটি যুব এশিয়া কাপ জয়ে মারুফের অবদান অসাধারণ।
ইমার্জিং দলের সিরিজে ব্যাটিং লাইনআপে আকবরের সঙ্গে থাকছেন জিসান আলম, আহরার আমিন, প্রীতম কুমারের মতো ক্রিকেটাররা। টপ অর্ডারে জিসানের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচে দারুণ অবদান রাখতে পারে। অলরাউন্ডার আহরারের বোলিংটাও কার্যকরী হতে পারে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন প্রীতম কুমার।
১২ মে রাজশাহীতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ১৪ ও ১৬ মে রাজশাহীতেই হবে। ওয়ানডে সিরিজের পর দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। ২০ মে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় তথা শেষ চার দিনের ম্যাচ হবে মিরপুর শেরেবাংলায়। এই ম্যাচ শুরু হবে ২৭ মে থেকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং দল
আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
কয়েক দিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও গত কয়েক বছরের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে ইমার্জিং টিম সাজিয়েছে বিসিবি। ডিপিএলে আবাহনীর জয়ের অন্যতম দুই নায়ক রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি আছেন দক্ষিণ আফ্রিকা সিরিজে। মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৩০ উইকেট রাকিবুল নিয়েছেন ডিপিএলে। লিস্ট ‘এ’ সংস্করণের এই টুর্নামেন্টে ১৯ উইকেট পেয়েছেন রাব্বি।
দক্ষিণ আফ্রিকা সিরিজে স্পিন আক্রমণে রাব্বি-রাকিবুলের সঙ্গে থাকছেন লেগস্পিনার ওয়াসি সিদ্দিকী ও শেখ পারভেজ জীবন। কয়েক দিন আগে শেষ হওয়া ডিপিএলে ২১ ও ১৯ উইকেট নিয়েছেন জীবন ও ওয়াসি। দুজনেই খেলেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে। ওয়াসির ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। ইমার্জিং দলের সিরিজে পেস আক্রমণে মারুফ মৃধার সঙ্গে থাকছেন রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল। বাংলাদেশের ২০২৩, ২০২৪—দুটি যুব এশিয়া কাপ জয়ে মারুফের অবদান অসাধারণ।
ইমার্জিং দলের সিরিজে ব্যাটিং লাইনআপে আকবরের সঙ্গে থাকছেন জিসান আলম, আহরার আমিন, প্রীতম কুমারের মতো ক্রিকেটাররা। টপ অর্ডারে জিসানের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচে দারুণ অবদান রাখতে পারে। অলরাউন্ডার আহরারের বোলিংটাও কার্যকরী হতে পারে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন প্রীতম কুমার।
১২ মে রাজশাহীতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ১৪ ও ১৬ মে রাজশাহীতেই হবে। ওয়ানডে সিরিজের পর দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। ২০ মে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় তথা শেষ চার দিনের ম্যাচ হবে মিরপুর শেরেবাংলায়। এই ম্যাচ শুরু হবে ২৭ মে থেকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং দল
আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল

২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৩৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
১ ঘণ্টা আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
২ ঘণ্টা আগে