
নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে দারুণ খেলছে ব্রাজিল। ২০২২ কাতার বিশ্বকাপের পর যে দলটির নামের পাশে প্রায়ই পরাজয় লেখা থাকত, এবার সেই ব্রাজিল হারতেই ভুলে গেছে, যার মধ্যে তরুণ ফুটবলার এনদ্রিক গোল করে চলেছেন নিয়মিত। ১৭ বছর বয়সী তরুণকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলের নতুন কোচ।
ব্রাজিলের এ বছরের ফুটবল ম্যাচ শুরু হয় ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েম্বলির সেই ম্যাচে ইংল্যান্ডকে ব্রাজিল যে ১-০ গোলে হারিয়েছিল, সেই গোলটি করেন এনদ্রিক। এক সপ্তাহ যেতে না যেতে সান্টিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে গতকাল প্রীতি ম্যাচ খেলতে নামে ব্রাজিল। এই ম্যাচে প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলকে সমতায় ফেরার চেষ্টা করেও সফল হতে পারছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র-লুকাস পাকেতারা। দ্রুতই এনদ্রিকের ম্যাজিকে সমতায় ফেরে ব্রাজিল। ৫০ মিনিটে কর্নার থেকে পাওয়া পাস বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এনদ্রিক। গোলবন্যার ম্যাচ শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে ব্রাজিল-স্পেন। ম্যাচ শেষে এনদ্রিককে নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘যদি তার বিকাশ ঠিকমতো হয়, তাহলে অন্যতম এক কিংবদন্তি হবে।’
এনদ্রিকের জন্য গতকাল রাতটা ছিল মনে রাখার মতো। সান্টিয়াগো বার্নাব্যুতে খেলেছেন পরিবারের সামনেই। সমতাসূচক গোল করার পর জড়িয়ে ধরেছেন বাবাকে। ব্রাজিলের ১৭ বছর বয়সী তরুণ ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সের দিন নজর কেড়েছেন স্পেনের ল্যামিন ইয়ামাল। প্রথমে রদ্রির পেনাল্টিতে ১২ মিনিটে এগিয়ে যায় স্পেন। এরপর ৩৬ মিনিটে দানি অলমোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্পেন।
অলমোকে গোল করতে সহায়তা করেন ইয়ামাল। আন্তর্জাতিক ফুটবলে এরই মধ্যে ৬ ম্যাচে ২ গোল করেছেন ইয়ামাল। সতীর্থকে দিয়ে ২ গোলও করিয়েছেন তিনি। এনদ্রিক, ইয়ামালের মধ্যে সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন দরিভাল, ‘ইয়ামাল ও এনড্রিকের মতো খেলোয়াড়দের ২০২৬ বিশ্বকাপে তারকা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তারা সেরাটা দিয়ে খেলে।’

নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে দারুণ খেলছে ব্রাজিল। ২০২২ কাতার বিশ্বকাপের পর যে দলটির নামের পাশে প্রায়ই পরাজয় লেখা থাকত, এবার সেই ব্রাজিল হারতেই ভুলে গেছে, যার মধ্যে তরুণ ফুটবলার এনদ্রিক গোল করে চলেছেন নিয়মিত। ১৭ বছর বয়সী তরুণকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলের নতুন কোচ।
ব্রাজিলের এ বছরের ফুটবল ম্যাচ শুরু হয় ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েম্বলির সেই ম্যাচে ইংল্যান্ডকে ব্রাজিল যে ১-০ গোলে হারিয়েছিল, সেই গোলটি করেন এনদ্রিক। এক সপ্তাহ যেতে না যেতে সান্টিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে গতকাল প্রীতি ম্যাচ খেলতে নামে ব্রাজিল। এই ম্যাচে প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলকে সমতায় ফেরার চেষ্টা করেও সফল হতে পারছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র-লুকাস পাকেতারা। দ্রুতই এনদ্রিকের ম্যাজিকে সমতায় ফেরে ব্রাজিল। ৫০ মিনিটে কর্নার থেকে পাওয়া পাস বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এনদ্রিক। গোলবন্যার ম্যাচ শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে ব্রাজিল-স্পেন। ম্যাচ শেষে এনদ্রিককে নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘যদি তার বিকাশ ঠিকমতো হয়, তাহলে অন্যতম এক কিংবদন্তি হবে।’
এনদ্রিকের জন্য গতকাল রাতটা ছিল মনে রাখার মতো। সান্টিয়াগো বার্নাব্যুতে খেলেছেন পরিবারের সামনেই। সমতাসূচক গোল করার পর জড়িয়ে ধরেছেন বাবাকে। ব্রাজিলের ১৭ বছর বয়সী তরুণ ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সের দিন নজর কেড়েছেন স্পেনের ল্যামিন ইয়ামাল। প্রথমে রদ্রির পেনাল্টিতে ১২ মিনিটে এগিয়ে যায় স্পেন। এরপর ৩৬ মিনিটে দানি অলমোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্পেন।
অলমোকে গোল করতে সহায়তা করেন ইয়ামাল। আন্তর্জাতিক ফুটবলে এরই মধ্যে ৬ ম্যাচে ২ গোল করেছেন ইয়ামাল। সতীর্থকে দিয়ে ২ গোলও করিয়েছেন তিনি। এনদ্রিক, ইয়ামালের মধ্যে সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন দরিভাল, ‘ইয়ামাল ও এনড্রিকের মতো খেলোয়াড়দের ২০২৬ বিশ্বকাপে তারকা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তারা সেরাটা দিয়ে খেলে।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে