
বাংলাদেশের হয়ে ব্যাটারদের অনেক রেকর্ডে নিজের নাম প্রথমে তুলেছেন তামিম ইকবাল। বিপিএলেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বাঁহাতি ওপেনার। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ৪০ রান করার পথে টুর্নামেন্টের প্রথম ব্যাটার হিসেবে ৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে রানের সংখ্যাকে ৩০২৪ নিয়ে গেছেন তামিম। ২ চার ও ১ ছক্কায় আজ ১৬ বলে ১৯ রান করেছেন তিনি। তিন হাজারের ক্লাবে আজ তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন মুশফিকুর রহিমও। দ্বিতীয় ব্যাটার হিসেবে বিপিএলে এই মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক ব্যাটার।
আজ শুধু মাইলফলকই স্পর্শ করেননি মুশফিক, এক রাতের ব্যবধানে তামিমের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। ৩০৩৮ রান নিয়ে বিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক এখন ৩৬ বছর বয়সী ব্যাটার। তামিমের নেতৃত্বেই এবার ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাচ্ছেন মুশফিক।
রেকর্ড গড়ার পথে ব্যাটিং ছন্দটা ধরে রেখেছেন মুশফিক। গতকাল ৩৯ বলে অপরাজিত ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার পর আজও ফিফটি করেছেন তিনি। ৪৪ বলে ৬২ রানের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়।
মুশফিকের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ৯ উইকেটে ১৬১ রান সংগ্রহ করেছে বরিশাল। প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্যে দেওয়ার পথে অবশ্য উইকেটরক্ষক ব্যাটারকে যোগ্য সঙ্গ দিয়েছেন সৌম্য সরকার। ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৩৫.৪৮ স্ট্রাইকরেটের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন বাঁহাতি ব্যাটার। চতুর্থ উইকেটে দুজনের ৬৬ রানের জুটিতেই এই স্কোরটা পায় বরিশাল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বরিশালের। দলীয় ৫ রানের সময় মেহেদী হাসান মিরাজ ‘গোল্ডেন ডাক’ মেরে ড্রেসিংরুমে ফেরেন। এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর আগেই ৪৩ রানে ৩ উইকেট হারায় তারা। সেখান থেকে সৌম্যকে নিয়ে মুশফিক ম্যাচে ঘুরে দাঁড়ান। পরে সৌম্যও তাঁকে রেখে আউট হলে এক প্রান্ত আগলে রেখে দলকে ১৬১ রান এনে দেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩২ রানে ৩ উইকেট নিয়ে কুমিল্লার সেরা বোলার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে দুটি করে উইকেট নিয়েছেন রোস্টন চেজ ও ম্যাথিউ ফোর্ডে।

বাংলাদেশের হয়ে ব্যাটারদের অনেক রেকর্ডে নিজের নাম প্রথমে তুলেছেন তামিম ইকবাল। বিপিএলেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বাঁহাতি ওপেনার। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ৪০ রান করার পথে টুর্নামেন্টের প্রথম ব্যাটার হিসেবে ৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে রানের সংখ্যাকে ৩০২৪ নিয়ে গেছেন তামিম। ২ চার ও ১ ছক্কায় আজ ১৬ বলে ১৯ রান করেছেন তিনি। তিন হাজারের ক্লাবে আজ তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন মুশফিকুর রহিমও। দ্বিতীয় ব্যাটার হিসেবে বিপিএলে এই মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক ব্যাটার।
আজ শুধু মাইলফলকই স্পর্শ করেননি মুশফিক, এক রাতের ব্যবধানে তামিমের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। ৩০৩৮ রান নিয়ে বিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক এখন ৩৬ বছর বয়সী ব্যাটার। তামিমের নেতৃত্বেই এবার ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাচ্ছেন মুশফিক।
রেকর্ড গড়ার পথে ব্যাটিং ছন্দটা ধরে রেখেছেন মুশফিক। গতকাল ৩৯ বলে অপরাজিত ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার পর আজও ফিফটি করেছেন তিনি। ৪৪ বলে ৬২ রানের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়।
মুশফিকের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ৯ উইকেটে ১৬১ রান সংগ্রহ করেছে বরিশাল। প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্যে দেওয়ার পথে অবশ্য উইকেটরক্ষক ব্যাটারকে যোগ্য সঙ্গ দিয়েছেন সৌম্য সরকার। ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৩৫.৪৮ স্ট্রাইকরেটের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন বাঁহাতি ব্যাটার। চতুর্থ উইকেটে দুজনের ৬৬ রানের জুটিতেই এই স্কোরটা পায় বরিশাল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বরিশালের। দলীয় ৫ রানের সময় মেহেদী হাসান মিরাজ ‘গোল্ডেন ডাক’ মেরে ড্রেসিংরুমে ফেরেন। এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর আগেই ৪৩ রানে ৩ উইকেট হারায় তারা। সেখান থেকে সৌম্যকে নিয়ে মুশফিক ম্যাচে ঘুরে দাঁড়ান। পরে সৌম্যও তাঁকে রেখে আউট হলে এক প্রান্ত আগলে রেখে দলকে ১৬১ রান এনে দেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩২ রানে ৩ উইকেট নিয়ে কুমিল্লার সেরা বোলার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে দুটি করে উইকেট নিয়েছেন রোস্টন চেজ ও ম্যাথিউ ফোর্ডে।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৪ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৪ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৫ ঘণ্টা আগে