
নিউজিল্যান্ডের বিপক্ষে এ বছরের জানুয়ারিতে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে। সেটা ছিল নিউজিল্যান্ডের ঘরের মাঠে। সেই এক সিরিজের পরই পাকিস্তানের নেতৃত্ব হারিয়েছেন শাহিন। অধিনায়কত্ব হারানোর পর পাকিস্তানের বাঁহাতি পেসার সুখবর পেয়েছেন আইসিসির র্যাঙ্কিংয়ে।
ঘরের মাঠে পাকিস্তান এখন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাবর আজমের নেতৃত্বে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে তিন ম্যাচ হয়ে গেছে। সিরিজ এখন ১-১ সমতায়। তিন ম্যাচে ৭.৩১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। যার মধ্যে রাওয়ালপিন্ডিতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩.১ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন শাহিন। পাকিস্তানের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন। আইসিসি আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন শাহিন। র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে পাকিস্তানের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। পাকিস্তানের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট এখন ৬১৫। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিনের পর আছেন হারিস রউফ। ৫৯৭ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছেন রউফ। পাকিস্তানি পেসার বর্তমানে খেলছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন চার ধাপ।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষে আদিল রশিদ। ইংল্যান্ডের লেগস্পিনারের রেটিং পয়েন্ট এখন ৭২৬। বোলারদের র্যাঙ্কিংয়ের প্রথম ৯টি স্থান এখনো অপরিবর্তিত। যেখানে দুই ও তিনে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আকিল হোসেনের রেটিং পয়েন্ট ৬৮৭ ও ৬৬৪। যৌথভাবে পাঁচে আছেন মাহিশ তিকশানা ও রবি বিষ্ণুই। জশ হ্যাজলউড ও তাবরেইজ শামসি যৌথভাবে সাতে অবস্থান করছেন। রশিদ খান আছেন ৯ নম্বরে। ১ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের রিস টপলি। রশিদ ও টপলির রেটিং পয়েন্ট ৬৪৫ ও ৬৪৩। বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন ইশ সোধি। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ৩ উইকেট নিয়েছেন সোধি। রাওয়ালপিন্ডিতে ২১ এপ্রিল তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে সূর্যকুমার যাদব। আগের মতোই দুই ও তিনে ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ান। সল্ট ও রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৮০০। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নায়ক মার্ক চ্যাপম্যান উন্নতি করেছেন র্যাঙ্কিংয়ে। ১২ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন চ্যাপম্যান। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন কিউই এই বাঁহাতি ব্যাটার। তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন চ্যাপম্যানের স্বদেশি টিম সাইফার্ট।

নিউজিল্যান্ডের বিপক্ষে এ বছরের জানুয়ারিতে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে। সেটা ছিল নিউজিল্যান্ডের ঘরের মাঠে। সেই এক সিরিজের পরই পাকিস্তানের নেতৃত্ব হারিয়েছেন শাহিন। অধিনায়কত্ব হারানোর পর পাকিস্তানের বাঁহাতি পেসার সুখবর পেয়েছেন আইসিসির র্যাঙ্কিংয়ে।
ঘরের মাঠে পাকিস্তান এখন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাবর আজমের নেতৃত্বে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে তিন ম্যাচ হয়ে গেছে। সিরিজ এখন ১-১ সমতায়। তিন ম্যাচে ৭.৩১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। যার মধ্যে রাওয়ালপিন্ডিতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩.১ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন শাহিন। পাকিস্তানের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন। আইসিসি আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন শাহিন। র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে পাকিস্তানের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। পাকিস্তানের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট এখন ৬১৫। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিনের পর আছেন হারিস রউফ। ৫৯৭ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছেন রউফ। পাকিস্তানি পেসার বর্তমানে খেলছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন চার ধাপ।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষে আদিল রশিদ। ইংল্যান্ডের লেগস্পিনারের রেটিং পয়েন্ট এখন ৭২৬। বোলারদের র্যাঙ্কিংয়ের প্রথম ৯টি স্থান এখনো অপরিবর্তিত। যেখানে দুই ও তিনে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আকিল হোসেনের রেটিং পয়েন্ট ৬৮৭ ও ৬৬৪। যৌথভাবে পাঁচে আছেন মাহিশ তিকশানা ও রবি বিষ্ণুই। জশ হ্যাজলউড ও তাবরেইজ শামসি যৌথভাবে সাতে অবস্থান করছেন। রশিদ খান আছেন ৯ নম্বরে। ১ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের রিস টপলি। রশিদ ও টপলির রেটিং পয়েন্ট ৬৪৫ ও ৬৪৩। বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন ইশ সোধি। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ৩ উইকেট নিয়েছেন সোধি। রাওয়ালপিন্ডিতে ২১ এপ্রিল তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে সূর্যকুমার যাদব। আগের মতোই দুই ও তিনে ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ান। সল্ট ও রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৮০০। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নায়ক মার্ক চ্যাপম্যান উন্নতি করেছেন র্যাঙ্কিংয়ে। ১২ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন চ্যাপম্যান। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন কিউই এই বাঁহাতি ব্যাটার। তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন চ্যাপম্যানের স্বদেশি টিম সাইফার্ট।

২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌঁড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩৬ মিনিট আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
১ ঘণ্টা আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
২ ঘণ্টা আগে