নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
বাংলাদেশ অধিনায়ক শান্তর কথারই প্রতিদান সিলেটে দিচ্ছেন নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতির বোলিংয়ের সঙ্গে বাউন্সার দিচ্ছেন তিনি। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে জিম্বাবুয়ে যে ৪ উইকেট হারিয়েছে, তিনটিই দিয়েছেন বাংলাদেশের এই গতিতারকা।
প্রথম ইনিংসে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই সফরকারীদের উইকেট তুলে নিলেন নাহিদ রানা। ১৭তম ওভারের পঞ্চম বলে রানার বাউন্সারে হতভম্ব হয়ে যান বেন কারেন। এজ হওয়া বল শর্ট লেগে ডাইভ দিয়ে ধরেন মুমিনুল হক। কারেন করেছেন ১৮ রান। ব্রায়ান বেনেটের সঙ্গে ১০৩ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়েন কারেন।
জিম্বাবুয়ের আরেক ওপেনার বেনেটকেও ফিরিয়েছেন নাহিদ রানা। ২১তম ওভারের শেষ বলে রানার শর্ট বল আপার কাট করতে যান বেনেট। উইকেটরক্ষক জাকের আলী অনিক সেটা সহজেই তালুবন্দী করেন। ৬৪ বলে ১০ চারে বেনেট করেছেন ৫৭ রান। তিন বল পরেই নিক ওয়েলচকে (২) অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন হাসান মাহমুদ। বেনেট, ওয়েলচকে দ্রুত হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ২১.৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান।
হঠাৎ খেই হারানো জিম্বাবুয়ের হাল ধরেন অধিনায়ক ক্রেগ আরভিন ও শন উইলিয়ামস। চতুর্থ উইকেটে ৯০ বলে ৪১ রানের জুটি গড়েন আরভিন ও উইলিয়ামস। এই জুটিও ভেঙেছেন নাহিদ রানা। উইকেটটা বাংলাদেশ আদায় করেছে রিভিউ নিয়ে। ৩৭তম ওভারের তৃতীয় বলে রানার হঠাৎ লাফিয়ে ওঠা বল ছাড়তে যান আরভিন। জাকের ক্যাচের আবেদন করলেও আম্পায়ার আমলে নেননি। শান্ত রিভিউ নিলে দেখা যায়, এজ ধরা পড়েছে। ৮ রান করা আরভিন বিদায় নিলে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৩৬.৩ ওভারে ৪ উইকেটে ১২৯ রান।
আরভিনের বিদায়ের পর লাঞ্চ বিরতির আগে খেলা হয়েছে ৯ বল। প্রথম ইনিংসে ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান করে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে সফরকারীরা। অভিজ্ঞ শন উইলিয়ামস ৫৭ বলে ৩৩ রানে ব্যাটিং করছেন। সদ্য ব্যাটিংয়ে আসা ওয়েসলি মাধেভেরে করেন ৪ রান।
আরও পড়ুন:

টেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
বাংলাদেশ অধিনায়ক শান্তর কথারই প্রতিদান সিলেটে দিচ্ছেন নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতির বোলিংয়ের সঙ্গে বাউন্সার দিচ্ছেন তিনি। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে জিম্বাবুয়ে যে ৪ উইকেট হারিয়েছে, তিনটিই দিয়েছেন বাংলাদেশের এই গতিতারকা।
প্রথম ইনিংসে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই সফরকারীদের উইকেট তুলে নিলেন নাহিদ রানা। ১৭তম ওভারের পঞ্চম বলে রানার বাউন্সারে হতভম্ব হয়ে যান বেন কারেন। এজ হওয়া বল শর্ট লেগে ডাইভ দিয়ে ধরেন মুমিনুল হক। কারেন করেছেন ১৮ রান। ব্রায়ান বেনেটের সঙ্গে ১০৩ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়েন কারেন।
জিম্বাবুয়ের আরেক ওপেনার বেনেটকেও ফিরিয়েছেন নাহিদ রানা। ২১তম ওভারের শেষ বলে রানার শর্ট বল আপার কাট করতে যান বেনেট। উইকেটরক্ষক জাকের আলী অনিক সেটা সহজেই তালুবন্দী করেন। ৬৪ বলে ১০ চারে বেনেট করেছেন ৫৭ রান। তিন বল পরেই নিক ওয়েলচকে (২) অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন হাসান মাহমুদ। বেনেট, ওয়েলচকে দ্রুত হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ২১.৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান।
হঠাৎ খেই হারানো জিম্বাবুয়ের হাল ধরেন অধিনায়ক ক্রেগ আরভিন ও শন উইলিয়ামস। চতুর্থ উইকেটে ৯০ বলে ৪১ রানের জুটি গড়েন আরভিন ও উইলিয়ামস। এই জুটিও ভেঙেছেন নাহিদ রানা। উইকেটটা বাংলাদেশ আদায় করেছে রিভিউ নিয়ে। ৩৭তম ওভারের তৃতীয় বলে রানার হঠাৎ লাফিয়ে ওঠা বল ছাড়তে যান আরভিন। জাকের ক্যাচের আবেদন করলেও আম্পায়ার আমলে নেননি। শান্ত রিভিউ নিলে দেখা যায়, এজ ধরা পড়েছে। ৮ রান করা আরভিন বিদায় নিলে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৩৬.৩ ওভারে ৪ উইকেটে ১২৯ রান।
আরভিনের বিদায়ের পর লাঞ্চ বিরতির আগে খেলা হয়েছে ৯ বল। প্রথম ইনিংসে ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান করে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে সফরকারীরা। অভিজ্ঞ শন উইলিয়ামস ৫৭ বলে ৩৩ রানে ব্যাটিং করছেন। সদ্য ব্যাটিংয়ে আসা ওয়েসলি মাধেভেরে করেন ৪ রান।
আরও পড়ুন:

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২৫ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
৩৯ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
২ ঘণ্টা আগে