
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচে এখন আর সেই উত্তেজনা দেখা যায় না বললেই চলে। ম্যাচের আগেই যা একটু উত্তাপ ছড়ায়। কিন্তু এমন ম্যাচে যখন অপ্রত্যাশিত কিছু ঘটে, সুনীল গাভাস্কার তো চুপ করে থাকার পাত্র নন। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি গতকাল বিরাট কোহলির এক কাণ্ড দেখে চটেছেন।
দুবাইয়ে গতকাল ভারতের ইনিংসের ২১ তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বলে হারিস রউফকে কাভার এবং পয়েন্টের মাঝে ঠেলে সিঙ্গেল নিয়ে স্বাচ্ছন্দ্যে নন স্ট্রাইকপ্রান্তে পৌঁছান কোহলি। বাবর আজম বলটা ধরতে যাবেন, এই মুহূর্তে কোহলি বাঁ হাত দিয়ে বলটা থামিয়েছেন। কোহলির এমন ঘটনায় পাকিস্তানের কোনো ক্রিকেটার বিন্দুমাত্র আবেদন করেননি। ভারতীয় ব্যাটারের এমন কাণ্ড দেখে বেজায় চটেছেন গাভাস্কার বলেন, ‘মিড উইকেট ফিল্ডারকে ডাইভ দিতেই হতো। কিন্তু বল চলমান অবস্থায় তার নাক গলানোর কোনো দরকার ছিল না। সে ভাগ্যবান যে কেউ আবেদন করেনি।’
‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ নিয়ে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবে (এমসিসি) স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। ৩৭.৩ নীতি অনুযায়ী, ‘ব্যাটার তখনই অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের জন্য আউট হবেন, যখন তিনি বল চলমান অবস্থায় ফিল্ডারকে বাধা দিচ্ছেন বা তার মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছেন। কাজ বা মুখের কথা দিয়ে ব্যাটার এমন কিছু করলেই সেটা আউট হবে। এমনকি ব্যাট না ধরা অবস্থায় স্ট্রাইকপ্রান্তে থাকা ব্যাটার বল ধরলেও সেটা আউট বলে বিবেচিত হবে। বলটা ‘নো বল’ না হলেই এই নিয়ম কার্যকর হবে। তবে নিজেকে বাঁচাতে কোনো ব্যাটার যদি বাধা দেন, তাহলে এমন অপ্রত্যাশিত ঘটনায় ব্যাটার আউট হবেন না।’
রমিজ রাজা গতকাল গাভাস্কারের সঙ্গেই ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন। গাভাস্কার যেখানে কোহলির সম্ভাব্য অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট নিয়ে কথা বলেছেন, রমিজ রাজা সেখানে মজা নিয়েছেন। কোহলির এমন কাণ্ড দেখে রমিজ মুচকি হেসে বলেন, ‘তার (কোহলি) ম্যাচ সচেতনতা আসলেই অন্যরকম।’ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ‘এক ঢিলে দুই পাখি’ মেরেছেন কোহলি। ৪৩ তম ওভারের তৃতীয় বলে খুশদিলকে চার মেরে কোহলি ৫১ তম ওয়ানডে সেঞ্চুরির পাশাপাশি ভারতকে ৬ উইকেটের জয় এনে দেন। ১১১ বলে ৭ চারে ১০০ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ভারতীয় এই তারকা ব্যাটার।
আরও পড়ুন:

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচে এখন আর সেই উত্তেজনা দেখা যায় না বললেই চলে। ম্যাচের আগেই যা একটু উত্তাপ ছড়ায়। কিন্তু এমন ম্যাচে যখন অপ্রত্যাশিত কিছু ঘটে, সুনীল গাভাস্কার তো চুপ করে থাকার পাত্র নন। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি গতকাল বিরাট কোহলির এক কাণ্ড দেখে চটেছেন।
দুবাইয়ে গতকাল ভারতের ইনিংসের ২১ তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বলে হারিস রউফকে কাভার এবং পয়েন্টের মাঝে ঠেলে সিঙ্গেল নিয়ে স্বাচ্ছন্দ্যে নন স্ট্রাইকপ্রান্তে পৌঁছান কোহলি। বাবর আজম বলটা ধরতে যাবেন, এই মুহূর্তে কোহলি বাঁ হাত দিয়ে বলটা থামিয়েছেন। কোহলির এমন ঘটনায় পাকিস্তানের কোনো ক্রিকেটার বিন্দুমাত্র আবেদন করেননি। ভারতীয় ব্যাটারের এমন কাণ্ড দেখে বেজায় চটেছেন গাভাস্কার বলেন, ‘মিড উইকেট ফিল্ডারকে ডাইভ দিতেই হতো। কিন্তু বল চলমান অবস্থায় তার নাক গলানোর কোনো দরকার ছিল না। সে ভাগ্যবান যে কেউ আবেদন করেনি।’
‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ নিয়ে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবে (এমসিসি) স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। ৩৭.৩ নীতি অনুযায়ী, ‘ব্যাটার তখনই অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের জন্য আউট হবেন, যখন তিনি বল চলমান অবস্থায় ফিল্ডারকে বাধা দিচ্ছেন বা তার মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছেন। কাজ বা মুখের কথা দিয়ে ব্যাটার এমন কিছু করলেই সেটা আউট হবে। এমনকি ব্যাট না ধরা অবস্থায় স্ট্রাইকপ্রান্তে থাকা ব্যাটার বল ধরলেও সেটা আউট বলে বিবেচিত হবে। বলটা ‘নো বল’ না হলেই এই নিয়ম কার্যকর হবে। তবে নিজেকে বাঁচাতে কোনো ব্যাটার যদি বাধা দেন, তাহলে এমন অপ্রত্যাশিত ঘটনায় ব্যাটার আউট হবেন না।’
রমিজ রাজা গতকাল গাভাস্কারের সঙ্গেই ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন। গাভাস্কার যেখানে কোহলির সম্ভাব্য অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট নিয়ে কথা বলেছেন, রমিজ রাজা সেখানে মজা নিয়েছেন। কোহলির এমন কাণ্ড দেখে রমিজ মুচকি হেসে বলেন, ‘তার (কোহলি) ম্যাচ সচেতনতা আসলেই অন্যরকম।’ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ‘এক ঢিলে দুই পাখি’ মেরেছেন কোহলি। ৪৩ তম ওভারের তৃতীয় বলে খুশদিলকে চার মেরে কোহলি ৫১ তম ওয়ানডে সেঞ্চুরির পাশাপাশি ভারতকে ৬ উইকেটের জয় এনে দেন। ১১১ বলে ৭ চারে ১০০ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ভারতীয় এই তারকা ব্যাটার।
আরও পড়ুন:

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে