আহমেদ রিয়াদ চেন্নাই থেকে
সোয়া তিন দিনে শেষ হয়ে গেছে চেন্নাই টেস্ট। চেন্নাইয়ের লিটল মাউন্টের ব্যস্ত রাস্তা লাগোয়া বাংলাদেশ দলের হোটেল আইসিটি গ্র্যান্ড চোলা। সেখানেই কাল বিশ্রামে দিনটা কাটালেন শান্ত-সাকিবেরা।
আজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে কানপুরের উদ্দেশে চেন্নাই ছাড়বে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু দ্বিতীয় টেস্ট। কিন্তু এই কানপুরে যাওয়ার আগে চেন্নাই থেকে কী নিয়ে যাচ্ছে বাংলাদেশ? প্রাপ্তির খাতা যে শূন্য। সবচেয়ে বড় চিন্তা দলের প্রাণভোমরা সাকিব আল হাসানকে নিয়ে। বিশ্রামের দিনেও তাই ঘুরেফিরে এল সাকিব ইস্যু।
কানপুর টেস্টে সাকিবের খেলা না খেলা নিয়েও প্রশ্ন উঠে গেছে। সেটির অন্যতম কারণ, অভিজ্ঞ অলরাউন্ডার কি পুরো ফিট? চেন্নাই টেস্টের মাঝেই ধারাভাষ্যকার মুরালি কার্তিক ও তামিম ইকবালের আলোচনায় সাকিবের আঙুলের পুরোনো এক অস্ত্রোপচার নিয়ে অনেক আলোচনা হলেও দলের পক্ষ থেকে জানানো হয়, সেই অস্ত্রোপচার নিয়ে নতুন করে কোনো সমস্যা নেই সাকিবের। তবে সবশেষ জসপ্রীত বুমরার একটি বলের আঘাতে তিনি ব্যথা পেয়েছেন আঙুলে। দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক হান্নান সরকার কাল জানালেন, কানপুরে অনুশীলন সেশনের পরে সাকিবকে পাওয়া না পাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাঁরা। টিম হোটেলে গতকাল হান্নান সরকার বলেছেন, ‘আজ (গতকাল) বিশ্রামে আছে। কানপুরে আমাদের দুটি সেশন হবে এবং তার পরে (দ্বিতীয় টেস্টে সাকিবের উপস্থিতি সম্পর্কে) দেখব। আমরা এখন কোনো সিদ্ধান্ত নিতে চাই না।’
সাকিবের সমস্যা যেন পিছুই ছাড়ছে না। গত বছর ভারতেই যেমন বিশ্বকাপ শেষ করতে পারেননি আঙুলের চোটে পড়ে। চলতি বছরের শুরুতে চোখ, পরে হেড পজিশন নিয়ে সমস্যায় ভুগতে দেখে গেছে তাঁকে। গত জুনে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ চলার সময়ে নেক ব্রেস পরে অনুশীলন করেছেন। সবশেষ চেন্নাই টেস্টে মুখে রাবার স্ট্র্যাপ কামড়ে হেড পজিশন ঠিক রাখার চেষ্টা করছেন। সাকিবের গুরু মোহাম্মদ সালাহ উদ্দিনকেও বিষয়টি নিয়ে একটু চিন্তিত মনে হলো। একজন ক্রিকেটার ১৭ বছর সব ধরনের ক্রিকেট খেলার পর, ধারাবাহিক পারফর্ম করার পর ক্যারিয়ারের সায়াহ্নে এসে ব্যাটিংয়ে মাথার অবস্থান নিয়ে এতটা সমস্যায় ভুগছেন, সেটির উত্তর সালাহ উদ্দিনও খুঁজছেন। কাল ফোনে আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘আসলেই এটা বিরল মনে হচ্ছে, ব্যক্তিগতভাবে আগে কখনো খেলোয়াড়ের ক্ষেত্রে দেখিনি। শরীরের বিষয়ে আমার পক্ষে বিস্তারিত বলা কঠিন।’ তবে সাকিব কালো ফিতা মুখে গুঁজে হেড পজিশন ঠিক রাখার যে কৌশল অবলম্বন করছেন, এটি তাঁকে বেশ কাজে দিচ্ছে বলে মনে করেন সালাহ উদ্দিন, ‘ও সবই করছে (হেড পজিশন ঠিক রাখতে)। অনেক জায়গায় চোখের চিকিৎসক দেখাল। কেউ বলে ভালো, কেউ বলে, না! তবে এটা কাজে (মুখে রাবার স্ট্র্যাপ) লাগছে। আগের তুলনায় হেড পজিশন এখন অনেক ভালো। ভালো ফলও পেতে শুরু করছে সে।’
ভারত সফরের মাঝে দেশেও আলোচনা সাকিবকে নিয়ে। ভারত সফর শেষে অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে সাকিব দেশে ফিরবেন কি না, এ প্রশ্ন আসছে তাঁকে হত্যা মামলার আসামি করায়। বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস অবশ্য দেশের মাঠে সাকিবের খেলা নিয়ে কোনো সংশয় দেখছেন না। তাঁর বিশ্বাস, মামলা ইস্যুতে কোনো হয়রানির শিকার হবেন না সাকিব। গতকাল মিরপুরে সংবাদমাধ্যমকে শাহরিয়ার বলেছেন, ‘চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত (দলে থাকা না থাকা) কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো কারণ ব্যক্তিগতভাবে দেখছি না।’
সোয়া তিন দিনে শেষ হয়ে গেছে চেন্নাই টেস্ট। চেন্নাইয়ের লিটল মাউন্টের ব্যস্ত রাস্তা লাগোয়া বাংলাদেশ দলের হোটেল আইসিটি গ্র্যান্ড চোলা। সেখানেই কাল বিশ্রামে দিনটা কাটালেন শান্ত-সাকিবেরা।
আজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে কানপুরের উদ্দেশে চেন্নাই ছাড়বে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু দ্বিতীয় টেস্ট। কিন্তু এই কানপুরে যাওয়ার আগে চেন্নাই থেকে কী নিয়ে যাচ্ছে বাংলাদেশ? প্রাপ্তির খাতা যে শূন্য। সবচেয়ে বড় চিন্তা দলের প্রাণভোমরা সাকিব আল হাসানকে নিয়ে। বিশ্রামের দিনেও তাই ঘুরেফিরে এল সাকিব ইস্যু।
কানপুর টেস্টে সাকিবের খেলা না খেলা নিয়েও প্রশ্ন উঠে গেছে। সেটির অন্যতম কারণ, অভিজ্ঞ অলরাউন্ডার কি পুরো ফিট? চেন্নাই টেস্টের মাঝেই ধারাভাষ্যকার মুরালি কার্তিক ও তামিম ইকবালের আলোচনায় সাকিবের আঙুলের পুরোনো এক অস্ত্রোপচার নিয়ে অনেক আলোচনা হলেও দলের পক্ষ থেকে জানানো হয়, সেই অস্ত্রোপচার নিয়ে নতুন করে কোনো সমস্যা নেই সাকিবের। তবে সবশেষ জসপ্রীত বুমরার একটি বলের আঘাতে তিনি ব্যথা পেয়েছেন আঙুলে। দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক হান্নান সরকার কাল জানালেন, কানপুরে অনুশীলন সেশনের পরে সাকিবকে পাওয়া না পাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাঁরা। টিম হোটেলে গতকাল হান্নান সরকার বলেছেন, ‘আজ (গতকাল) বিশ্রামে আছে। কানপুরে আমাদের দুটি সেশন হবে এবং তার পরে (দ্বিতীয় টেস্টে সাকিবের উপস্থিতি সম্পর্কে) দেখব। আমরা এখন কোনো সিদ্ধান্ত নিতে চাই না।’
সাকিবের সমস্যা যেন পিছুই ছাড়ছে না। গত বছর ভারতেই যেমন বিশ্বকাপ শেষ করতে পারেননি আঙুলের চোটে পড়ে। চলতি বছরের শুরুতে চোখ, পরে হেড পজিশন নিয়ে সমস্যায় ভুগতে দেখে গেছে তাঁকে। গত জুনে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ চলার সময়ে নেক ব্রেস পরে অনুশীলন করেছেন। সবশেষ চেন্নাই টেস্টে মুখে রাবার স্ট্র্যাপ কামড়ে হেড পজিশন ঠিক রাখার চেষ্টা করছেন। সাকিবের গুরু মোহাম্মদ সালাহ উদ্দিনকেও বিষয়টি নিয়ে একটু চিন্তিত মনে হলো। একজন ক্রিকেটার ১৭ বছর সব ধরনের ক্রিকেট খেলার পর, ধারাবাহিক পারফর্ম করার পর ক্যারিয়ারের সায়াহ্নে এসে ব্যাটিংয়ে মাথার অবস্থান নিয়ে এতটা সমস্যায় ভুগছেন, সেটির উত্তর সালাহ উদ্দিনও খুঁজছেন। কাল ফোনে আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘আসলেই এটা বিরল মনে হচ্ছে, ব্যক্তিগতভাবে আগে কখনো খেলোয়াড়ের ক্ষেত্রে দেখিনি। শরীরের বিষয়ে আমার পক্ষে বিস্তারিত বলা কঠিন।’ তবে সাকিব কালো ফিতা মুখে গুঁজে হেড পজিশন ঠিক রাখার যে কৌশল অবলম্বন করছেন, এটি তাঁকে বেশ কাজে দিচ্ছে বলে মনে করেন সালাহ উদ্দিন, ‘ও সবই করছে (হেড পজিশন ঠিক রাখতে)। অনেক জায়গায় চোখের চিকিৎসক দেখাল। কেউ বলে ভালো, কেউ বলে, না! তবে এটা কাজে (মুখে রাবার স্ট্র্যাপ) লাগছে। আগের তুলনায় হেড পজিশন এখন অনেক ভালো। ভালো ফলও পেতে শুরু করছে সে।’
ভারত সফরের মাঝে দেশেও আলোচনা সাকিবকে নিয়ে। ভারত সফর শেষে অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে সাকিব দেশে ফিরবেন কি না, এ প্রশ্ন আসছে তাঁকে হত্যা মামলার আসামি করায়। বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস অবশ্য দেশের মাঠে সাকিবের খেলা নিয়ে কোনো সংশয় দেখছেন না। তাঁর বিশ্বাস, মামলা ইস্যুতে কোনো হয়রানির শিকার হবেন না সাকিব। গতকাল মিরপুরে সংবাদমাধ্যমকে শাহরিয়ার বলেছেন, ‘চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত (দলে থাকা না থাকা) কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো কারণ ব্যক্তিগতভাবে দেখছি না।’
বাংলাদেশের ক্রিকেটারদের ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে যেন ‘প্রিয় প্রতিপক্ষ’। বাংলাদেশের ক্রিকেট যখনই ব্যর্থতার বৃত্তে আটকে পড়ে, তখনই ‘বিপদের বন্ধু’ হিসেবে আবির্ভূত হয় জিম্বাবুয়ের। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতার অভাব নেই। কদিন আগেই...
৫ ঘণ্টা আগেগতবারের মতো এবারও শীতকালীন অলিম্পিক গেমসের ফ্লোরবল ইভেন্টে স্বর্ণ জিতল বাংলাদেশ নারী দল। ইতালির তুরিনে আজ ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে ইউক্রেনকে হারিয়েছে তারা। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন ময়মনসিংহের নান্দাইলের মেয়ে অধিনায়ক স্বর্ণা, মাদারীপুরের মেয়ে ফাতেমা আর পাবনার মেয়ে...
৮ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি খেলে আসার পর বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ। তাই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শুরুর কয়েক ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে আজ ফিরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বল হাতে আগুন...
৮ ঘণ্টা আগেবলাবলি হচ্ছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত ঠিকই ভারতীয় সিনেমায় নাম লেখালেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার পোস্টার পোস্ট করে মুক্তির তারিখ জানালেন তিনি।
৯ ঘণ্টা আগে