ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ঝোড়ো ব্যাটিং করা ওয়েনের অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া আজ একাদশ ঘোষণা করেছে। মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার এই একাদশে সুযোগ পেয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ১৮৬.৪০ স্ট্রাইকরেটে করেছেন ৯৬০ রান। ২ সেঞ্চুরির পাশাপাশি ২ ফিফটি রয়েছে। গড় ২৫.২৬।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের দায়িত্বে থাকছেন জশ ইংলিস। গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডাররা আছেন। শেষের দিকে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাক্সওয়েল ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন। কদিন আগে শেষ হওয়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ওয়াশিংটন ফ্রিডমকে নেতৃত্ব দিয়েছেন। দল রানার্সআপ হলেও ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ খেলেছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরের ফেব্রুয়ারিতে সবশেষ খেলেছেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল ওয়ানডে ম্যাচ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন তিনি। ওপেনিংয়ে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে সুখ্যাতি আছে তাঁর। থাকছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কুপার কনোলি। বোলিং লাইনআপে আরও থাকছেন শন অ্যাবট, বেন ডাওয়ারশুইস, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।
জ্যামাইকায় আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর আগে দল ঘোষণার সময় ক্রিকেট ডট কম ডট এইউকে অজি অধিনায়ক মার্শ বলেন, ‘সবচেয়ে বড় কথা আমরা সব সময়ই অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করি। এখানে সিরিজ জিততে এসেছি। ঐতিহ্যগতভাবে আমরা সিরিজ জয়ের জন্য লড়ব। কয়েক জন ক্রিকেটার সুযোগ পাচ্ছে। কয়েক জন ক্রিকেটার অবশ্য সিরিজ মিস করছে। তাদের বিশ্রামের প্রয়োজন।’
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজটি মূলত পাঁচ ম্যাচের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও জ্যামাইকাতে হবে। ২৩ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ। সিরিজের শেষ তিন টি-টোয়েন্টির ভেন্যু সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্ক। ২৬, ২৭ ও ২৯ জুলাই হবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। শেষ তিন টি-টোয়েন্টি বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে। শ্রীলঙ্কা ও ভারতে আগামী বছর যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে, সেকারণে এখন টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে বেশি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), মিচেল ওয়েন, ক্যামেরন গ্রিন, জেক ফ্রেজার ম্যাকগার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডাওয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, কুপার কনোলি. শন অ্যাবট

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ঝোড়ো ব্যাটিং করা ওয়েনের অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া আজ একাদশ ঘোষণা করেছে। মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার এই একাদশে সুযোগ পেয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ১৮৬.৪০ স্ট্রাইকরেটে করেছেন ৯৬০ রান। ২ সেঞ্চুরির পাশাপাশি ২ ফিফটি রয়েছে। গড় ২৫.২৬।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের দায়িত্বে থাকছেন জশ ইংলিস। গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডাররা আছেন। শেষের দিকে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাক্সওয়েল ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন। কদিন আগে শেষ হওয়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ওয়াশিংটন ফ্রিডমকে নেতৃত্ব দিয়েছেন। দল রানার্সআপ হলেও ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ খেলেছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরের ফেব্রুয়ারিতে সবশেষ খেলেছেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল ওয়ানডে ম্যাচ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন তিনি। ওপেনিংয়ে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে সুখ্যাতি আছে তাঁর। থাকছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কুপার কনোলি। বোলিং লাইনআপে আরও থাকছেন শন অ্যাবট, বেন ডাওয়ারশুইস, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।
জ্যামাইকায় আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর আগে দল ঘোষণার সময় ক্রিকেট ডট কম ডট এইউকে অজি অধিনায়ক মার্শ বলেন, ‘সবচেয়ে বড় কথা আমরা সব সময়ই অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করি। এখানে সিরিজ জিততে এসেছি। ঐতিহ্যগতভাবে আমরা সিরিজ জয়ের জন্য লড়ব। কয়েক জন ক্রিকেটার সুযোগ পাচ্ছে। কয়েক জন ক্রিকেটার অবশ্য সিরিজ মিস করছে। তাদের বিশ্রামের প্রয়োজন।’
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজটি মূলত পাঁচ ম্যাচের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও জ্যামাইকাতে হবে। ২৩ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ। সিরিজের শেষ তিন টি-টোয়েন্টির ভেন্যু সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্ক। ২৬, ২৭ ও ২৯ জুলাই হবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। শেষ তিন টি-টোয়েন্টি বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে। শ্রীলঙ্কা ও ভারতে আগামী বছর যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে, সেকারণে এখন টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে বেশি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), মিচেল ওয়েন, ক্যামেরন গ্রিন, জেক ফ্রেজার ম্যাকগার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডাওয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, কুপার কনোলি. শন অ্যাবট

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২৫ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
৩৯ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
২ ঘণ্টা আগে