নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে শাস্তি পেতে হয়েছে। ঘরোয়ো ক্রিকেটে ক্রিকেটারদের এমন আচরণ চিন্তায় ফেলেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন তিনি। ১৫জুন বোর্ড সভার আগেই কেন এমন হচ্ছে সেটি তাঁকে জানাতে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি।
কাল ডিপিএলে আবাহনীর বিপক্ষে ম্যাচে এলবিডব্লুর আবেদন সাড়া না দেওয়ায় মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। পরের ওভারে আবারও মেজাজ হারিয়ে স্টাম্প তুলে আছাড় মারেন এই অলরাউন্ডার। এই অপরাধে সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবশ্য ঘরোয় ক্রিকেটে ক্রিকেটারদের আচরণবিধি ভাঙার ঘটনা এর আগেও দেখা গেছে।
বারবার কেন এমন হচ্ছে সেটাই জানতে চেয়েছেন বিসিবি সভাপতি। আজ বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমি এবং জালাল ইউনুস (বিসিবি পরিচালক) ভাই বোর্ড প্রেসিডেন্টের (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলেছি। উনি (বিসিবি সভাপতি) পুরো বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন। কী কারণে এমনটা হলো জানতে চেয়েছেন। বোর্ড সভার আগেই এটা তদন্ত করতে বলেছেন।’
কেন সাকিব মেজাজ হারালেন সেটির অনুসন্ধানে এর মধ্যেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিপিএলে অংশ নেওয়া ক্লাবগুলোর কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেওয়া হবে বলে জানান সিসিডিএম প্রধান। কাজী ইনাম বলেছেন, ‘আমরা একটা কমিটি গঠন করেছি। কমিটিতে আমি, জালাল ইউনুস ভাই, নাঈমুর রহমান দুর্জয়, পরিচালক শেখ সোহেল ভাই ও আমাদের প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান আছেন। আমরা দুদিনের মধ্যে সকল ক্লাবের ম্যানেজার ও অধিনায়কদের সঙ্গে বসব।’

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে শাস্তি পেতে হয়েছে। ঘরোয়ো ক্রিকেটে ক্রিকেটারদের এমন আচরণ চিন্তায় ফেলেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন তিনি। ১৫জুন বোর্ড সভার আগেই কেন এমন হচ্ছে সেটি তাঁকে জানাতে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি।
কাল ডিপিএলে আবাহনীর বিপক্ষে ম্যাচে এলবিডব্লুর আবেদন সাড়া না দেওয়ায় মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। পরের ওভারে আবারও মেজাজ হারিয়ে স্টাম্প তুলে আছাড় মারেন এই অলরাউন্ডার। এই অপরাধে সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবশ্য ঘরোয় ক্রিকেটে ক্রিকেটারদের আচরণবিধি ভাঙার ঘটনা এর আগেও দেখা গেছে।
বারবার কেন এমন হচ্ছে সেটাই জানতে চেয়েছেন বিসিবি সভাপতি। আজ বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমি এবং জালাল ইউনুস (বিসিবি পরিচালক) ভাই বোর্ড প্রেসিডেন্টের (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলেছি। উনি (বিসিবি সভাপতি) পুরো বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন। কী কারণে এমনটা হলো জানতে চেয়েছেন। বোর্ড সভার আগেই এটা তদন্ত করতে বলেছেন।’
কেন সাকিব মেজাজ হারালেন সেটির অনুসন্ধানে এর মধ্যেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিপিএলে অংশ নেওয়া ক্লাবগুলোর কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেওয়া হবে বলে জানান সিসিডিএম প্রধান। কাজী ইনাম বলেছেন, ‘আমরা একটা কমিটি গঠন করেছি। কমিটিতে আমি, জালাল ইউনুস ভাই, নাঈমুর রহমান দুর্জয়, পরিচালক শেখ সোহেল ভাই ও আমাদের প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান আছেন। আমরা দুদিনের মধ্যে সকল ক্লাবের ম্যানেজার ও অধিনায়কদের সঙ্গে বসব।’

নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
৪৩ মিনিট আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
১ ঘণ্টা আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
২ ঘণ্টা আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৫ ঘণ্টা আগে