
চার-ছক্কা ছাড়া যেন কিছুই বোঝেন না ট্রাভিস হেড। টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারের পাওয়ারপ্লের সুযোগে বোলারদের ছন্নছাড়া করতে তিনি সিদ্ধহস্ত। ঝড়, সুনামি, টাইফুন—ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হেডের ব্যাটিংকে কী বলা যায়, সেটাই এখন অভিধানে খুঁজে দেখতে হচ্ছে।
সাউদাম্পটনে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক ফিল সল্ট। প্রথমে ব্যাটিংয়ের এমন সুযোগ কী করে ছাড়েন হেড! ১৯ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন। ইনিংসের পঞ্চম ওভারে স্যাম কারানকে পিটিয়ে একাই ৩০ রান নিয়েছেন হেড। ৩টি করে চার ও ছক্কা হজম করা কারানের কাছে যেন বলার কোনো ভাষাই ছিল না।
হেডের বিস্ফোরক ব্যাটিংয়ে গতকাল প্রথম ৬ ওভারেই ১ উইকেটে ৮৬ রান করে ফেলে অস্ট্রেলিয়া। পাওয়ারপ্লেতে একমাত্র উইকেটটি ছিল হেডের। ২৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৫৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি ২৮ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ম্যাচ-সেরা হেড এমন বিধ্বংসী ব্যাটিংয়ের কৃতিত্ব দিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও অধিনায়ক মিচেল মার্শকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেড বলেন, ‘কোচ ও অধিনায়ক আমাকে বলেছেন নিজের ইচ্ছেমতো ব্যাটিং করতে। প্রতিটি বলই মারতে চেয়েছি।’
পাওয়ারপ্লেতে ঝড় তোলা অস্ট্রেলিয়ার ইনিংস একসময় মনে হচ্ছিল ২০০ পেরিয়ে অনেক দূর চলে যাবে। কিন্তু কিসের কী! ১৯.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়েছে অজিরা। হেডের পর অজিদের দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন আরেক ওপেনার ম্যাথু শর্ট। বিস্ফোরক ব্যাটিং করা হেড কদিন আগে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথাও উল্লেখ করেছেন। এডিনবার্গে স্কটিশদের বিপক্ষে ১৭ বলে ফিফটিও রয়েছে তাঁর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে সময়টা দারুণ যাচ্ছে অস্ট্রেলিয়ার। অজিরা টানা চারটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেড বলেন, ‘দারুণ শুরু করলাম। আমি শুধুই রান করার চেষ্টা করেছি। স্কটল্যান্ডের বিপক্ষে যে উইকেটে খেলেছি, সেটা ছিল ভিন্ন। বলের গতিটাই শুধু কাজে লাগানোর চেষ্টা করেছি।’
হেড ও শর্টের ঝোড়ো ব্যাটিংয়ে মুগ্ধতা ঝরেছে অস্ট্রেলিয়া অধিনায়ক মার্শের কণ্ঠে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্শ বলেন, ‘সত্যিই দুর্দান্ত। হেড হচ্ছে বিশেষ প্রতিভা। আমরা চাপ দিয়েছি তাদের (ইংল্যান্ড) ওপর। পাওয়ারপ্লের সদ্ব্যবহার করেছি আমরা।’ হেডকে প্রশংসায় ভাসিয়েছেন ইংলিশ অধিনায়ক সল্টও। জর্ডান কক্স, জ্যাকব বেথেল দুই ইংলিশ ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে গতকালই অভিষেক হয়েছে। এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলেছেন জেমি ওভারটনও। কার্ডিফ ও ম্যানচেস্টারে ১৩ ও ১৫ সেপ্টেম্বর হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

চার-ছক্কা ছাড়া যেন কিছুই বোঝেন না ট্রাভিস হেড। টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারের পাওয়ারপ্লের সুযোগে বোলারদের ছন্নছাড়া করতে তিনি সিদ্ধহস্ত। ঝড়, সুনামি, টাইফুন—ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হেডের ব্যাটিংকে কী বলা যায়, সেটাই এখন অভিধানে খুঁজে দেখতে হচ্ছে।
সাউদাম্পটনে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক ফিল সল্ট। প্রথমে ব্যাটিংয়ের এমন সুযোগ কী করে ছাড়েন হেড! ১৯ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন। ইনিংসের পঞ্চম ওভারে স্যাম কারানকে পিটিয়ে একাই ৩০ রান নিয়েছেন হেড। ৩টি করে চার ও ছক্কা হজম করা কারানের কাছে যেন বলার কোনো ভাষাই ছিল না।
হেডের বিস্ফোরক ব্যাটিংয়ে গতকাল প্রথম ৬ ওভারেই ১ উইকেটে ৮৬ রান করে ফেলে অস্ট্রেলিয়া। পাওয়ারপ্লেতে একমাত্র উইকেটটি ছিল হেডের। ২৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৫৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি ২৮ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ম্যাচ-সেরা হেড এমন বিধ্বংসী ব্যাটিংয়ের কৃতিত্ব দিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও অধিনায়ক মিচেল মার্শকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেড বলেন, ‘কোচ ও অধিনায়ক আমাকে বলেছেন নিজের ইচ্ছেমতো ব্যাটিং করতে। প্রতিটি বলই মারতে চেয়েছি।’
পাওয়ারপ্লেতে ঝড় তোলা অস্ট্রেলিয়ার ইনিংস একসময় মনে হচ্ছিল ২০০ পেরিয়ে অনেক দূর চলে যাবে। কিন্তু কিসের কী! ১৯.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়েছে অজিরা। হেডের পর অজিদের দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন আরেক ওপেনার ম্যাথু শর্ট। বিস্ফোরক ব্যাটিং করা হেড কদিন আগে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথাও উল্লেখ করেছেন। এডিনবার্গে স্কটিশদের বিপক্ষে ১৭ বলে ফিফটিও রয়েছে তাঁর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে সময়টা দারুণ যাচ্ছে অস্ট্রেলিয়ার। অজিরা টানা চারটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেড বলেন, ‘দারুণ শুরু করলাম। আমি শুধুই রান করার চেষ্টা করেছি। স্কটল্যান্ডের বিপক্ষে যে উইকেটে খেলেছি, সেটা ছিল ভিন্ন। বলের গতিটাই শুধু কাজে লাগানোর চেষ্টা করেছি।’
হেড ও শর্টের ঝোড়ো ব্যাটিংয়ে মুগ্ধতা ঝরেছে অস্ট্রেলিয়া অধিনায়ক মার্শের কণ্ঠে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্শ বলেন, ‘সত্যিই দুর্দান্ত। হেড হচ্ছে বিশেষ প্রতিভা। আমরা চাপ দিয়েছি তাদের (ইংল্যান্ড) ওপর। পাওয়ারপ্লের সদ্ব্যবহার করেছি আমরা।’ হেডকে প্রশংসায় ভাসিয়েছেন ইংলিশ অধিনায়ক সল্টও। জর্ডান কক্স, জ্যাকব বেথেল দুই ইংলিশ ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে গতকালই অভিষেক হয়েছে। এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলেছেন জেমি ওভারটনও। কার্ডিফ ও ম্যানচেস্টারে ১৩ ও ১৫ সেপ্টেম্বর হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১১ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৪৩ মিনিট আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
২ ঘণ্টা আগে