নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে মাঠে ফিরেই চেনারূপে ফিরলেন সাকিব আল হাসান। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে-বলে দুই বিভাগেই আলো ছড়ালেন বাঁহাতি অলরাউন্ডার। তাঁর অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদে জয় দিয়ে ওয়ানডে বিসিএল তথা স্বাধীনতা কাপ শুরু করল ওয়ালটন মধ্যাঞ্চল। লো স্কোরিং ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ২২ রানে হারিয়েছে সাকিবের দল।
আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ৪০ বল বাকি থাকতে ১৭৭ রানে গুটিয়ে গেছে মধ্যাঞ্চল। জবাব দিতে নেমে ১৫৫ রানে থেমে যায় পূর্বাঞ্চলের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন সাকিব। লো স্কোরিং ম্যাচ হয়েছে সিলেটের একাডেমি মাঠেও। যেখানে বিসিবি দক্ষিণাঞ্চলকে ৮ উইকেটে হারিয়েছে বিসিবি উত্তরাঞ্চল। মোস্তাফিজুর রহমানের দক্ষিণাঞ্চলকে ১৬২ রানে গুঁড়িয়ে দেওয়ার পর উত্তরাঞ্চল জিতেছে ১৯ বল হাতে রেখেই।
মধ্যাঞ্চলের শুরুটা অবশ্য দারুণ ছিল। শুরুর ৬ ওভারে ৩৬ রান তোলে তারা। এরপরই খেই হারায় তিন দিন আগে বিসিএল টেস্ট সংস্করণের চ্যাম্পিয়ন হওয়া দলটি। জুটি ভাঙে সৌম্য সরকার ১৩ রানে বিদায় নিলে। দলের আরও ৬ ব্যাটার আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৩৭ রান করেছেন মোহাম্মদ মিঠুন। ১ রান কম এসেছে ওপেনার মিজানুর রহমানের ব্যাট থেকে। ৫৮ বলে সাকিবের ৩৫ রান ইনিংস সাজানো ছিল দুটি চারে।
মধ্যাঞ্চলকে দ্রুত অলআউট করতে মুখ্য অবদান দুই পেসার রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজার। দুজনই সমান ৩টি করে উইকেট নেন। দুটি শিকার স্পিনার তানভির ইসলামের। বাকি দুটি উইকেট নিয়েছেন নাঈম হাসান ও আলাউদ্দিন বাবু। বোলারদের দারুণ পারফরম্যান্সে লক্ষ্যটা নাগালে ছিল পূর্বাঞ্চলের। কিন্তু ব্যাটারদের দায়িত্বহীনতার মাশুল দিতে হয়েছে দলকে। মোহাম্মদ আশরাফুল প্রথম ওভারে সাজঘরে ফিরলেও জয়ের পথে ছিল পূর্বাঞ্চল।
এরপরই ধসে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। অধিনায়ক ইমরুল কায়েসের আউটে পতন শুরু। ২৫ রানে ফেরেন ইমরুল। আসা-যাওয়া মিছিল আর থামেনি। ওপেনার রনি তালুকদার সর্বোচ্চ ৩৮ রানে আউট হন। সাকিবের বলে আউট হওয়ার আগে ৩১ রান করেছেন ইরফান শুক্কুর। নাদিফ চৌধুরী করেন ২৮ রান। এ ছাড়া আলাউদ্দিন বাবু ফেরেন ১৭ রানে। মধ্যাঞ্চল বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন সাকিব, হাসান মুরাদ ও সৌম্য।
রান হয়নি পাশের মাঠে অন্য ম্যাচেও। তবে দাপট দেখিয়েছেন পেসাররা। পেস দাপটের পরও ম্যাচে হাফসেঞ্চুরি হয়েছে তিনটি। দক্ষিণাঞ্চলের পক্ষে ফিফটি করা তৌহিদ হৃদয় ৫৫ রানে আউট হন। ওপেনার পিনাক ঘোষ ৩ রানের জন্য ফিফটি পাননি। উত্তরাঞ্চলের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন পেসার শফিকুল ইসলাম ও স্পিনার সাঞ্জামুল ইসলাম। দুটি শিকার নাঈম ইসলামের।
দক্ষিণাঞ্চলকে অল্প রানে বেঁধে ফেলার পর ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় মার্শাল আইয়ুবের উত্তরাঞ্চল। ওপেনার পারভেজ হোসেন ইমন ৫৪ রানের ঝড়ো ইনিংসে মেরেছেন পাঁচটি চার ও চারটি ছক্কা। তিনে নামা নাঈম অবশ্য আউট হননি। ৬৬ রানের অপরাজিত ইনিংস তিনি সাজান ৯টি চারে। শেষ দিকে মার্শাল ৩২ রানে টিকে থাকেন। তবে অলরাউন্ডিং পারফরম্যান্স নাঈমের হাতে তুলে দেয় ম্যাচ সেরার স্বীকৃতি।
উত্তরাঞ্চলের উইকেট দুটি নিয়েছেন মেহেদি হাসান। মোস্তাফিজ উইকেট পাননি। কিন্তু নতুন বলে দুর্দান্ত দেখা গেল তাঁকে। ৭ ওভারে মেডেনসহ ২১ রান দিয়েছেন তিনি। কিন্তু বিফলে গেছে ফিজের দারুণ বোলিং নৈপুণ্য।

ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে মাঠে ফিরেই চেনারূপে ফিরলেন সাকিব আল হাসান। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে-বলে দুই বিভাগেই আলো ছড়ালেন বাঁহাতি অলরাউন্ডার। তাঁর অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদে জয় দিয়ে ওয়ানডে বিসিএল তথা স্বাধীনতা কাপ শুরু করল ওয়ালটন মধ্যাঞ্চল। লো স্কোরিং ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ২২ রানে হারিয়েছে সাকিবের দল।
আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ৪০ বল বাকি থাকতে ১৭৭ রানে গুটিয়ে গেছে মধ্যাঞ্চল। জবাব দিতে নেমে ১৫৫ রানে থেমে যায় পূর্বাঞ্চলের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন সাকিব। লো স্কোরিং ম্যাচ হয়েছে সিলেটের একাডেমি মাঠেও। যেখানে বিসিবি দক্ষিণাঞ্চলকে ৮ উইকেটে হারিয়েছে বিসিবি উত্তরাঞ্চল। মোস্তাফিজুর রহমানের দক্ষিণাঞ্চলকে ১৬২ রানে গুঁড়িয়ে দেওয়ার পর উত্তরাঞ্চল জিতেছে ১৯ বল হাতে রেখেই।
মধ্যাঞ্চলের শুরুটা অবশ্য দারুণ ছিল। শুরুর ৬ ওভারে ৩৬ রান তোলে তারা। এরপরই খেই হারায় তিন দিন আগে বিসিএল টেস্ট সংস্করণের চ্যাম্পিয়ন হওয়া দলটি। জুটি ভাঙে সৌম্য সরকার ১৩ রানে বিদায় নিলে। দলের আরও ৬ ব্যাটার আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৩৭ রান করেছেন মোহাম্মদ মিঠুন। ১ রান কম এসেছে ওপেনার মিজানুর রহমানের ব্যাট থেকে। ৫৮ বলে সাকিবের ৩৫ রান ইনিংস সাজানো ছিল দুটি চারে।
মধ্যাঞ্চলকে দ্রুত অলআউট করতে মুখ্য অবদান দুই পেসার রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজার। দুজনই সমান ৩টি করে উইকেট নেন। দুটি শিকার স্পিনার তানভির ইসলামের। বাকি দুটি উইকেট নিয়েছেন নাঈম হাসান ও আলাউদ্দিন বাবু। বোলারদের দারুণ পারফরম্যান্সে লক্ষ্যটা নাগালে ছিল পূর্বাঞ্চলের। কিন্তু ব্যাটারদের দায়িত্বহীনতার মাশুল দিতে হয়েছে দলকে। মোহাম্মদ আশরাফুল প্রথম ওভারে সাজঘরে ফিরলেও জয়ের পথে ছিল পূর্বাঞ্চল।
এরপরই ধসে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। অধিনায়ক ইমরুল কায়েসের আউটে পতন শুরু। ২৫ রানে ফেরেন ইমরুল। আসা-যাওয়া মিছিল আর থামেনি। ওপেনার রনি তালুকদার সর্বোচ্চ ৩৮ রানে আউট হন। সাকিবের বলে আউট হওয়ার আগে ৩১ রান করেছেন ইরফান শুক্কুর। নাদিফ চৌধুরী করেন ২৮ রান। এ ছাড়া আলাউদ্দিন বাবু ফেরেন ১৭ রানে। মধ্যাঞ্চল বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন সাকিব, হাসান মুরাদ ও সৌম্য।
রান হয়নি পাশের মাঠে অন্য ম্যাচেও। তবে দাপট দেখিয়েছেন পেসাররা। পেস দাপটের পরও ম্যাচে হাফসেঞ্চুরি হয়েছে তিনটি। দক্ষিণাঞ্চলের পক্ষে ফিফটি করা তৌহিদ হৃদয় ৫৫ রানে আউট হন। ওপেনার পিনাক ঘোষ ৩ রানের জন্য ফিফটি পাননি। উত্তরাঞ্চলের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন পেসার শফিকুল ইসলাম ও স্পিনার সাঞ্জামুল ইসলাম। দুটি শিকার নাঈম ইসলামের।
দক্ষিণাঞ্চলকে অল্প রানে বেঁধে ফেলার পর ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় মার্শাল আইয়ুবের উত্তরাঞ্চল। ওপেনার পারভেজ হোসেন ইমন ৫৪ রানের ঝড়ো ইনিংসে মেরেছেন পাঁচটি চার ও চারটি ছক্কা। তিনে নামা নাঈম অবশ্য আউট হননি। ৬৬ রানের অপরাজিত ইনিংস তিনি সাজান ৯টি চারে। শেষ দিকে মার্শাল ৩২ রানে টিকে থাকেন। তবে অলরাউন্ডিং পারফরম্যান্স নাঈমের হাতে তুলে দেয় ম্যাচ সেরার স্বীকৃতি।
উত্তরাঞ্চলের উইকেট দুটি নিয়েছেন মেহেদি হাসান। মোস্তাফিজ উইকেট পাননি। কিন্তু নতুন বলে দুর্দান্ত দেখা গেল তাঁকে। ৭ ওভারে মেডেনসহ ২১ রান দিয়েছেন তিনি। কিন্তু বিফলে গেছে ফিজের দারুণ বোলিং নৈপুণ্য।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
২২ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে