নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে মাঠে ফিরেই চেনারূপে ফিরলেন সাকিব আল হাসান। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে-বলে দুই বিভাগেই আলো ছড়ালেন বাঁহাতি অলরাউন্ডার। তাঁর অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদে জয় দিয়ে ওয়ানডে বিসিএল তথা স্বাধীনতা কাপ শুরু করল ওয়ালটন মধ্যাঞ্চল। লো স্কোরিং ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ২২ রানে হারিয়েছে সাকিবের দল।
আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ৪০ বল বাকি থাকতে ১৭৭ রানে গুটিয়ে গেছে মধ্যাঞ্চল। জবাব দিতে নেমে ১৫৫ রানে থেমে যায় পূর্বাঞ্চলের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন সাকিব। লো স্কোরিং ম্যাচ হয়েছে সিলেটের একাডেমি মাঠেও। যেখানে বিসিবি দক্ষিণাঞ্চলকে ৮ উইকেটে হারিয়েছে বিসিবি উত্তরাঞ্চল। মোস্তাফিজুর রহমানের দক্ষিণাঞ্চলকে ১৬২ রানে গুঁড়িয়ে দেওয়ার পর উত্তরাঞ্চল জিতেছে ১৯ বল হাতে রেখেই।
মধ্যাঞ্চলের শুরুটা অবশ্য দারুণ ছিল। শুরুর ৬ ওভারে ৩৬ রান তোলে তারা। এরপরই খেই হারায় তিন দিন আগে বিসিএল টেস্ট সংস্করণের চ্যাম্পিয়ন হওয়া দলটি। জুটি ভাঙে সৌম্য সরকার ১৩ রানে বিদায় নিলে। দলের আরও ৬ ব্যাটার আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৩৭ রান করেছেন মোহাম্মদ মিঠুন। ১ রান কম এসেছে ওপেনার মিজানুর রহমানের ব্যাট থেকে। ৫৮ বলে সাকিবের ৩৫ রান ইনিংস সাজানো ছিল দুটি চারে।
মধ্যাঞ্চলকে দ্রুত অলআউট করতে মুখ্য অবদান দুই পেসার রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজার। দুজনই সমান ৩টি করে উইকেট নেন। দুটি শিকার স্পিনার তানভির ইসলামের। বাকি দুটি উইকেট নিয়েছেন নাঈম হাসান ও আলাউদ্দিন বাবু। বোলারদের দারুণ পারফরম্যান্সে লক্ষ্যটা নাগালে ছিল পূর্বাঞ্চলের। কিন্তু ব্যাটারদের দায়িত্বহীনতার মাশুল দিতে হয়েছে দলকে। মোহাম্মদ আশরাফুল প্রথম ওভারে সাজঘরে ফিরলেও জয়ের পথে ছিল পূর্বাঞ্চল।
এরপরই ধসে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। অধিনায়ক ইমরুল কায়েসের আউটে পতন শুরু। ২৫ রানে ফেরেন ইমরুল। আসা-যাওয়া মিছিল আর থামেনি। ওপেনার রনি তালুকদার সর্বোচ্চ ৩৮ রানে আউট হন। সাকিবের বলে আউট হওয়ার আগে ৩১ রান করেছেন ইরফান শুক্কুর। নাদিফ চৌধুরী করেন ২৮ রান। এ ছাড়া আলাউদ্দিন বাবু ফেরেন ১৭ রানে। মধ্যাঞ্চল বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন সাকিব, হাসান মুরাদ ও সৌম্য।
রান হয়নি পাশের মাঠে অন্য ম্যাচেও। তবে দাপট দেখিয়েছেন পেসাররা। পেস দাপটের পরও ম্যাচে হাফসেঞ্চুরি হয়েছে তিনটি। দক্ষিণাঞ্চলের পক্ষে ফিফটি করা তৌহিদ হৃদয় ৫৫ রানে আউট হন। ওপেনার পিনাক ঘোষ ৩ রানের জন্য ফিফটি পাননি। উত্তরাঞ্চলের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন পেসার শফিকুল ইসলাম ও স্পিনার সাঞ্জামুল ইসলাম। দুটি শিকার নাঈম ইসলামের।
দক্ষিণাঞ্চলকে অল্প রানে বেঁধে ফেলার পর ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় মার্শাল আইয়ুবের উত্তরাঞ্চল। ওপেনার পারভেজ হোসেন ইমন ৫৪ রানের ঝড়ো ইনিংসে মেরেছেন পাঁচটি চার ও চারটি ছক্কা। তিনে নামা নাঈম অবশ্য আউট হননি। ৬৬ রানের অপরাজিত ইনিংস তিনি সাজান ৯টি চারে। শেষ দিকে মার্শাল ৩২ রানে টিকে থাকেন। তবে অলরাউন্ডিং পারফরম্যান্স নাঈমের হাতে তুলে দেয় ম্যাচ সেরার স্বীকৃতি।
উত্তরাঞ্চলের উইকেট দুটি নিয়েছেন মেহেদি হাসান। মোস্তাফিজ উইকেট পাননি। কিন্তু নতুন বলে দুর্দান্ত দেখা গেল তাঁকে। ৭ ওভারে মেডেনসহ ২১ রান দিয়েছেন তিনি। কিন্তু বিফলে গেছে ফিজের দারুণ বোলিং নৈপুণ্য।

ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে মাঠে ফিরেই চেনারূপে ফিরলেন সাকিব আল হাসান। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে-বলে দুই বিভাগেই আলো ছড়ালেন বাঁহাতি অলরাউন্ডার। তাঁর অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদে জয় দিয়ে ওয়ানডে বিসিএল তথা স্বাধীনতা কাপ শুরু করল ওয়ালটন মধ্যাঞ্চল। লো স্কোরিং ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ২২ রানে হারিয়েছে সাকিবের দল।
আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ৪০ বল বাকি থাকতে ১৭৭ রানে গুটিয়ে গেছে মধ্যাঞ্চল। জবাব দিতে নেমে ১৫৫ রানে থেমে যায় পূর্বাঞ্চলের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন সাকিব। লো স্কোরিং ম্যাচ হয়েছে সিলেটের একাডেমি মাঠেও। যেখানে বিসিবি দক্ষিণাঞ্চলকে ৮ উইকেটে হারিয়েছে বিসিবি উত্তরাঞ্চল। মোস্তাফিজুর রহমানের দক্ষিণাঞ্চলকে ১৬২ রানে গুঁড়িয়ে দেওয়ার পর উত্তরাঞ্চল জিতেছে ১৯ বল হাতে রেখেই।
মধ্যাঞ্চলের শুরুটা অবশ্য দারুণ ছিল। শুরুর ৬ ওভারে ৩৬ রান তোলে তারা। এরপরই খেই হারায় তিন দিন আগে বিসিএল টেস্ট সংস্করণের চ্যাম্পিয়ন হওয়া দলটি। জুটি ভাঙে সৌম্য সরকার ১৩ রানে বিদায় নিলে। দলের আরও ৬ ব্যাটার আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৩৭ রান করেছেন মোহাম্মদ মিঠুন। ১ রান কম এসেছে ওপেনার মিজানুর রহমানের ব্যাট থেকে। ৫৮ বলে সাকিবের ৩৫ রান ইনিংস সাজানো ছিল দুটি চারে।
মধ্যাঞ্চলকে দ্রুত অলআউট করতে মুখ্য অবদান দুই পেসার রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজার। দুজনই সমান ৩টি করে উইকেট নেন। দুটি শিকার স্পিনার তানভির ইসলামের। বাকি দুটি উইকেট নিয়েছেন নাঈম হাসান ও আলাউদ্দিন বাবু। বোলারদের দারুণ পারফরম্যান্সে লক্ষ্যটা নাগালে ছিল পূর্বাঞ্চলের। কিন্তু ব্যাটারদের দায়িত্বহীনতার মাশুল দিতে হয়েছে দলকে। মোহাম্মদ আশরাফুল প্রথম ওভারে সাজঘরে ফিরলেও জয়ের পথে ছিল পূর্বাঞ্চল।
এরপরই ধসে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। অধিনায়ক ইমরুল কায়েসের আউটে পতন শুরু। ২৫ রানে ফেরেন ইমরুল। আসা-যাওয়া মিছিল আর থামেনি। ওপেনার রনি তালুকদার সর্বোচ্চ ৩৮ রানে আউট হন। সাকিবের বলে আউট হওয়ার আগে ৩১ রান করেছেন ইরফান শুক্কুর। নাদিফ চৌধুরী করেন ২৮ রান। এ ছাড়া আলাউদ্দিন বাবু ফেরেন ১৭ রানে। মধ্যাঞ্চল বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন সাকিব, হাসান মুরাদ ও সৌম্য।
রান হয়নি পাশের মাঠে অন্য ম্যাচেও। তবে দাপট দেখিয়েছেন পেসাররা। পেস দাপটের পরও ম্যাচে হাফসেঞ্চুরি হয়েছে তিনটি। দক্ষিণাঞ্চলের পক্ষে ফিফটি করা তৌহিদ হৃদয় ৫৫ রানে আউট হন। ওপেনার পিনাক ঘোষ ৩ রানের জন্য ফিফটি পাননি। উত্তরাঞ্চলের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন পেসার শফিকুল ইসলাম ও স্পিনার সাঞ্জামুল ইসলাম। দুটি শিকার নাঈম ইসলামের।
দক্ষিণাঞ্চলকে অল্প রানে বেঁধে ফেলার পর ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় মার্শাল আইয়ুবের উত্তরাঞ্চল। ওপেনার পারভেজ হোসেন ইমন ৫৪ রানের ঝড়ো ইনিংসে মেরেছেন পাঁচটি চার ও চারটি ছক্কা। তিনে নামা নাঈম অবশ্য আউট হননি। ৬৬ রানের অপরাজিত ইনিংস তিনি সাজান ৯টি চারে। শেষ দিকে মার্শাল ৩২ রানে টিকে থাকেন। তবে অলরাউন্ডিং পারফরম্যান্স নাঈমের হাতে তুলে দেয় ম্যাচ সেরার স্বীকৃতি।
উত্তরাঞ্চলের উইকেট দুটি নিয়েছেন মেহেদি হাসান। মোস্তাফিজ উইকেট পাননি। কিন্তু নতুন বলে দুর্দান্ত দেখা গেল তাঁকে। ৭ ওভারে মেডেনসহ ২১ রান দিয়েছেন তিনি। কিন্তু বিফলে গেছে ফিজের দারুণ বোলিং নৈপুণ্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২৭ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
৩৫ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে