নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইসিসি ইভেন্টে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ খেলেছিল ঠিকই। তবে ওয়ানডে, টি-টোয়েন্টি সব ধরনের বিশ্বকাপ মিলে বাংলাদেশের সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা নেই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি।
২০১৪ সালের ১ এপ্রিল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তাসকিন আহমেদ। অভিষেকের পর ১০ বছরে প্রায় সব আইসিসি ইভেন্টে দেখা গেছে বাংলাদেশের তারকা পেসারকে। ৬.৪২ ইকোনমিতে এবারের বিশ্বকাপে তিনি নিয়েছেন ৮ উইকেট। তবে বিশ্বকাপের আগে থেকেই ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে পঞ্চম টি-টোয়েন্টি হার, যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হার—এমন হতশ্রী পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে খেলতে গেলে বাংলাদেশের দুর্বলতা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১১৪ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে হারালেও বাংলাদেশ অলআউট হয়েছে ১০৫ রানে।
গ্রুপ পর্ব থেকে সুপার এইটে ওঠার পরই বাংলাদেশ বাজেভাবে ব্যর্থ হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ মিলিয়ে সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকলেও শান্তর দল সেটা পারেনি। উল্টো বাংলাদেশ হেরে যাওয়ায় আফগানরা নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিতে খেলেছে। হতাশাজনক বিশ্বকাপ শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ভ্রমণযাত্রা শেষে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসকিন। বাংলাদেশের তারকা পেসার সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ১০ বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছি আমি। কখনোই এত বাজে অবস্থা দেখিনি। এটা কাটিয়ে ওঠা যাবে বলে আশা করছি।’
বাংলাদেশের বোলারদের মধ্যে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। তরুণ এই লেগ স্পিনার খেলেছেন ৭ ম্যাচ, তাঁর ইকোনমি ৭.৭৬। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রশিদ খানের সঙ্গে যৌথভাবে তিনে আছেন রিশাদ। ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তানজিম সাকিব। গতির ঝড় ও নিখুঁত লাইন-লেংথে প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন বাংলাদেশের তরুণ পেসার। বাংলাদেশ যে ৭ ম্যাচ খেলেছে, সব ম্যাচেই একাদশে ছিলেন তিনি। বোলিং করেছেন ৬.২০ ইকোনমিতে। তানজিম সাকিব-রিশাদদের প্রশংসায় ভাসিয়ে তাসকিন বলেন, ‘তানজিম সাকিব, রিশাদ সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে সেরা পাঁচে ছিল। সব মিলিয়ে তারা ভালো করেছে। বাংলাদেশ থেকে যে ভবিষ্যৎ তারকা উঠে আসছে, এটা ভালো ব্যাপার। তাতে বিশ্ববাসীকে বোঝানো গেল যে আমাদের সামর্থ্য আছে।’
গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মৌসুমে নিজেদের সর্বোচ্চ জয় পেয়েছে বাংলাদেশ। তাসকিন বলেন, ‘সুপার এইটে উঠেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো তিনটা জয় পেয়েছি। ইতিবাচক দিক আছে। তবে নেতিবাচকই বেশি।’

আইসিসি ইভেন্টে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ খেলেছিল ঠিকই। তবে ওয়ানডে, টি-টোয়েন্টি সব ধরনের বিশ্বকাপ মিলে বাংলাদেশের সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা নেই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি।
২০১৪ সালের ১ এপ্রিল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তাসকিন আহমেদ। অভিষেকের পর ১০ বছরে প্রায় সব আইসিসি ইভেন্টে দেখা গেছে বাংলাদেশের তারকা পেসারকে। ৬.৪২ ইকোনমিতে এবারের বিশ্বকাপে তিনি নিয়েছেন ৮ উইকেট। তবে বিশ্বকাপের আগে থেকেই ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে পঞ্চম টি-টোয়েন্টি হার, যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হার—এমন হতশ্রী পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে খেলতে গেলে বাংলাদেশের দুর্বলতা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১১৪ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে হারালেও বাংলাদেশ অলআউট হয়েছে ১০৫ রানে।
গ্রুপ পর্ব থেকে সুপার এইটে ওঠার পরই বাংলাদেশ বাজেভাবে ব্যর্থ হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ মিলিয়ে সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকলেও শান্তর দল সেটা পারেনি। উল্টো বাংলাদেশ হেরে যাওয়ায় আফগানরা নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিতে খেলেছে। হতাশাজনক বিশ্বকাপ শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ভ্রমণযাত্রা শেষে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসকিন। বাংলাদেশের তারকা পেসার সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ১০ বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছি আমি। কখনোই এত বাজে অবস্থা দেখিনি। এটা কাটিয়ে ওঠা যাবে বলে আশা করছি।’
বাংলাদেশের বোলারদের মধ্যে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। তরুণ এই লেগ স্পিনার খেলেছেন ৭ ম্যাচ, তাঁর ইকোনমি ৭.৭৬। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রশিদ খানের সঙ্গে যৌথভাবে তিনে আছেন রিশাদ। ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তানজিম সাকিব। গতির ঝড় ও নিখুঁত লাইন-লেংথে প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন বাংলাদেশের তরুণ পেসার। বাংলাদেশ যে ৭ ম্যাচ খেলেছে, সব ম্যাচেই একাদশে ছিলেন তিনি। বোলিং করেছেন ৬.২০ ইকোনমিতে। তানজিম সাকিব-রিশাদদের প্রশংসায় ভাসিয়ে তাসকিন বলেন, ‘তানজিম সাকিব, রিশাদ সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে সেরা পাঁচে ছিল। সব মিলিয়ে তারা ভালো করেছে। বাংলাদেশ থেকে যে ভবিষ্যৎ তারকা উঠে আসছে, এটা ভালো ব্যাপার। তাতে বিশ্ববাসীকে বোঝানো গেল যে আমাদের সামর্থ্য আছে।’
গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মৌসুমে নিজেদের সর্বোচ্চ জয় পেয়েছে বাংলাদেশ। তাসকিন বলেন, ‘সুপার এইটে উঠেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো তিনটা জয় পেয়েছি। ইতিবাচক দিক আছে। তবে নেতিবাচকই বেশি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৮ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৯ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
১০ ঘণ্টা আগে