Ajker Patrika

দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ানের আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ১৯
দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ানের আকস্মিক মৃত্যু

বাংলাদেশের ক্রিকেটকে প্রথম ট্রিপল সেঞ্চুরির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। দেশের ক্রিকেট ইতিহাসে তাই সোনার অক্ষরে খোদাই করা আছে তারিকুজ্জামান মুনিরের নাম। সেই তারিকুজ্জামান নিজেই আজ থেকে ইতিহাস হয়ে গেলেন। হার্ট অ্যাটাকে আকস্মিক মৃত্যু হয়েছে সাবেক এই জাতীয় ক্রিকেটারের। 

স্ত্রী এবং একমাত্র সন্তান মেহরাবকে নিয়ে সিলেটে বেড়াতে যাচ্ছিলেন তারিকুজ্জামান। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি পৌঁছতেই হঠাৎ বুকে ব্যথা ওঠে তাঁর। সেই ব্যথাই তাঁকে নিয়ে গেল মৃত্যুর পথে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তারিকুজ্জামানকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। 

দেশের ক্রিকেটে তারিকুজ্জামান বিখ্যাত তাঁর ওই ট্রিপল সেঞ্চুরির জন্য। ১৯৮৪-৮৫ মৌসুমে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে ৩০৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ১৯৮৫ সালে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের প্রতিনিধিত্বও করেন এই ব্যাটার। 

তারিকুজ্জামান তাঁর ক্যারিয়ার শুরু করেন ১৯৭৬-৭৭ মৌসুমে। ঈগলেটস ক্লাবের হয়ে শুরু হয় তাঁর ক্লাব ক্রিকেট ক্যারিয়ার। এরপর আবাহনী, মোহামেডান, বিমান, জিএমসিসির মতো ক্লাবগুলোর হয়ে খেলেন তারিকুজ্জামান। শুধু ব্যাটার নন, ৩০ গজের ভেতরে ফিল্ডার হিসেবেও দুর্দান্ত ছিলেন তিনি। তার বড় ভাই আসাদুজ্জামান মিশাও জাতীয় দলের হয়ে খেলেছেন। 

খেলোয়াড়ি জীবন শেষে ছেড়ে এশিয়াটিক, পারটেক্স গ্রুপ, বার্জার, আনোয়ার গ্রুপ, এলিট পেইন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদে চাকরি করেছেন তারিকুজ্জামান। যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গেও। বিসিবির লজিস্টিক অ্যান্ড প্রটোকল কমিটির সাবেক এই সদস্যসচিব ঘরের মাঠে হওয়া ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের টুর্নামেন্ট ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। 

স্বাধীন বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। এক বিবৃতিতে মরহুমের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সমবেদনা জানিয়েছে সংস্থাটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত