নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় দিন শেষে যে আতঙ্ক নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ আজ সেটাই সত্যি হলো। পোর্ট এলিজাবেথ টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর ফলোঅনে পড়েছেন মুমিনুল হকরা। ধারণা করা হচ্ছিল বাংলাদেশকে ফের ব্যাটিংয়ে পাঠাবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিস্ময় উপহার দিল প্রোটিয়ারা। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামল স্বাগতিকেরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ১১ রান করেছে তারা।
দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে থামিয়ে দেওয়ার পর বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২১৭। অথচ আজ তৃতীয় দিনের শুরুটা কী দুর্দান্তই না হয়েছিল মুমিনুলদের। দিনের প্রথম দিন বলে লেজাড উইলিয়ামসকে টানা তিন চার মেরে দারুণ সূচনা করেন ইয়াসির আলী রাব্বি।
আত্মবিশ্বাসী শুরুটা এগিয়ে নিতে থাকেন মুশফিকুর রহিম আর রাব্বী। দুজনের জুটি দ্বিতীয় দিনের ব্যাটিং বিপর্যয়ের হতাশায় প্রলেপ দেওয়ার পথেই এগোচ্ছিল। ৭০ রানের জুটিটা ভাঙে রাব্বীর বিদায়ে। কেশব মহারাজের ফুলার লেংথের বলটা ফ্লিক করতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বসেন রাব্বী।
শটটা যে ভুল খেলে ফেলেছেন আউটের পর রাব্বীর ব্যাট ছুড়ে মারতে চাওয়ার হতাশাই বলেই দেয়। ৮৭ বলে ৪৭ রানের ইনিংসটা ৭ চারে সাজান এ ব্যাটার। রাব্বীর বিদায়ের পর মিরাজকে সঙ্গে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৫তম ফিফটি পূর্ণ করেন মুশফিক। তবে ফিফটির পর মাথায় ভূত ছাপে এই অভিজ্ঞ ব্যাটারের। অফ স্পিনার সাইমন হারমারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন মুশফিক। তাঁর ব্যাট থেকে আসে ৫১ রান।
অল্প সময়ের ভেতর দুজনের বিদায় ড্রেসিংরুমে হতাশা ছুঁয়ে যায়। ৭ উইকেট হারিয়ে ২১০ রান নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। সেখান থেকে ফেরার পর দ্রুতই গুটিয়ে যায় দল। শেষ ২৫ রানে বাংলাদেশ হারায় ৫ উইকেট। আচমকা এই বিপর্যয়ে ফেরেন ইয়াসির, মুশফিক, তাইজুল, ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন। লিটন ও মিরাজ সমান ১১ রানে আউট হন।

দ্বিতীয় দিন শেষে যে আতঙ্ক নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ আজ সেটাই সত্যি হলো। পোর্ট এলিজাবেথ টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর ফলোঅনে পড়েছেন মুমিনুল হকরা। ধারণা করা হচ্ছিল বাংলাদেশকে ফের ব্যাটিংয়ে পাঠাবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিস্ময় উপহার দিল প্রোটিয়ারা। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামল স্বাগতিকেরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ১১ রান করেছে তারা।
দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে থামিয়ে দেওয়ার পর বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২১৭। অথচ আজ তৃতীয় দিনের শুরুটা কী দুর্দান্তই না হয়েছিল মুমিনুলদের। দিনের প্রথম দিন বলে লেজাড উইলিয়ামসকে টানা তিন চার মেরে দারুণ সূচনা করেন ইয়াসির আলী রাব্বি।
আত্মবিশ্বাসী শুরুটা এগিয়ে নিতে থাকেন মুশফিকুর রহিম আর রাব্বী। দুজনের জুটি দ্বিতীয় দিনের ব্যাটিং বিপর্যয়ের হতাশায় প্রলেপ দেওয়ার পথেই এগোচ্ছিল। ৭০ রানের জুটিটা ভাঙে রাব্বীর বিদায়ে। কেশব মহারাজের ফুলার লেংথের বলটা ফ্লিক করতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বসেন রাব্বী।
শটটা যে ভুল খেলে ফেলেছেন আউটের পর রাব্বীর ব্যাট ছুড়ে মারতে চাওয়ার হতাশাই বলেই দেয়। ৮৭ বলে ৪৭ রানের ইনিংসটা ৭ চারে সাজান এ ব্যাটার। রাব্বীর বিদায়ের পর মিরাজকে সঙ্গে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৫তম ফিফটি পূর্ণ করেন মুশফিক। তবে ফিফটির পর মাথায় ভূত ছাপে এই অভিজ্ঞ ব্যাটারের। অফ স্পিনার সাইমন হারমারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন মুশফিক। তাঁর ব্যাট থেকে আসে ৫১ রান।
অল্প সময়ের ভেতর দুজনের বিদায় ড্রেসিংরুমে হতাশা ছুঁয়ে যায়। ৭ উইকেট হারিয়ে ২১০ রান নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। সেখান থেকে ফেরার পর দ্রুতই গুটিয়ে যায় দল। শেষ ২৫ রানে বাংলাদেশ হারায় ৫ উইকেট। আচমকা এই বিপর্যয়ে ফেরেন ইয়াসির, মুশফিক, তাইজুল, ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন। লিটন ও মিরাজ সমান ১১ রানে আউট হন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে