Ajker Patrika

বাংলাদেশকে ফলোঅন করাল না প্রোটিয়ারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৯: ৩২
বাংলাদেশকে ফলোঅন করাল না প্রোটিয়ারা

দ্বিতীয় দিন শেষে যে আতঙ্ক নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ আজ সেটাই সত্যি হলো। পোর্ট এলিজাবেথ টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর ফলোঅনে পড়েছেন মুমিনুল হকরা। ধারণা করা হচ্ছিল বাংলাদেশকে ফের ব্যাটিংয়ে পাঠাবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিস্ময় উপহার দিল প্রোটিয়ারা। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামল স্বাগতিকেরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ১১ রান করেছে তারা।

দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে থামিয়ে দেওয়ার পর বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২১৭। অথচ আজ তৃতীয় দিনের শুরুটা কী দুর্দান্তই না হয়েছিল মুমিনুলদের। দিনের প্রথম দিন বলে লেজাড উইলিয়ামসকে টানা তিন চার মেরে দারুণ সূচনা করেন ইয়াসির আলী রাব্বি।

আত্মবিশ্বাসী শুরুটা এগিয়ে নিতে থাকেন মুশফিকুর রহিম আর রাব্বী। দুজনের জুটি দ্বিতীয় দিনের ব্যাটিং বিপর্যয়ের হতাশায় প্রলেপ দেওয়ার পথেই এগোচ্ছিল। ৭০ রানের জুটিটা ভাঙে রাব্বীর বিদায়ে। কেশব মহারাজের ফুলার লেংথের বলটা ফ্লিক করতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বসেন রাব্বী।

শটটা যে ভুল খেলে ফেলেছেন আউটের পর রাব্বীর ব্যাট ছুড়ে মারতে চাওয়ার হতাশাই বলেই দেয়। ৮৭ বলে ৪৭ রানের ইনিংসটা ৭ চারে সাজান এ ব্যাটার। রাব্বীর বিদায়ের পর মিরাজকে সঙ্গে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৫তম ফিফটি পূর্ণ করেন মুশফিক। তবে ফিফটির পর মাথায় ভূত ছাপে এই অভিজ্ঞ ব্যাটারের। অফ স্পিনার সাইমন হারমারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন মুশফিক। তাঁর ব্যাট থেকে আসে ৫১ রান।

অল্প সময়ের ভেতর দুজনের বিদায় ড্রেসিংরুমে হতাশা ছুঁয়ে যায়। ৭ উইকেট হারিয়ে ২১০ রান নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। সেখান থেকে ফেরার পর দ্রুতই গুটিয়ে যায় দল। শেষ ২৫ রানে বাংলাদেশ হারায় ৫ উইকেট। আচমকা এই বিপর্যয়ে ফেরেন ইয়াসির, মুশফিক, তাইজুল, ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন। লিটন ও মিরাজ সমান ১১ রানে আউট হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত