
ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণ মানেই তুমুল আলোড়ন। সেটি যদি হয় বিশ্বকাপের মতো বৃহৎ মঞ্চে, তাহলে তো কথাই নেই। উত্তেজনার পারদ হু-হু করে চড়তে থাকে। সেই উত্তেজনা আরেক দফা জোরেশোরে টের পাওয়া গেল।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো তবু ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি করতে কয়েক ঘণ্টা লেগেছিল। এ বছর তাও লাগল না। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট যে বিক্রি হলো চোখের পলকে, মাত্র ৫ মিনিটে!
আগামী ১৬ অক্টোবর শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের অষ্টম বিশ্বকাপ। ঠিক এক সপ্তাহ পর (২৩ অক্টোবর) ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। টুর্নামেন্ট সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। অন্য ম্যাচগুলোতে টিকিটের চাহিদা সেভাবে না থাকলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের সব টিকিট শেষ। শুধু তাই নয়; বাংলাদেশের ম্যাচের টিকিটের জন্যও শুরু হয়েছে হাহাকার।
এ ব্যাপারে টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিচেল এনরাইট বলেছেন, ‘আমরা জানি এখানে (অস্ট্রেলিয়ায়) ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার অনেক মানুষের বাস। ক্রিকেটের প্রতি তাদের আবেগ-উন্মাদনার কমতি নেই। তবে তাদের জন্য যত টিকিট বরাদ্দ ছিল, সব শেষ হয়ে গেছে।’
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আইসিসির ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ এখন দেখা যায় না। যেহেতু দুই দল ক্রিকেটীয় লড়াইয়ে খুব কম মুখোমুখি হয়, তাই এই ম্যাচের আবেদন এখন আরও বেড়েছে।
দুবাইয়ে দুই চির প্রতিদ্বন্দ্বীর সর্বশেষ দেখায় ভারতকে ১০ উইকেটের বিব্রতকর হার উপহার দিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপে সেটিই ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। অস্ট্রেলিয়ায় দুই দল শেষবার খেলেছে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। ম্যাচটি হয়েছিল অ্যাডিলেড ওভালে।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারত-পাকিস্তান পড়েছে গ্রুপ ২-এ। এই গ্রুপে তাদের সঙ্গী বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা। পরে যুক্ত হবে প্রথম রাউন্ড উতড়ানো দুই দল।

ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণ মানেই তুমুল আলোড়ন। সেটি যদি হয় বিশ্বকাপের মতো বৃহৎ মঞ্চে, তাহলে তো কথাই নেই। উত্তেজনার পারদ হু-হু করে চড়তে থাকে। সেই উত্তেজনা আরেক দফা জোরেশোরে টের পাওয়া গেল।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো তবু ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি করতে কয়েক ঘণ্টা লেগেছিল। এ বছর তাও লাগল না। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট যে বিক্রি হলো চোখের পলকে, মাত্র ৫ মিনিটে!
আগামী ১৬ অক্টোবর শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের অষ্টম বিশ্বকাপ। ঠিক এক সপ্তাহ পর (২৩ অক্টোবর) ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। টুর্নামেন্ট সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। অন্য ম্যাচগুলোতে টিকিটের চাহিদা সেভাবে না থাকলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের সব টিকিট শেষ। শুধু তাই নয়; বাংলাদেশের ম্যাচের টিকিটের জন্যও শুরু হয়েছে হাহাকার।
এ ব্যাপারে টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিচেল এনরাইট বলেছেন, ‘আমরা জানি এখানে (অস্ট্রেলিয়ায়) ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার অনেক মানুষের বাস। ক্রিকেটের প্রতি তাদের আবেগ-উন্মাদনার কমতি নেই। তবে তাদের জন্য যত টিকিট বরাদ্দ ছিল, সব শেষ হয়ে গেছে।’
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আইসিসির ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ এখন দেখা যায় না। যেহেতু দুই দল ক্রিকেটীয় লড়াইয়ে খুব কম মুখোমুখি হয়, তাই এই ম্যাচের আবেদন এখন আরও বেড়েছে।
দুবাইয়ে দুই চির প্রতিদ্বন্দ্বীর সর্বশেষ দেখায় ভারতকে ১০ উইকেটের বিব্রতকর হার উপহার দিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপে সেটিই ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। অস্ট্রেলিয়ায় দুই দল শেষবার খেলেছে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। ম্যাচটি হয়েছিল অ্যাডিলেড ওভালে।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারত-পাকিস্তান পড়েছে গ্রুপ ২-এ। এই গ্রুপে তাদের সঙ্গী বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা। পরে যুক্ত হবে প্রথম রাউন্ড উতড়ানো দুই দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৪ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৬ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৯ ঘণ্টা আগে