
এখন বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলা মানেই রোমাঞ্চের লড়াই। ২০১৮ সালের নিদাহাস ট্রফি থেকেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাত্রাটা আরও বেড়ে গেছে। তবে এ দুই দলের খেলা হলেই একটা বিষয় সব সময় বিশেষভাবে আলোচনায় আসে। সেটা হলো ‘নাগিন নৃত্য’। দুই দলের যে কোনো দল জিতলেই যেন ক্রিকেটারদের এই নৃত্য দেওয়া চাই। তাই এশিয়া কাপের ম্যাচেও বিনোদনের এই কলা বাদ পড়ল না। গতকাল বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটাররা ‘নাগিন নৃত্য’ দিলেন। যেন নিদাহাস ট্রফিতে দেওয়া বাংলাদেশের সেই সেলিব্রেশন ফিরিয়ে দিলেন তাঁরা।
সময়ের হিসাবে চার বছর হলেও নাগিন নৃত্যের কথা ভুলে যাননি শ্রীলঙ্কান ক্রিকেটাররা। বিশেষ করে চামিকা করুণারত্নে। গতকাল এশিয়া কাপের বাঁচা-মরার ম্যাচে নৃত্যটিকে আবারও সামনে আনলেন তিনি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে যে দল জিতবে, সেই দল যাবে সুপার ফোরে। এমন কঠিন সমীকরণের ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ১৮৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কাকে। ম্যাচটি হারতে হারতেও ২ উইকেটে জিতে গেছেন দাসুন শানাকা-কুশল মেন্ডিজরা। এমন রোমাঞ্চকর লড়াইয়ে জেতার পর নৃত্যটি পরিবেশন না করলে কি আর চলে? তাই ম্যাচ জেতার পর শ্রীলঙ্কার ড্রেসিংরুমে ‘নাগিন নৃত্য’ দিতে দেখা যায় করুণারত্নেকে। বাউন্ডারির পাশেও নৃত্যটি করেছেন তিনি। পরে এটি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। যেন বাংলাদেশকে মনে করিয়ে দিলেন পুরোনো সেই ম্যাচের কথা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শুরুর আগেই কথার লড়াই চলছিল দুই দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে। তাঁদের একজন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে সামাজিক মাধ্যমে নিজের দেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘মাঠে দেখিয়ে দাও নিজেদের সেরাটা।’ আর ম্যাচ জয়ের পর তিনি লিখেছেন, ‘ভালো খেলেছ। চাপের মধ্যে জয়টি ছিল দুর্দান্ত লড়াই। বলা নিরাপদ যে একটি বিশ্বমানের পারফরম্যান্স ছিল।’
২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফির ম্যাচে নাজমুল হোসেন অপু শুরু করেছিলেন ‘নাগিন নৃত্য’। পরে পুরো বাংলাদেশ দল ম্যাচ জয়ের উদ্যাপন করেছিলেন এই নৃত্যে। তখন এটি নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়েছিল। এমন নৃত্য দেখে শ্রীলঙ্কান সমর্থকেরা এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে ফাইনাল ম্যাচে ভারতকে সমর্থন দিতে গ্যালারিতে এসেছিলেন। ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ার পর দর্শকেরাও নাগিন নৃত্য করেছিলেন।

এখন বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলা মানেই রোমাঞ্চের লড়াই। ২০১৮ সালের নিদাহাস ট্রফি থেকেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাত্রাটা আরও বেড়ে গেছে। তবে এ দুই দলের খেলা হলেই একটা বিষয় সব সময় বিশেষভাবে আলোচনায় আসে। সেটা হলো ‘নাগিন নৃত্য’। দুই দলের যে কোনো দল জিতলেই যেন ক্রিকেটারদের এই নৃত্য দেওয়া চাই। তাই এশিয়া কাপের ম্যাচেও বিনোদনের এই কলা বাদ পড়ল না। গতকাল বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটাররা ‘নাগিন নৃত্য’ দিলেন। যেন নিদাহাস ট্রফিতে দেওয়া বাংলাদেশের সেই সেলিব্রেশন ফিরিয়ে দিলেন তাঁরা।
সময়ের হিসাবে চার বছর হলেও নাগিন নৃত্যের কথা ভুলে যাননি শ্রীলঙ্কান ক্রিকেটাররা। বিশেষ করে চামিকা করুণারত্নে। গতকাল এশিয়া কাপের বাঁচা-মরার ম্যাচে নৃত্যটিকে আবারও সামনে আনলেন তিনি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে যে দল জিতবে, সেই দল যাবে সুপার ফোরে। এমন কঠিন সমীকরণের ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ১৮৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কাকে। ম্যাচটি হারতে হারতেও ২ উইকেটে জিতে গেছেন দাসুন শানাকা-কুশল মেন্ডিজরা। এমন রোমাঞ্চকর লড়াইয়ে জেতার পর নৃত্যটি পরিবেশন না করলে কি আর চলে? তাই ম্যাচ জেতার পর শ্রীলঙ্কার ড্রেসিংরুমে ‘নাগিন নৃত্য’ দিতে দেখা যায় করুণারত্নেকে। বাউন্ডারির পাশেও নৃত্যটি করেছেন তিনি। পরে এটি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। যেন বাংলাদেশকে মনে করিয়ে দিলেন পুরোনো সেই ম্যাচের কথা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শুরুর আগেই কথার লড়াই চলছিল দুই দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে। তাঁদের একজন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে সামাজিক মাধ্যমে নিজের দেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘মাঠে দেখিয়ে দাও নিজেদের সেরাটা।’ আর ম্যাচ জয়ের পর তিনি লিখেছেন, ‘ভালো খেলেছ। চাপের মধ্যে জয়টি ছিল দুর্দান্ত লড়াই। বলা নিরাপদ যে একটি বিশ্বমানের পারফরম্যান্স ছিল।’
২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফির ম্যাচে নাজমুল হোসেন অপু শুরু করেছিলেন ‘নাগিন নৃত্য’। পরে পুরো বাংলাদেশ দল ম্যাচ জয়ের উদ্যাপন করেছিলেন এই নৃত্যে। তখন এটি নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়েছিল। এমন নৃত্য দেখে শ্রীলঙ্কান সমর্থকেরা এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে ফাইনাল ম্যাচে ভারতকে সমর্থন দিতে গ্যালারিতে এসেছিলেন। ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ার পর দর্শকেরাও নাগিন নৃত্য করেছিলেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে