
শ্রীলঙ্কাতেই গত জুলাইয়ের আগে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের পথচলা থেমে গিয়েছিল সেমিফাইনালেই। মাসখানেক আগে হওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। পাঁচ মাস পর এবার দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আবারও বাংলাদেশ খেলছে ভারতের বিপক্ষে। ফাইনালে উঠতে বাংলাদেশকে করতে হবে ১৮৯ রান।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির দ্বিতীয় মাঠে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি। ইনিংসের দ্বিতীয় বলেই ভেঙে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দলের উদ্বোধনী জুটি। ভারতীয় ওপেনার আদর্শ সিংকে এলবিডব্লু করেন বাংলাদেশের বাঁহাতি পেসার মারুফ মৃধা। ২ বলে ২ রান করেন আদর্শ। আদর্শের পর আরেক ওপেনার আরশিন কুলকার্নির উইকেটও তুলে নেন মারুফ। কুলকার্নি করেন ৬ বলে ১ রান। ভারতের দুই ওপেনারকে ফেরানোর পর দলটির অধিনায়ক উদয় সাহারানের উইকেটও নেন মারুফ। সপ্তম ওভারের তৃতীয় বলে সাহারানকে বাংলাদেশি উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলির ক্যাচে পরিণত করেন মারুফ। ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি সাহারান। মারুফের আগুনে বোলিংয়ে ভারতের স্কোর হয়ে যায় ৬.৩ ওভারে ৩ উইকেটে ১৩ রান।
দ্রুত ৩ উইকেট হারানো ভারতের ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসেন শচীন ধাস। তিন নম্বরে নামা প্রিয়াংশু মুলিয়ার সঙ্গে শচীনের জুটিটা ভালোই এগোচ্ছিল। সেই জুটি বড় হওয়ার আগেই ভেঙে দেন রহনত দৌল্লাহ বর্ষণ। ১২ তম ওভারের শেষ বলে শচীনকে বোল্ড করেন বর্ষণ। ২২ বলে ৩ চারে ১৬ রান করেন শচীন। ভারতের স্কোর হয়ে যায় ১২ ওভারে ৪ উইকেটে ৩৬ রান।
শচীনের পর প্রিয়াংশুকেও দ্রুত ফিরিয়েছেন বর্ষণ। ১৬ তম ওভারের তৃতীয় বলে প্রিয়াংশুকে কট বিহাইন্ড করেন বর্ষণ। একই ওভারের পঞ্চম বলে আরেকটি উইকেট হারায় ভারত। উইকেটে আসতে না আসতেই রানআউট হয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার আরাভেল্লি অবনীশ। ২ বল খেলেও রানের খাতা খুলতে না পারা অবনীশকে রান আউট করেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি। একই ওভারের ২ উইকেট হারানো ভারত অনূর্ধ্ব-১৯ দলের স্কোর হয়ে যায় ১৫.৫ ওভারে ৬ উইকেটে ৬১ রান।
ভারতের ৬ উইকেট পড়ার পর ৮ নম্বরে ব্যাটিংয়ে আসেন মুরুগান অভিষেক। অভিষেককে নিয়ে বিপর্যস্ত ভারতের হাল ধরেন ৬ নম্বরে নামা মুশির খান। মুশির, অভিষেক দুই ব্যাটারই ফিফটি তুলে নিয়েছেন। সপ্তম উইকেটে ৮৪ রানের জুটি গড়েছেন ভারতের এই দুই ব্যাটার। ৩৪ তম ওভারের পঞ্চম বলে মুশিরের উইকেট নিয়ে জুটি ভাঙেন রাব্বি। এরপর ৩৫ তম ওভারের শেষ বলে সৌমি পান্ডেকে বোল্ড করেন শেখ পারভেজ জীবন। দ্রুত ২ উইকেট হারালে ভারতের স্কোর হয়ে যায় ৩৫ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান। নবম উইকেটে রাজ লিম্বানির সঙ্গে ২৪ রানের ছোট এক জুটি গড়েন অভিষেক। অভিষেকের উইকেট নিয়ে ভারতের স্কোর বড় হওয়ার সম্ভাবনা অনেকটাই ভেস্তে দিয়েছেন মারুফ। এরপর ৪২.৪ ওভারে ১৮৮ রানে অলআউট হয়ে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল। ভারতের ইনিংসের সর্বোচ্চ ৬২ রান করেছেন অভিষেক। ৭৪ বলের ইনিংসে ৬ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মারুফ।

শ্রীলঙ্কাতেই গত জুলাইয়ের আগে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের পথচলা থেমে গিয়েছিল সেমিফাইনালেই। মাসখানেক আগে হওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। পাঁচ মাস পর এবার দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আবারও বাংলাদেশ খেলছে ভারতের বিপক্ষে। ফাইনালে উঠতে বাংলাদেশকে করতে হবে ১৮৯ রান।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির দ্বিতীয় মাঠে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি। ইনিংসের দ্বিতীয় বলেই ভেঙে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দলের উদ্বোধনী জুটি। ভারতীয় ওপেনার আদর্শ সিংকে এলবিডব্লু করেন বাংলাদেশের বাঁহাতি পেসার মারুফ মৃধা। ২ বলে ২ রান করেন আদর্শ। আদর্শের পর আরেক ওপেনার আরশিন কুলকার্নির উইকেটও তুলে নেন মারুফ। কুলকার্নি করেন ৬ বলে ১ রান। ভারতের দুই ওপেনারকে ফেরানোর পর দলটির অধিনায়ক উদয় সাহারানের উইকেটও নেন মারুফ। সপ্তম ওভারের তৃতীয় বলে সাহারানকে বাংলাদেশি উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলির ক্যাচে পরিণত করেন মারুফ। ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি সাহারান। মারুফের আগুনে বোলিংয়ে ভারতের স্কোর হয়ে যায় ৬.৩ ওভারে ৩ উইকেটে ১৩ রান।
দ্রুত ৩ উইকেট হারানো ভারতের ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসেন শচীন ধাস। তিন নম্বরে নামা প্রিয়াংশু মুলিয়ার সঙ্গে শচীনের জুটিটা ভালোই এগোচ্ছিল। সেই জুটি বড় হওয়ার আগেই ভেঙে দেন রহনত দৌল্লাহ বর্ষণ। ১২ তম ওভারের শেষ বলে শচীনকে বোল্ড করেন বর্ষণ। ২২ বলে ৩ চারে ১৬ রান করেন শচীন। ভারতের স্কোর হয়ে যায় ১২ ওভারে ৪ উইকেটে ৩৬ রান।
শচীনের পর প্রিয়াংশুকেও দ্রুত ফিরিয়েছেন বর্ষণ। ১৬ তম ওভারের তৃতীয় বলে প্রিয়াংশুকে কট বিহাইন্ড করেন বর্ষণ। একই ওভারের পঞ্চম বলে আরেকটি উইকেট হারায় ভারত। উইকেটে আসতে না আসতেই রানআউট হয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার আরাভেল্লি অবনীশ। ২ বল খেলেও রানের খাতা খুলতে না পারা অবনীশকে রান আউট করেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি। একই ওভারের ২ উইকেট হারানো ভারত অনূর্ধ্ব-১৯ দলের স্কোর হয়ে যায় ১৫.৫ ওভারে ৬ উইকেটে ৬১ রান।
ভারতের ৬ উইকেট পড়ার পর ৮ নম্বরে ব্যাটিংয়ে আসেন মুরুগান অভিষেক। অভিষেককে নিয়ে বিপর্যস্ত ভারতের হাল ধরেন ৬ নম্বরে নামা মুশির খান। মুশির, অভিষেক দুই ব্যাটারই ফিফটি তুলে নিয়েছেন। সপ্তম উইকেটে ৮৪ রানের জুটি গড়েছেন ভারতের এই দুই ব্যাটার। ৩৪ তম ওভারের পঞ্চম বলে মুশিরের উইকেট নিয়ে জুটি ভাঙেন রাব্বি। এরপর ৩৫ তম ওভারের শেষ বলে সৌমি পান্ডেকে বোল্ড করেন শেখ পারভেজ জীবন। দ্রুত ২ উইকেট হারালে ভারতের স্কোর হয়ে যায় ৩৫ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান। নবম উইকেটে রাজ লিম্বানির সঙ্গে ২৪ রানের ছোট এক জুটি গড়েন অভিষেক। অভিষেকের উইকেট নিয়ে ভারতের স্কোর বড় হওয়ার সম্ভাবনা অনেকটাই ভেস্তে দিয়েছেন মারুফ। এরপর ৪২.৪ ওভারে ১৮৮ রানে অলআউট হয়ে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল। ভারতের ইনিংসের সর্বোচ্চ ৬২ রান করেছেন অভিষেক। ৭৪ বলের ইনিংসে ৬ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মারুফ।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে