সিলেটকে ‘পিটিয়ে’ ফিফটির ফিফটি করলেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০তম ফিফটি করেছেন তামিম ইকবাল। ছবি: বিসিবি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম ইকবাল। রংপুরের বিপক্ষে গতকাল তিনি আউট হয়েছিলেন ১৩ রান করে। ২৪ ঘণ্টা না পেরোতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তামিম। সিলেটের বোলারদের বেধড়ক পিটিয়ে আজ রেকর্ডটি গড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।

সিলেট একাডেমি গ্রাউন্ডে তামিমের দল চট্টগ্রাম আজ খেলতে নেমেছে সিলেটের বিপক্ষে। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দিনের শুরু থেকেই বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন তামিম। ২৭ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০তম ফিফটি করেছেন এই বাঁহাতি ব্যাটার। ৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম করেছে ১৪.৪ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটির তালিকায় তামিমের পরে আছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি, বিপিএলসহ সব ধরনের টি-টোয়েন্টি মিলে মুশফিক করেছেন ৩৪ ফিফটি। তিনে থাকা সাকিব আল হাসান ৩২ ফিফটি করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে। ২৮ ফিফটি করে এই তালিকায় চারে আছেন লিটন দাস। পাঁচে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ সব ধরনের টি-টোয়েন্টি মিলে করেছেন ২৩ ফিফটি। তাঁদের মধ্যে তামিম,মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ফিফটি

ফিফটি

তামিম ইকবাল ৫০

মুশফিকুর রহিম ৩৪

সাকিব আল হাসান ৩২

লিটন দাস ২৮

মাহমুদউল্লাহ রিয়াদ ২৩

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত