নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম ইকবাল। রংপুরের বিপক্ষে গতকাল তিনি আউট হয়েছিলেন ১৩ রান করে। ২৪ ঘণ্টা না পেরোতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তামিম। সিলেটের বোলারদের বেধড়ক পিটিয়ে আজ রেকর্ডটি গড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
সিলেট একাডেমি গ্রাউন্ডে তামিমের দল চট্টগ্রাম আজ খেলতে নেমেছে সিলেটের বিপক্ষে। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দিনের শুরু থেকেই বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন তামিম। ২৭ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০তম ফিফটি করেছেন এই বাঁহাতি ব্যাটার। ৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম করেছে ১৪.৪ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটির তালিকায় তামিমের পরে আছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি, বিপিএলসহ সব ধরনের টি-টোয়েন্টি মিলে মুশফিক করেছেন ৩৪ ফিফটি। তিনে থাকা সাকিব আল হাসান ৩২ ফিফটি করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে। ২৮ ফিফটি করে এই তালিকায় চারে আছেন লিটন দাস। পাঁচে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ সব ধরনের টি-টোয়েন্টি মিলে করেছেন ২৩ ফিফটি। তাঁদের মধ্যে তামিম,মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ফিফটি
ফিফটি
তামিম ইকবাল ৫০
মুশফিকুর রহিম ৩৪
সাকিব আল হাসান ৩২
লিটন দাস ২৮
মাহমুদউল্লাহ রিয়াদ ২৩
আরও পড়ুন:
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম ইকবাল। রংপুরের বিপক্ষে গতকাল তিনি আউট হয়েছিলেন ১৩ রান করে। ২৪ ঘণ্টা না পেরোতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তামিম। সিলেটের বোলারদের বেধড়ক পিটিয়ে আজ রেকর্ডটি গড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
সিলেট একাডেমি গ্রাউন্ডে তামিমের দল চট্টগ্রাম আজ খেলতে নেমেছে সিলেটের বিপক্ষে। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দিনের শুরু থেকেই বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন তামিম। ২৭ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০তম ফিফটি করেছেন এই বাঁহাতি ব্যাটার। ৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম করেছে ১৪.৪ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটির তালিকায় তামিমের পরে আছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি, বিপিএলসহ সব ধরনের টি-টোয়েন্টি মিলে মুশফিক করেছেন ৩৪ ফিফটি। তিনে থাকা সাকিব আল হাসান ৩২ ফিফটি করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে। ২৮ ফিফটি করে এই তালিকায় চারে আছেন লিটন দাস। পাঁচে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ সব ধরনের টি-টোয়েন্টি মিলে করেছেন ২৩ ফিফটি। তাঁদের মধ্যে তামিম,মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ফিফটি
ফিফটি
তামিম ইকবাল ৫০
মুশফিকুর রহিম ৩৪
সাকিব আল হাসান ৩২
লিটন দাস ২৮
মাহমুদউল্লাহ রিয়াদ ২৩
আরও পড়ুন:
আকাশে উড়তে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনার দারুণ একটা সুযোগ পেয়েছিল চিটাগং কিংস। ১৬৪ রানেই তারা আটকে দিয়েছিল রংপুর রাইডার্সকে। কিন্তু ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শকের সমর্থন নিয়েও ব্যাটিংয়ে অনুজ্জ্বল চিটাগং; ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি তারা। তাতে রংপুর রাইডার্সের জয় ৩
১২ ঘণ্টা আগেবোঝাই যাচ্ছিল, একটা অস্বস্তিতে আছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসা বিরতি নিয়ে ইনহেলার সেবন করতেও দেখা গেল। তারপরও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাককে।
১৩ ঘণ্টা আগেপয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল...
১৪ ঘণ্টা আগেআগে বেশ কয়েকবারই মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনের কথা শোনা গেলেও আলোর মুখে দেখেনি। তবে এবার মেয়েদের বিপিএল আলোর মুখ দেখার পথে। সবকিছু পরিকল্পনা মতো হলে আগামী ফেব্রুয়ারিতেই হবে মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
১৫ ঘণ্টা আগে