আজকের পত্রিকা ডেস্ক

প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম ইকবাল এখন খুব একটা পরিচিত মুখ নন। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে আজ তিনি মাঠের লড়াইয়ে ফিরলেন ৭ মাসেরও বেশি সময় পর। ফেরার ম্যাচেই হার দেখেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
টি-টোয়েন্টি সংস্করণের এনসিএলের উদ্বোধনী মৌসুম শুরু হয়েছে আজ। তামিম এবার খেলছেন চট্টগ্রামের হয়ে। ফেরার ম্যাচে তিনি যেমন ব্যর্থ, তেমনি তাঁর দলও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি রংপুরের সঙ্গে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর।
১৩৩ রানের লক্ষ্যে নেমে সাবধানী শুরু করে রংপুর। তবে তাদের উদ্বোধনী জুটি ভেঙেছে ২২ রানে। চতুর্থ ওভারের তৃতীয় বলে তানবীর হায়দারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটের ফাঁদে কাঁটা পড়েন চৌধুরী মোহাম্মদ রেজওয়ান। ১২ বলে ৩ চারে ১৫ রান করেন রেজওয়ান।
দ্বিতীয় উইকেট জুটিতে নাঈম ইসলাম ও তানবীর হায়দার গড়েন ৫১ রানের জুটি। নবম ওভারের প্রথম বলে নাইম ইসলামকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মুরাদ। ১২ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন নাঈম। একই ওভারের পঞ্চম বলে আব্দুল্লাহ আল মামুনকে কট এন্ড বোল্ড করেন মুরাদ।
মুরাদের জোড়া আঘাতে রংপুরের স্কোর হয়ে যায় ৯ ওভারে ৩ উইকেটে ৭৫ রান। ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখে তানবীর আউট হয়েছেন ১২তম ওভারে। ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪১ রান করেন তানবীর।
তানবীরের বিদায়ের পর শেষ ৮ ওভারে রংপুরের প্রয়োজন হয় ৩৫ রান। দলের জয় যখন কাছাকাছি, তখন দলটি হারায় তাদের পঞ্চম উইকেট। ১৭তম ওভারের প্রথম বলে রংপুরের অধিনায়ক আকবর আলীকে ফেরান মুমিনুল হক। এই পরিস্থিতিতে নেমে ৪ বলে ১০ রানের ক্যামিও ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আলাহউদ্দিন বাবু। ১৭তম ওভারের পঞ্চম বলে লং অন দিয়ে চার মেরে ফিনিশিং টাচ দেন বাবু।
১৯ বল হাতে রেখে রংপুরের ৫ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাবু। ব্যাটিং, বোলিংয়ে ‘ইমপ্যাক্ট’ রাখার মতো পারফর্ম করেছেন তিনি।ব্যাটিংয়ে ক্যামিওর পাশাপাশি বোলিংয়ে ৪ ওভারে ৯ রানে নেন ২ উইকেট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক আকবর। প্রথমে ব্যাটিং পেয়ে চট্টগ্রাম রীতিমতো হাঁসফাঁস করতে থাকে রংপুরের বোলিংয়ে।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করেছে চট্টগ্রাম। ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন মুমিনুল হক। তামিম ৭ মাস পর ফিরেও ইনিংস বড় করতে পারেননি। ১ চার ও ১ ছক্কায় করেন ১৩ রান। রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ১৭ রান।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম ইকবাল এখন খুব একটা পরিচিত মুখ নন। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে আজ তিনি মাঠের লড়াইয়ে ফিরলেন ৭ মাসেরও বেশি সময় পর। ফেরার ম্যাচেই হার দেখেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
টি-টোয়েন্টি সংস্করণের এনসিএলের উদ্বোধনী মৌসুম শুরু হয়েছে আজ। তামিম এবার খেলছেন চট্টগ্রামের হয়ে। ফেরার ম্যাচে তিনি যেমন ব্যর্থ, তেমনি তাঁর দলও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি রংপুরের সঙ্গে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর।
১৩৩ রানের লক্ষ্যে নেমে সাবধানী শুরু করে রংপুর। তবে তাদের উদ্বোধনী জুটি ভেঙেছে ২২ রানে। চতুর্থ ওভারের তৃতীয় বলে তানবীর হায়দারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটের ফাঁদে কাঁটা পড়েন চৌধুরী মোহাম্মদ রেজওয়ান। ১২ বলে ৩ চারে ১৫ রান করেন রেজওয়ান।
দ্বিতীয় উইকেট জুটিতে নাঈম ইসলাম ও তানবীর হায়দার গড়েন ৫১ রানের জুটি। নবম ওভারের প্রথম বলে নাইম ইসলামকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মুরাদ। ১২ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন নাঈম। একই ওভারের পঞ্চম বলে আব্দুল্লাহ আল মামুনকে কট এন্ড বোল্ড করেন মুরাদ।
মুরাদের জোড়া আঘাতে রংপুরের স্কোর হয়ে যায় ৯ ওভারে ৩ উইকেটে ৭৫ রান। ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখে তানবীর আউট হয়েছেন ১২তম ওভারে। ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪১ রান করেন তানবীর।
তানবীরের বিদায়ের পর শেষ ৮ ওভারে রংপুরের প্রয়োজন হয় ৩৫ রান। দলের জয় যখন কাছাকাছি, তখন দলটি হারায় তাদের পঞ্চম উইকেট। ১৭তম ওভারের প্রথম বলে রংপুরের অধিনায়ক আকবর আলীকে ফেরান মুমিনুল হক। এই পরিস্থিতিতে নেমে ৪ বলে ১০ রানের ক্যামিও ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আলাহউদ্দিন বাবু। ১৭তম ওভারের পঞ্চম বলে লং অন দিয়ে চার মেরে ফিনিশিং টাচ দেন বাবু।
১৯ বল হাতে রেখে রংপুরের ৫ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাবু। ব্যাটিং, বোলিংয়ে ‘ইমপ্যাক্ট’ রাখার মতো পারফর্ম করেছেন তিনি।ব্যাটিংয়ে ক্যামিওর পাশাপাশি বোলিংয়ে ৪ ওভারে ৯ রানে নেন ২ উইকেট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক আকবর। প্রথমে ব্যাটিং পেয়ে চট্টগ্রাম রীতিমতো হাঁসফাঁস করতে থাকে রংপুরের বোলিংয়ে।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করেছে চট্টগ্রাম। ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন মুমিনুল হক। তামিম ৭ মাস পর ফিরেও ইনিংস বড় করতে পারেননি। ১ চার ও ১ ছক্কায় করেন ১৩ রান। রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ১৭ রান।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
১০ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৫ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১৫ ঘণ্টা আগে