Ajker Patrika

লম্বা সময় পর ফিরে হার দেখলেন তামিম

আজকের পত্রিকা ডেস্ক­
৭ মাস পর ফিরে ব্যর্থ তামিম ইকবাল। হেরেছে তাঁর দল চট্টগ্রামও। ছবি: বিসিবি
৭ মাস পর ফিরে ব্যর্থ তামিম ইকবাল। হেরেছে তাঁর দল চট্টগ্রামও। ছবি: বিসিবি

প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম ইকবাল এখন খুব একটা পরিচিত মুখ নন। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে আজ তিনি মাঠের লড়াইয়ে ফিরলেন ৭ মাসেরও বেশি সময় পর। ফেরার ম্যাচেই হার দেখেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।

টি-টোয়েন্টি সংস্করণের এনসিএলের উদ্বোধনী মৌসুম শুরু হয়েছে আজ। তামিম এবার খেলছেন চট্টগ্রামের হয়ে। ফেরার ম্যাচে তিনি যেমন ব্যর্থ, তেমনি তাঁর দলও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি রংপুরের সঙ্গে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর।

১৩৩ রানের লক্ষ্যে নেমে সাবধানী শুরু করে রংপুর। তবে তাদের উদ্বোধনী জুটি ভেঙেছে ২২ রানে। চতুর্থ ওভারের তৃতীয় বলে তানবীর হায়দারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটের ফাঁদে কাঁটা পড়েন চৌধুরী মোহাম্মদ রেজওয়ান। ১২ বলে ৩ চারে ১৫ রান করেন রেজওয়ান।

দ্বিতীয় উইকেট জুটিতে নাঈম ইসলাম ও তানবীর হায়দার গড়েন ৫১ রানের জুটি। নবম ওভারের প্রথম বলে নাইম ইসলামকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মুরাদ। ১২ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন নাঈম। একই ওভারের পঞ্চম বলে আব্দুল্লাহ আল মামুনকে কট এন্ড বোল্ড করেন মুরাদ।

মুরাদের জোড়া আঘাতে রংপুরের স্কোর হয়ে যায় ৯ ওভারে ৩ উইকেটে ৭৫ রান। ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখে তানবীর আউট হয়েছেন ১২তম ওভারে। ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪১ রান করেন তানবীর।

তানবীরের বিদায়ের পর শেষ ৮ ওভারে রংপুরের প্রয়োজন হয় ৩৫ রান। দলের জয় যখন কাছাকাছি, তখন দলটি হারায় তাদের পঞ্চম উইকেট। ১৭তম ওভারের প্রথম বলে রংপুরের অধিনায়ক আকবর আলীকে ফেরান মুমিনুল হক। এই পরিস্থিতিতে নেমে ৪ বলে ১০ রানের ক্যামিও ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আলাহউদ্দিন বাবু। ১৭তম ওভারের পঞ্চম বলে লং অন দিয়ে চার মেরে ফিনিশিং টাচ দেন বাবু।

১৯ বল হাতে রেখে রংপুরের ৫ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাবু। ব্যাটিং, বোলিংয়ে ‘ইমপ্যাক্ট’ রাখার মতো পারফর্ম করেছেন তিনি।ব্যাটিংয়ে ক্যামিওর পাশাপাশি বোলিংয়ে ৪ ওভারে ৯ রানে নেন ২ উইকেট।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক আকবর। প্রথমে ব্যাটিং পেয়ে চট্টগ্রাম রীতিমতো হাঁসফাঁস করতে থাকে রংপুরের বোলিংয়ে।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করেছে চট্টগ্রাম। ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন মুমিনুল হক। তামিম ৭ মাস পর ফিরেও ইনিংস বড় করতে পারেননি। ১ চার ও ১ ছক্কায় করেন ১৩ রান। রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ১৭ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত