Ajker Patrika

চট্টগ্রামে বিপিএলের টিকিটের দাম কত

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৯: ৪৪
চট্টগ্রামে বিপিএলের টিকিটের দাম কত

নবম বিপিএলের ঢাকা পর্ব শেষ হয়েছে গতকাল। দুই দিন বিরতি দিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব। আজ চট্টগ্রাম পর্বের টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। ঢাকার মতো চট্টগ্রামেও সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ দেড় হাজার টাকায় পাওয়া যাবে টুর্নামেন্টের টিকিট।

সর্বোচ্চ দেড় হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটির টিকিট। আন্তর্জাতিক স্ট্যান্ডের টিকিটের দাম এক হাজার টাকা। ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। পূর্ব ও পশ্চিম স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ ও ২০০ টাকা।

বিটাক সার্কেলের কাছে সাগরিকা টিকিট কাউন্টার এবং এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে রয়েছে টিকিট বুথ। সকাল সাড়া নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত টিকিট বুথ খোলা থাকবে। ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন পাওয়া যাবে টিকিট।

পরশু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে বেলা দুইটায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। দিনের অপর ম্যাচে সন্ধ্যা সাতটায় খেলবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত