
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে রব ওয়াল্টারের চুক্তির মেয়াদ শেষ হতে বাকি ছিল দুই বছরের বেশি সময়। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ সেই পর্যন্ত আর অপেক্ষা করলেন না। চার বছরের চুক্তির মেয়াদ ফুরোনোর আগেই পদত্যাগ করেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়াল্টার পদত্যাগ করেছেন বলে সিএসএ গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে। তাঁর পদত্যাগের হিসেব করা হবে ৩০ এপ্রিল থেকে। এক বিবৃতিতে সদ্য পদত্যাগ করা দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ বলেন, ‘প্রোটিয়াদের কোচিং করানো অত্যন্ত সম্মানের ও যা অর্জন করেছি, তাতে খুবই গর্বিত। ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্প্রদায়ের সঙ্গে যাত্রা উপভোগ করেছি। এখন পদত্যাগের উপযুক্ত সময় মনে হয়েছে। নিঃসন্দেহে দলটি অনন্য উচ্চতায় উঠবে বলে আমার বিশ্বাস।’
সিএসএ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বললেও ক্রিকইনফো জানতে পেরেছে, দ্বিপক্ষীয় সিরিজে বাজে রেকর্ডের কারণে ওয়াল্টার চাপ অনুভব করছিলেন। তাঁর অধীনে সাত ওয়ানডে সিরিজের মধ্যে তিনটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে পাকিস্তানের কাছে গত বছরের শেষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের ঘটনাও রয়েছে। আট টি-টোয়েন্টি সিরিজের মধ্যে কেবল একটিতে প্রোটিয়ারা জিতেছিল ওয়াল্টারের অধীনে।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছিলেন ওয়াল্টার। তাঁর সময়ে প্রোটিয়ারা আইসিসি ইভেন্টে দারুণ খেলেছিল। তাঁর অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা হয়েছিল রানার্সআপ। এটা ছিল প্রোটিয়াদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি—আইসিসির এই দুই ইভেন্টেও প্রোটিয়ারা সেমিফাইনালে পৌঁছেছিল ওয়াল্টারের সময়ই। ওয়াল্টারের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছিল। কিন্তু মেয়াদ ফুরোনোর আগেই তিনি চাকরি ছাড়লেন।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে