ক্রীড়া ডেস্ক

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে রব ওয়াল্টারের চুক্তির মেয়াদ শেষ হতে বাকি ছিল দুই বছরের বেশি সময়। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ সেই পর্যন্ত আর অপেক্ষা করলেন না। চার বছরের চুক্তির মেয়াদ ফুরোনোর আগেই পদত্যাগ করেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়াল্টার পদত্যাগ করেছেন বলে সিএসএ গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে। তাঁর পদত্যাগের হিসেব করা হবে ৩০ এপ্রিল থেকে। এক বিবৃতিতে সদ্য পদত্যাগ করা দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ বলেন, ‘প্রোটিয়াদের কোচিং করানো অত্যন্ত সম্মানের ও যা অর্জন করেছি, তাতে খুবই গর্বিত। ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্প্রদায়ের সঙ্গে যাত্রা উপভোগ করেছি। এখন পদত্যাগের উপযুক্ত সময় মনে হয়েছে। নিঃসন্দেহে দলটি অনন্য উচ্চতায় উঠবে বলে আমার বিশ্বাস।’
সিএসএ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বললেও ক্রিকইনফো জানতে পেরেছে, দ্বিপক্ষীয় সিরিজে বাজে রেকর্ডের কারণে ওয়াল্টার চাপ অনুভব করছিলেন। তাঁর অধীনে সাত ওয়ানডে সিরিজের মধ্যে তিনটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে পাকিস্তানের কাছে গত বছরের শেষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের ঘটনাও রয়েছে। আট টি-টোয়েন্টি সিরিজের মধ্যে কেবল একটিতে প্রোটিয়ারা জিতেছিল ওয়াল্টারের অধীনে।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছিলেন ওয়াল্টার। তাঁর সময়ে প্রোটিয়ারা আইসিসি ইভেন্টে দারুণ খেলেছিল। তাঁর অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা হয়েছিল রানার্সআপ। এটা ছিল প্রোটিয়াদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি—আইসিসির এই দুই ইভেন্টেও প্রোটিয়ারা সেমিফাইনালে পৌঁছেছিল ওয়াল্টারের সময়ই। ওয়াল্টারের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছিল। কিন্তু মেয়াদ ফুরোনোর আগেই তিনি চাকরি ছাড়লেন।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে রব ওয়াল্টারের চুক্তির মেয়াদ শেষ হতে বাকি ছিল দুই বছরের বেশি সময়। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ সেই পর্যন্ত আর অপেক্ষা করলেন না। চার বছরের চুক্তির মেয়াদ ফুরোনোর আগেই পদত্যাগ করেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়াল্টার পদত্যাগ করেছেন বলে সিএসএ গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে। তাঁর পদত্যাগের হিসেব করা হবে ৩০ এপ্রিল থেকে। এক বিবৃতিতে সদ্য পদত্যাগ করা দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ বলেন, ‘প্রোটিয়াদের কোচিং করানো অত্যন্ত সম্মানের ও যা অর্জন করেছি, তাতে খুবই গর্বিত। ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্প্রদায়ের সঙ্গে যাত্রা উপভোগ করেছি। এখন পদত্যাগের উপযুক্ত সময় মনে হয়েছে। নিঃসন্দেহে দলটি অনন্য উচ্চতায় উঠবে বলে আমার বিশ্বাস।’
সিএসএ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বললেও ক্রিকইনফো জানতে পেরেছে, দ্বিপক্ষীয় সিরিজে বাজে রেকর্ডের কারণে ওয়াল্টার চাপ অনুভব করছিলেন। তাঁর অধীনে সাত ওয়ানডে সিরিজের মধ্যে তিনটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে পাকিস্তানের কাছে গত বছরের শেষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের ঘটনাও রয়েছে। আট টি-টোয়েন্টি সিরিজের মধ্যে কেবল একটিতে প্রোটিয়ারা জিতেছিল ওয়াল্টারের অধীনে।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছিলেন ওয়াল্টার। তাঁর সময়ে প্রোটিয়ারা আইসিসি ইভেন্টে দারুণ খেলেছিল। তাঁর অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা হয়েছিল রানার্সআপ। এটা ছিল প্রোটিয়াদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি—আইসিসির এই দুই ইভেন্টেও প্রোটিয়ারা সেমিফাইনালে পৌঁছেছিল ওয়াল্টারের সময়ই। ওয়াল্টারের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছিল। কিন্তু মেয়াদ ফুরোনোর আগেই তিনি চাকরি ছাড়লেন।

রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
২২ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে