নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে আজ শুরু হয়েছে এই বিশেষ কোর্স। মূল লক্ষ্য স্থানীয় কোচদের দক্ষতা বাড়ানো, আধুনিক ব্যাটিং কোচিংয়ের কৌশল শেখানো। আর এই কাজটি করাচ্ছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে রোস ও ইয়ান রেন শো’র মতো আলোচিত ব্যাটিং কোচেস এডুকেটর। তিন দিনের এই আয়োজনের নাম দেওয়া হয়েছে রান স্কোরিং কর্মশালা।
এ কর্মশালায় যুক্ত হয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজিম উদ্দিন, নাঈম ইসলাম, মোহাম্মদ আশরাফুল, জাভেদ ওমর বেলিম, বিসিবির হাই পারফরম্যান্স ম্যানেজার শাহরিয়ার নাফীস, নাদিফ চৌধুরী, ফরহাদ হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মার্শাল আয়ুবসহ আরও অনেকে।
বিসিবি সভাপতি নিজেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এই কোচিং প্রোগ্রামে। আগেই তিনি জানিয়েছিলেন, বিভিন্ন আয়োজনে সেপ্টেম্বর মাসটা তাঁর জন্য হবে বিশেষ কিছু। ১১ ও ১২ সেপ্টেম্বর চলবে এই সেশন। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে লেভেল–থ্রি কোচিং কোর্স, যেখানে তিনি থাকবেন প্রেজেন্টার হিসেবে।
বাংলাদেশ ক্রিকেটে একসময় বোর্ড সভাপতি কিংবা শীর্ষ কর্মকর্তাদের দেখা যেত বিদেশ সফরে দলের পাশে থাকতে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমিনুল ইসলাম বুলবুল ভিন্ন পথ বেছে নিয়েছেন। জাতীয় দলের সফরে এখনও তাঁর সঙ্গী হওয়া হয়নি। কেবল নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ মাঠে বসে দেখেছেন। সেখানে সেরেছিলেন বিশেষ বোর্ড সভাও।

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে আজ শুরু হয়েছে এই বিশেষ কোর্স। মূল লক্ষ্য স্থানীয় কোচদের দক্ষতা বাড়ানো, আধুনিক ব্যাটিং কোচিংয়ের কৌশল শেখানো। আর এই কাজটি করাচ্ছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে রোস ও ইয়ান রেন শো’র মতো আলোচিত ব্যাটিং কোচেস এডুকেটর। তিন দিনের এই আয়োজনের নাম দেওয়া হয়েছে রান স্কোরিং কর্মশালা।
এ কর্মশালায় যুক্ত হয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজিম উদ্দিন, নাঈম ইসলাম, মোহাম্মদ আশরাফুল, জাভেদ ওমর বেলিম, বিসিবির হাই পারফরম্যান্স ম্যানেজার শাহরিয়ার নাফীস, নাদিফ চৌধুরী, ফরহাদ হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মার্শাল আয়ুবসহ আরও অনেকে।
বিসিবি সভাপতি নিজেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এই কোচিং প্রোগ্রামে। আগেই তিনি জানিয়েছিলেন, বিভিন্ন আয়োজনে সেপ্টেম্বর মাসটা তাঁর জন্য হবে বিশেষ কিছু। ১১ ও ১২ সেপ্টেম্বর চলবে এই সেশন। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে লেভেল–থ্রি কোচিং কোর্স, যেখানে তিনি থাকবেন প্রেজেন্টার হিসেবে।
বাংলাদেশ ক্রিকেটে একসময় বোর্ড সভাপতি কিংবা শীর্ষ কর্মকর্তাদের দেখা যেত বিদেশ সফরে দলের পাশে থাকতে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমিনুল ইসলাম বুলবুল ভিন্ন পথ বেছে নিয়েছেন। জাতীয় দলের সফরে এখনও তাঁর সঙ্গী হওয়া হয়নি। কেবল নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ মাঠে বসে দেখেছেন। সেখানে সেরেছিলেন বিশেষ বোর্ড সভাও।

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
৩ ঘণ্টা আগে