
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। নিজের প্রথম ম্যাচে নেমেই জাত চিনিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সেই পেসার। মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকের দিনে জয় পেয়েছে তাঁর দলও।
প্রথম দুই ওভারে দারুণ বোলিং করলেও ছিলেন উইকেটশূন্য। উইকেট পাননি তৃতীয় ওভারেও। কোটার শেষ ওভারে হ্যাটট্রিক করে ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের মোড়। ম্যাচশেষে মৃত্যুঞ্জয় জানালেন এমন অর্জনে তিনি নিজেও অবাক, ‘প্রত্যেক বোলারেরই স্বপ্ন থাকে হ্যাটট্রিক করার ও পাঁচ উইকেট নেওয়ার। আমারও সে স্বপ্ন ছিল। তবে বড় মঞ্চে এত তাড়াতাড়ি হ্যাটট্রিক হয়ে যাবে ভাবিনি।’
ম্যাচের খুব গুরুত্বপূর্ণ সময়ে মৃত্যুঞ্জয়ের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক নাঈম ইসলাম। ১৮ তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন মৃত্যুঞ্জয়। জয়ের জন্য সিলেট সানরাজার্সের তখন প্রয়োজন ১৮ বলে ৪৯ রান। এমন সমীকরণে ওভারের প্রথম দুই বলে দেন ১০ রান। এক ছয় আর এক চারে নিজের স্কোরটা এক লাফে ৬৮ থেকে ৭৮ -এ নেন ছন্দে থাকা এনামুল হক বিজয়। তবু ঘাবড়ে যাননি ২০ বছর বয়সী এই পেসার।
মৃত্যুঞ্জয় শুরুটা করেছেন ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলা বিজয়কে দিয়েই। ৭৮ করা বিজয়কে নাসুম আহমেদের হাতে ক্যাচ বানান। পরের বলে তুলে মারতে গিয়ে পয়েন্টে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মোসাদ্দেক হোসেন। পঞ্চম বলে নিখুঁত ইয়র্কারে রবি বোপারার স্টাম্প ওপরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন মৃত্যুঞ্জয়। ম্যাচশেষে জানালেন, ‘অধিনায়ক আমাকে ইয়র্কার করতে বলেছিলেন। প্রথম দুই ওভার ভালো করায় আমি আত্মবিশ্বাসী ছিলাম।’ এই আত্মবিশ্বাসই তাকে শেষপর্যন্ত ম্যাচের নায়ক বানিয়েছে। ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে মৃত্যুঞ্জয়ের হাতে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। নিজের প্রথম ম্যাচে নেমেই জাত চিনিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সেই পেসার। মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকের দিনে জয় পেয়েছে তাঁর দলও।
প্রথম দুই ওভারে দারুণ বোলিং করলেও ছিলেন উইকেটশূন্য। উইকেট পাননি তৃতীয় ওভারেও। কোটার শেষ ওভারে হ্যাটট্রিক করে ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের মোড়। ম্যাচশেষে মৃত্যুঞ্জয় জানালেন এমন অর্জনে তিনি নিজেও অবাক, ‘প্রত্যেক বোলারেরই স্বপ্ন থাকে হ্যাটট্রিক করার ও পাঁচ উইকেট নেওয়ার। আমারও সে স্বপ্ন ছিল। তবে বড় মঞ্চে এত তাড়াতাড়ি হ্যাটট্রিক হয়ে যাবে ভাবিনি।’
ম্যাচের খুব গুরুত্বপূর্ণ সময়ে মৃত্যুঞ্জয়ের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক নাঈম ইসলাম। ১৮ তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন মৃত্যুঞ্জয়। জয়ের জন্য সিলেট সানরাজার্সের তখন প্রয়োজন ১৮ বলে ৪৯ রান। এমন সমীকরণে ওভারের প্রথম দুই বলে দেন ১০ রান। এক ছয় আর এক চারে নিজের স্কোরটা এক লাফে ৬৮ থেকে ৭৮ -এ নেন ছন্দে থাকা এনামুল হক বিজয়। তবু ঘাবড়ে যাননি ২০ বছর বয়সী এই পেসার।
মৃত্যুঞ্জয় শুরুটা করেছেন ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলা বিজয়কে দিয়েই। ৭৮ করা বিজয়কে নাসুম আহমেদের হাতে ক্যাচ বানান। পরের বলে তুলে মারতে গিয়ে পয়েন্টে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মোসাদ্দেক হোসেন। পঞ্চম বলে নিখুঁত ইয়র্কারে রবি বোপারার স্টাম্প ওপরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন মৃত্যুঞ্জয়। ম্যাচশেষে জানালেন, ‘অধিনায়ক আমাকে ইয়র্কার করতে বলেছিলেন। প্রথম দুই ওভার ভালো করায় আমি আত্মবিশ্বাসী ছিলাম।’ এই আত্মবিশ্বাসই তাকে শেষপর্যন্ত ম্যাচের নায়ক বানিয়েছে। ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে মৃত্যুঞ্জয়ের হাতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে