ক্রীড়া ডেস্ক

গল থেকে কলম্বোয় গিয়ে বাংলাদেশের সেই কাঁপাকাঁপি। প্রথম টেস্টে ব্যাটিংয়ে দারুণ দাপট দেখিয়েছিল সফরকারীরা। কলম্বোয় সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২০ রান তুলেছে বাংলাদেশ দল। বোলিংয়ে অসাধারণ কিছু না করতে পারলে, ম্যাচ জয়ের লক্ষ্য পথটাও দুর্বোধ্য হয়ে উঠবে।
কলম্বো টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভাবতে হয়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। লক্ষ্যটা নিশ্চয় প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে নিরাপদ অবস্থান তৈরি করা। তবে সে আশায় গুঁড়েবালি। শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৬ রান এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই ওপেনার জানিয়েছেন, দিনটা তাঁদের খারাপ ছিল। তবে তাঁর যুক্তি, কেউ তো আর ইচ্ছে করে আউট হয় না।
দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিংয়ের প্রত্যয় জানিয়ে সাদমান বললেন, ‘কেউ তো আর ইচ্ছে করেই আউট হয় না। প্রত্যেকেই আমরা থিতু হয়ে আউট হয়েছি। এটা হয় তো আমাদের খারাপ দিন ছিল। ইনশা আল্লাহ আমরা পরের ইনিংসে ভালোভাবে প্রত্যাবর্তন করব।’
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ঠিক ছিল বলে মনে করেন সাদমান। উইকেটও ভালো ছিল তাঁর মতে। তবে শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসার কথা বললেন তিনি, ‘আমি এমন কিছু দেখিনি—টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভুল ছিল। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। হয় তো বা আমাদের আজকের দিনটা ছিল না। ইনশা আল্লাহ পরের ইনিংসে ভালো একটা ইনিংস হবে। সবাই শট খেলতে গিয়ে আউট হয়েছে। শটস না খেললে তো রান হবে না। গলেও আমরা মোটামুটি ভালোই শটস খেলেছি। ভালো বাউন্ডারি আসছে। আজকে সবাই...। হয় তো দিনটা আমাদের ছিল না আমাদের। শুরু থেকেই ভালো রান হচ্ছিল। আর একটু ভালো করা যেত সবারই। কেউ হয়তো বা সেট হয়ে আউট হয়েছে। তাতে করে রান বড় হয়নি। দেখা যাক কি হয়।’
কিছু কিছু ভুল শট খেলা হয়েছে বললেন সাদমান, ‘কিছু কিছু শট আমাদের ভুল হয়ে গেছে। শটস তো ক্রিকেটারের একটা পার্ট। এটা না খেললে তো স্কোর আসবে না। রানও বড় হবে না।’
উইকেটে প্রথম ইনিংসে পৌনে ৩০০ রানের মন হয়েছে সাদমানের কাছে, ‘উইকেট একটু স্লো ছিল সত্যি কথা। আশা করি ২৭০-২৮০ রান ভালো স্কোর প্রথম ইনিংসের জন্য। ক্রিকেট খেলায় যখন একটা ব্রেক আসে তখন ব্যাটারদের জন্য আবার নতুন করে সেট হতে হয়।’ ভালো বোলিং করলে ঘুরে দাঁড়ানো সম্ভব দেখছেন তিনি, ‘আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি। উইকেটে সাহায্য আছে আমরা ভালোভাবে প্রত্যাবর্তন করব।’

গল থেকে কলম্বোয় গিয়ে বাংলাদেশের সেই কাঁপাকাঁপি। প্রথম টেস্টে ব্যাটিংয়ে দারুণ দাপট দেখিয়েছিল সফরকারীরা। কলম্বোয় সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২০ রান তুলেছে বাংলাদেশ দল। বোলিংয়ে অসাধারণ কিছু না করতে পারলে, ম্যাচ জয়ের লক্ষ্য পথটাও দুর্বোধ্য হয়ে উঠবে।
কলম্বো টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভাবতে হয়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। লক্ষ্যটা নিশ্চয় প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে নিরাপদ অবস্থান তৈরি করা। তবে সে আশায় গুঁড়েবালি। শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৬ রান এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই ওপেনার জানিয়েছেন, দিনটা তাঁদের খারাপ ছিল। তবে তাঁর যুক্তি, কেউ তো আর ইচ্ছে করে আউট হয় না।
দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিংয়ের প্রত্যয় জানিয়ে সাদমান বললেন, ‘কেউ তো আর ইচ্ছে করেই আউট হয় না। প্রত্যেকেই আমরা থিতু হয়ে আউট হয়েছি। এটা হয় তো আমাদের খারাপ দিন ছিল। ইনশা আল্লাহ আমরা পরের ইনিংসে ভালোভাবে প্রত্যাবর্তন করব।’
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ঠিক ছিল বলে মনে করেন সাদমান। উইকেটও ভালো ছিল তাঁর মতে। তবে শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসার কথা বললেন তিনি, ‘আমি এমন কিছু দেখিনি—টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভুল ছিল। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। হয় তো বা আমাদের আজকের দিনটা ছিল না। ইনশা আল্লাহ পরের ইনিংসে ভালো একটা ইনিংস হবে। সবাই শট খেলতে গিয়ে আউট হয়েছে। শটস না খেললে তো রান হবে না। গলেও আমরা মোটামুটি ভালোই শটস খেলেছি। ভালো বাউন্ডারি আসছে। আজকে সবাই...। হয় তো দিনটা আমাদের ছিল না আমাদের। শুরু থেকেই ভালো রান হচ্ছিল। আর একটু ভালো করা যেত সবারই। কেউ হয়তো বা সেট হয়ে আউট হয়েছে। তাতে করে রান বড় হয়নি। দেখা যাক কি হয়।’
কিছু কিছু ভুল শট খেলা হয়েছে বললেন সাদমান, ‘কিছু কিছু শট আমাদের ভুল হয়ে গেছে। শটস তো ক্রিকেটারের একটা পার্ট। এটা না খেললে তো স্কোর আসবে না। রানও বড় হবে না।’
উইকেটে প্রথম ইনিংসে পৌনে ৩০০ রানের মন হয়েছে সাদমানের কাছে, ‘উইকেট একটু স্লো ছিল সত্যি কথা। আশা করি ২৭০-২৮০ রান ভালো স্কোর প্রথম ইনিংসের জন্য। ক্রিকেট খেলায় যখন একটা ব্রেক আসে তখন ব্যাটারদের জন্য আবার নতুন করে সেট হতে হয়।’ ভালো বোলিং করলে ঘুরে দাঁড়ানো সম্ভব দেখছেন তিনি, ‘আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি। উইকেটে সাহায্য আছে আমরা ভালোভাবে প্রত্যাবর্তন করব।’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৪ ঘণ্টা আগে