সিরিজজুড়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ক্রিকেটাররা ২২টি ফিফটি করেছেন, তবে সেটি কেউই তিন অঙ্ক পর্যন্ত নিয়ে যেতে পারেননি। কিন্তু দুই দলের চার দিনের তৃতীয় ম্যাচের শেষ দিন সেই অপূর্ণতাই যেন ঘুচল মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের ধৈর্যশীল ইনিংসের কল্যাণে সিরিজের শেষ ম্যাচে ড্র করল বাংলাদেশ। প্রথম ও শেষ ম্যাচ ড্র হলেও দ্বিতীয় ম্যাচ ৩ উইকেট জিতে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলই। পুরো সিরিজে স্বাগতিকেরা বোলার-ব্যাটাররা শুধু হতাশারই ছাপ রেখেছিলেন।
শেষ ম্যাচেও বাংলাদেশের জেতা ছিল অসম্ভব ব্যাপার। ৪৬৮ রানের লক্ষ্য তাড়া করার চেয়ে ড্র করাই একরকম কঠিন চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের। উইকেট না হারিয়ে তৃতীয় দিন শেষ ৪৭ রান করেছিল তারা। ফলে আজ ম্যাচের শেষ দিন জেতার জন্য বাংলাদেশর দরকার ছিল ৪১৪ রান।
এই রান তাড়া করে জেতার চিন্তা না করে, ড্রয়ের দিকেই এগোয় বাংলাদেশ। ২৬৮ বলে ১১৪ রানে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন ওপেনার জয়। জাকির হাসানের ব্যাট থেকে আসে ৪৩ রান। ইয়াসির আলী রাব্বি খেলেছেন ৬৭ রানের দারুণ এক ইনিংস। চতুর্থ দিন শেষে বাংলাদেশের স্কোর হয় ৪ উইকেটে ৩০৬ রান। তাতে শেষ ম্যাচের ফলাফল হলো ড্র।
সেঞ্চুরি ও এক উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন জয়। প্রথম ইনিংসে উইন্ডিজের ৪৪৫ রানের বিপরীতে ২০৫ রান করে বাংলাদেশ। বাংলাদেশকে ফলোঅন না করিয়ে, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
৬ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
১ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় আগামীকাল ২০২৬ বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তাতে অন্যান্যবারের মতো ফাইনালের আগে উত্তাপ নেই বললেই চলে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে