নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এবারের নির্বাচন রাতের ভোটকেও হার মানিয়েছে বলে অভিযোগ এই সংগঠকের।
রাত পোহালেই বিসিবি নির্বাচন। যেখানে ঢাকা বিভাগের আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা ক্যাটাগরি-১ থেকে পরিচালক প্রার্থী ছিলেন রেদুয়ান। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। কিন্তু অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের ঠিক আগের দিন সরে দাঁড়িয়েছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এই কাউন্সিলর। নিজের প্রার্থিতা বাতিলের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রেদুয়ান। রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
অভিযোগ আছে, রাতের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। এর পর থেকে এ দেশে ‘রাতের ভোট’ কথাটির প্রচলন হয়। বিসিবি নির্বাচনের আগের দিন সেই কথাটি স্মরণ করিয়ে দিলেন রেদুয়ান। তাঁর দাবি, আওয়ামী লীগের নির্বাচনের চেয়ে বেশি অনিয়ম হচ্ছে বিসিবির নির্বাচনে।
অনিয়মের জন্য বুলবুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার দিকে আঙুল তুলেছেন রেদুয়ান। তিনি ছাড়াও বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরও বেশ কয়েকজন প্রার্থী। সব মিলিয়ে তুমুল বিতর্কের মধ্যেই হতে যাচ্ছে বিসিবি নির্বাচন।
সংবাদমাধ্যমকে রেদুয়ান বলেন, ‘রাতের ভোট তো...তবু তো ওরা ব্যালট বাক্স ভরেছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা (রাতের) ব্যালট বাক্সকেও হার মানিয়ে ফেলছে। ক্রিকেটের স্বার্থে আমি এই অবস্থার পরিবর্তন চাই।’
ফুয়াদের দাবি, অনেক কাউন্সিলর পাঁচতারা হোটেলে বসে ই-ব্যালেটে ভোট দিচ্ছেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে বহুবার দেখা করতে চেয়েছি, আমার সঙ্গে দেখা করেনি। আমি দরখাস্তও দিতে চেয়েছিলাম যে, ই-ব্যালট ও পোস্টাল ব্যালট শুধু তাঁদেরই দেবেন, যাঁরা দেশের বাইরে অথবা হাসপাতালে রোগী হিসেবে আছেন। যাঁরা সুস্থ, যাঁরা ঘুরেফিরে খাচ্ছেন, যাঁরা কাউন্সিলর হয়েছেন, যাঁরা হোটেলে বসে আমোদ-ফুর্তি করছেন, তাঁরা কেন ই-ব্যালটে ভোট দেবেন?’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এবারের নির্বাচন রাতের ভোটকেও হার মানিয়েছে বলে অভিযোগ এই সংগঠকের।
রাত পোহালেই বিসিবি নির্বাচন। যেখানে ঢাকা বিভাগের আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা ক্যাটাগরি-১ থেকে পরিচালক প্রার্থী ছিলেন রেদুয়ান। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। কিন্তু অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের ঠিক আগের দিন সরে দাঁড়িয়েছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এই কাউন্সিলর। নিজের প্রার্থিতা বাতিলের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রেদুয়ান। রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
অভিযোগ আছে, রাতের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। এর পর থেকে এ দেশে ‘রাতের ভোট’ কথাটির প্রচলন হয়। বিসিবি নির্বাচনের আগের দিন সেই কথাটি স্মরণ করিয়ে দিলেন রেদুয়ান। তাঁর দাবি, আওয়ামী লীগের নির্বাচনের চেয়ে বেশি অনিয়ম হচ্ছে বিসিবির নির্বাচনে।
অনিয়মের জন্য বুলবুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার দিকে আঙুল তুলেছেন রেদুয়ান। তিনি ছাড়াও বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরও বেশ কয়েকজন প্রার্থী। সব মিলিয়ে তুমুল বিতর্কের মধ্যেই হতে যাচ্ছে বিসিবি নির্বাচন।
সংবাদমাধ্যমকে রেদুয়ান বলেন, ‘রাতের ভোট তো...তবু তো ওরা ব্যালট বাক্স ভরেছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা (রাতের) ব্যালট বাক্সকেও হার মানিয়ে ফেলছে। ক্রিকেটের স্বার্থে আমি এই অবস্থার পরিবর্তন চাই।’
ফুয়াদের দাবি, অনেক কাউন্সিলর পাঁচতারা হোটেলে বসে ই-ব্যালেটে ভোট দিচ্ছেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে বহুবার দেখা করতে চেয়েছি, আমার সঙ্গে দেখা করেনি। আমি দরখাস্তও দিতে চেয়েছিলাম যে, ই-ব্যালট ও পোস্টাল ব্যালট শুধু তাঁদেরই দেবেন, যাঁরা দেশের বাইরে অথবা হাসপাতালে রোগী হিসেবে আছেন। যাঁরা সুস্থ, যাঁরা ঘুরেফিরে খাচ্ছেন, যাঁরা কাউন্সিলর হয়েছেন, যাঁরা হোটেলে বসে আমোদ-ফুর্তি করছেন, তাঁরা কেন ই-ব্যালটে ভোট দেবেন?’

দেশের ক্রিকেটে ক্রিকেটারদের ধর্মঘট আগেও দেখা গেছে। তবে এবার যেন ছাড়িয়ে গেল অতীতের সবকিছু। আন্তর্জাতিক পর্যায়ের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলের ম্যাচ হয়নি ক্রিকেটারদের বয়কটের সিদ্ধান্তে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা আপাতত দূর হয়েছে। রাতে বিসিবি-ক্রিকেটারদের সভায় বিপিএল শুক্রবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সংবাদমাধ্যমকে বলেন...
১০ ঘণ্টা আগে
খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
১৩ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে