ক্রীড়া ডেস্ক

ব্যাটিংয়ে একের পর এক কীর্তি গড়েছেন বলে বিরাট কোহলি পেয়েছেন রানমেশিন তকমা। তবে সেই কোহলির ব্যাটিংয়ে আগের মতো ধার তেমন নেই। জ্বলে ওঠেন হ্যালির ধূমকেতুর মতো। অর্জুনা রানাতুঙ্গার মতে তাঁকে (কোহলি) নিয়ে এত পাগলামির কোনো মানে নেই।
আন্তর্জাতিক ক্রিকেটে গত ১ বছর ধরে ধুঁকছেন কোহলি। তিন সংস্করণ মিলে ২০২৪-এর জানুয়ারি থেকে এখনো পর্যন্ত তিনি ২৫ ম্যাচের ৩৫ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। পঞ্চাশোর্ধ্ব ইনিংস তিনটি। যার মধ্যে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি রয়েছে। এই সময়ে শূন্য রানে আউট হয়েছেন একবার। কটকে পরশু ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে করেছেন ৫ রান। এই সংস্করণে সবশেষ ফিফটি ভারতীয় এই ব্যাটার পেয়েছেন ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে।
ভারতের জার্সিতে বিবর্ণ কোহলি দীর্ঘ ১২ বছর পর খেলেছেন রঞ্জি ট্রফিতে। তবে এবার রেলওয়েজের বিপক্ষে দিল্লির হয়ে ১ ইনিংস ব্যাটিং করে ৬ রান করেছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’কে গতকাল কোহলিকে নিয়ে রানাতুঙ্গা বলেন, ‘কোহলির মতো ক্রিকেটার অনেক রান করেছে। আমি মনে করি সে তার সেরা সময় পেছনে ফেলে এসেছে। কোহলির এখন সিদ্ধান্ত নিতে হবে। সেটা তাকে নিতে দিন। তার দিকেই স্পটলাইট এত থাকার দরকার কী? আমার কাছে এটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে।’
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন কোহলি। সরাসরি না বললেও কোহলির ক্রিকেট থেকে অবসরের দিকেই ইঙ্গিত করেছেন রানাতুঙ্গা। শ্রীলঙ্কার ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘আমার মতে কোহলির এখন সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার, রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলা প্রয়োজন। এটাই এখন সে করতে পারে। তাঁরা অবশ্যই কোনো একটা উপায় বের করে দেবেন।’
ভারতের জার্সিতে এখন ওয়ানডে আর টেস্ট খেলছেন কোহলি। বর্তমানে তিনি ব্যস্ত ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। তবে নাগপুরে প্রথম ওয়ানডেতে হাঁটুর চোটের কারণে খেলা হয়নি তাঁর। আহমেদাবাদে আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির আগে এটাই কোহলির শেষ সুযোগ।

ব্যাটিংয়ে একের পর এক কীর্তি গড়েছেন বলে বিরাট কোহলি পেয়েছেন রানমেশিন তকমা। তবে সেই কোহলির ব্যাটিংয়ে আগের মতো ধার তেমন নেই। জ্বলে ওঠেন হ্যালির ধূমকেতুর মতো। অর্জুনা রানাতুঙ্গার মতে তাঁকে (কোহলি) নিয়ে এত পাগলামির কোনো মানে নেই।
আন্তর্জাতিক ক্রিকেটে গত ১ বছর ধরে ধুঁকছেন কোহলি। তিন সংস্করণ মিলে ২০২৪-এর জানুয়ারি থেকে এখনো পর্যন্ত তিনি ২৫ ম্যাচের ৩৫ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। পঞ্চাশোর্ধ্ব ইনিংস তিনটি। যার মধ্যে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি রয়েছে। এই সময়ে শূন্য রানে আউট হয়েছেন একবার। কটকে পরশু ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে করেছেন ৫ রান। এই সংস্করণে সবশেষ ফিফটি ভারতীয় এই ব্যাটার পেয়েছেন ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে।
ভারতের জার্সিতে বিবর্ণ কোহলি দীর্ঘ ১২ বছর পর খেলেছেন রঞ্জি ট্রফিতে। তবে এবার রেলওয়েজের বিপক্ষে দিল্লির হয়ে ১ ইনিংস ব্যাটিং করে ৬ রান করেছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’কে গতকাল কোহলিকে নিয়ে রানাতুঙ্গা বলেন, ‘কোহলির মতো ক্রিকেটার অনেক রান করেছে। আমি মনে করি সে তার সেরা সময় পেছনে ফেলে এসেছে। কোহলির এখন সিদ্ধান্ত নিতে হবে। সেটা তাকে নিতে দিন। তার দিকেই স্পটলাইট এত থাকার দরকার কী? আমার কাছে এটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে।’
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন কোহলি। সরাসরি না বললেও কোহলির ক্রিকেট থেকে অবসরের দিকেই ইঙ্গিত করেছেন রানাতুঙ্গা। শ্রীলঙ্কার ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘আমার মতে কোহলির এখন সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার, রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলা প্রয়োজন। এটাই এখন সে করতে পারে। তাঁরা অবশ্যই কোনো একটা উপায় বের করে দেবেন।’
ভারতের জার্সিতে এখন ওয়ানডে আর টেস্ট খেলছেন কোহলি। বর্তমানে তিনি ব্যস্ত ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। তবে নাগপুরে প্রথম ওয়ানডেতে হাঁটুর চোটের কারণে খেলা হয়নি তাঁর। আহমেদাবাদে আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির আগে এটাই কোহলির শেষ সুযোগ।

শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
৩৬ মিনিট আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে
নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে খেলতে না চাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মুহূর্তে বেশ চাপে আছে। সবচেয়ে বেশি চাপে আছেন সম্ভবত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) কি স্বস্তিতে আছে? উত্তরটা যে হ্যাঁ-সূচক নয়, সেটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরই বলে দিচ্ছে।
২ ঘণ্টা আগে