
বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাব যেন ওয়ানিন্দু হাসারাঙ্গার ‘বেশ প্রিয়’ ভেন্যু। ঘূর্ণি জাদুতে ব্যাটারদের রীতিমতো পরীক্ষায় ফেলছেন তিনি। জায়গা করে নিয়েছেন রেকর্ডের পাতায়। লঙ্কান এই লেগস্পিনারের কাছে সুযোগ থাকছে আজ ওয়াকার ইউনিসকে ছাড়িয়ে যাওয়ার।
ওয়ানডেতে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া হাসারাঙ্গা শুরু করেছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই। ১৯ জুন বুলাওয়েতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হয় শ্রীলঙ্কার। আমিরাতের ব্যাটিং লাইপ গুঁড়িয়ে দেন হাসারাঙ্গা। ৮ ওভার বোলিং করে ২৪ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট, দিয়েছেন ১ ওভার মেইডেন। ম্যাচসেরা হয়েছেন লঙ্কান এই লেগস্পিনার।
আমিরাতের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকা হাসারাঙ্গা বজায় রেখে চলেছেন টুর্নামেন্ট জুড়েই। একই মাঠ বুলাওয়েতে পরের ম্যাচে ওমানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন। এই ম্যাচে তিনি ছিলেন আরও ‘কৃপণ’। ৭.২ ওভার বোলিং করে খরচ করেছেন ১৩ রান, ২ ওভার মেইডেন রান। এই ম্যাচেও হয়েছেন ম্যাচসেরা। বুলাওয়েতে গত পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে খরুচে বোলিং করলেও (১০ ওভারে ৭৯ রান) নিয়েছেন ৫ উইকেট। জশ লিটলকে কট এন্ড বোল্ড করে রেকর্ডের পাতায় নাম লেখান হাসারাঙ্গা। দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে টানা তিন ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন লঙ্কান এই লেগস্পিনার। টানা তিন ওয়ানডেতে পাঁচ উইকেট করে নেওয়ার কীর্তি ১৯৯০ সালে প্রথমবার গড়েন ওয়াকার ইউনিস। হাসারাঙ্গার কাছে সুযোগ থাকছে চারে চার করার। বুলাওয়েতে আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে লঙ্কানদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। লঙ্কান লেগস্পিনারের অনুপ্রেরণা হতে পারে ১২ বছর আগের এক ঘটনা। ২০১১ সালে এডিনবার্গে স্কটিশদের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা।
এবারের বিশ্বকাপ বাছাইপর্বে হাসারাঙ্গা এখন পর্যন্ত নিয়েছেন ১৬ উইকেট। লঙ্কান এই লেগস্পিনারের ইকোনমি ৪.৫৮ ও বোলিং গড় ৭.২৫। তবে এই দুটো সংখ্যায় হাসারাঙ্গার চেয়ে এগিয়ে ওয়াকার। ৩৩ বছর আগে পেশাওয়ার, শিয়ালকোট, করাচি-তিন স্টেডিয়ামেই ৫টি করে উইকেট নেন ওয়াকার। যার মধ্যে পেশাওয়ার ও শিয়ালকোটে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড আর করাচিতে প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ইকোনমি ও বোলিং গড় ছিল ৩.৮২ ও ৫.২৭।

বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাব যেন ওয়ানিন্দু হাসারাঙ্গার ‘বেশ প্রিয়’ ভেন্যু। ঘূর্ণি জাদুতে ব্যাটারদের রীতিমতো পরীক্ষায় ফেলছেন তিনি। জায়গা করে নিয়েছেন রেকর্ডের পাতায়। লঙ্কান এই লেগস্পিনারের কাছে সুযোগ থাকছে আজ ওয়াকার ইউনিসকে ছাড়িয়ে যাওয়ার।
ওয়ানডেতে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া হাসারাঙ্গা শুরু করেছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই। ১৯ জুন বুলাওয়েতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হয় শ্রীলঙ্কার। আমিরাতের ব্যাটিং লাইপ গুঁড়িয়ে দেন হাসারাঙ্গা। ৮ ওভার বোলিং করে ২৪ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট, দিয়েছেন ১ ওভার মেইডেন। ম্যাচসেরা হয়েছেন লঙ্কান এই লেগস্পিনার।
আমিরাতের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকা হাসারাঙ্গা বজায় রেখে চলেছেন টুর্নামেন্ট জুড়েই। একই মাঠ বুলাওয়েতে পরের ম্যাচে ওমানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন। এই ম্যাচে তিনি ছিলেন আরও ‘কৃপণ’। ৭.২ ওভার বোলিং করে খরচ করেছেন ১৩ রান, ২ ওভার মেইডেন রান। এই ম্যাচেও হয়েছেন ম্যাচসেরা। বুলাওয়েতে গত পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে খরুচে বোলিং করলেও (১০ ওভারে ৭৯ রান) নিয়েছেন ৫ উইকেট। জশ লিটলকে কট এন্ড বোল্ড করে রেকর্ডের পাতায় নাম লেখান হাসারাঙ্গা। দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে টানা তিন ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন লঙ্কান এই লেগস্পিনার। টানা তিন ওয়ানডেতে পাঁচ উইকেট করে নেওয়ার কীর্তি ১৯৯০ সালে প্রথমবার গড়েন ওয়াকার ইউনিস। হাসারাঙ্গার কাছে সুযোগ থাকছে চারে চার করার। বুলাওয়েতে আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে লঙ্কানদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। লঙ্কান লেগস্পিনারের অনুপ্রেরণা হতে পারে ১২ বছর আগের এক ঘটনা। ২০১১ সালে এডিনবার্গে স্কটিশদের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা।
এবারের বিশ্বকাপ বাছাইপর্বে হাসারাঙ্গা এখন পর্যন্ত নিয়েছেন ১৬ উইকেট। লঙ্কান এই লেগস্পিনারের ইকোনমি ৪.৫৮ ও বোলিং গড় ৭.২৫। তবে এই দুটো সংখ্যায় হাসারাঙ্গার চেয়ে এগিয়ে ওয়াকার। ৩৩ বছর আগে পেশাওয়ার, শিয়ালকোট, করাচি-তিন স্টেডিয়ামেই ৫টি করে উইকেট নেন ওয়াকার। যার মধ্যে পেশাওয়ার ও শিয়ালকোটে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড আর করাচিতে প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ইকোনমি ও বোলিং গড় ছিল ৩.৮২ ও ৫.২৭।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৫ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৭ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে