লম্বা সময় পর আবারও ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম মৌসুম শুরু হচ্ছে আগামীকাল। পরশু রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তামিমের ফরচুন বরিশাল।
তার আগে মাস্কো সাকিব একাডেমিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বরিশালের অধিনায়ক তামিম। সেখানে তাঁর সতীর্থ নবনির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসানের প্রসঙ্গও আসে। সাংসদ সাকিব-মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন কি না, এমন প্রশ্নে তামিম বলেছেন, ‘আমার দুজনের কারও সঙ্গেই দেখা হয়নি। দেখা হলে অবশ্যই কথা হবে। কথা তো হবেই। দেখা যাক।’
এদিকে তামিমের মাঠে ফেরার আগে তার আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। কিছুদিন আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সারিয়ে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
তামিম এবং বিসিবি দুই পক্ষ জানিয়েছিল, জানুয়ারিতে আলোচনায় বসে সিদ্ধান্ত নির্ধারণ হবে। এ ব্যাপারে আজ তামিম আবারও জানিয়েছেন, বিপিএলের মাঝেই তার আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ জানিয়ে দেবেন। তিনি তামিম বলেছেন, ‘খুবই তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। বিপিএলের মাঝেই আপনারা জানতে পারবেন।’
বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় তামিম। তবে এখনো শতভাগ ফিট নন বলে জানালেন তিনি। শতভাগ ফিট না থাকায় বিশ্বকাপেও খেলা হয়নি তাঁরা। সেসময় অধিনায়ক সাকিব সরাসরি জানিয়েছিলেন, শতভাগ ফিট না থেকে মাঠে নামলে দলের সঙ্গে ‘চিট’ করা হয়।
তামিম অবশ্য বিপিএলে ফিটনেস জটিলতা দেখছেন না, ‘না (চিট করা হবে না)। আমার কাছে মনে হয় না। চোট এমন একটি অংশ...এখনো বলব, কোনো ক্রিকেটার কিংবা কোনো স্পোর্টসম্যান বলতে পারবে না, আমি শতভাগ ফিট। ৯০ শতাংশ ফিট থাকে, ৭০ শতাংশ ফিট থাকে। ৮০ শতাংশ ফিট থাকে। কিছু না কিছু সবার কম বেশি সমস্যা থাকে। তার মানে এটা না, সে খেলবে না।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে