ক্রীড়া ডেস্ক

লাহোরে ২০২৫ বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি বেশ দারুণভাবেই সেরে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছিল তারা। আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে হারিয়েছে ১৬৭ রানের বড় ব্যবধানে। দুই জয়ে মূল লড়াইয়ের আগে প্রস্তুতিটা বেশ তৃপ্তির হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ও ফারজানা হক পিংকির ফিফটিতে ৪৯.৪ ওভারে ২৭৬ রান তোলে তারা। ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে মারুফা-রাবেয়া খানদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৩৯.১ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান ‘এ’ দল।
বাংলাদেশর বোলিং আক্রমণের সামনে পাকিস্তান ‘এ’ দলের ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতেও ব্যর্থ হয়েছে। এর মধ্যে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন দুয়া মজিদ। এ ছাড়া ৭ নম্বরে নেমে ইমান ফাতিমা ১৫ ও আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৬ বলে ২৬ রানে অপরাজিত থাকেন উম্মে হানি। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা, রাবেয়া ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নিয়েছেন।
তার আগে ব্যাটিংয়ে নেমে ফারজানার ৮৫ বলে ৫ চারে ৫০, জ্যোতির ৯ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৭০, দিলারা আক্তারের ১৭ বলে ২৯ রানের সৌজন্যে দুই শ পেরোয় বাংলাদেশ। ২১০ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ উইকেটে নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস ৬৬ রানের অসাধারণ এক জুটি গড়েন। এর মধ্যে ১১ নম্বরে নেমে ৩৪ বলে ৮ চারে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন জান্নাতুল। পাকিস্তানের ওয়াহিদা আখতার ও উম্মে হানি ৩টি করে উইকেট নিয়েছেন।
কাল থেকে লাহোরে শুরু হচ্ছে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ মাঠে নামবে আগামী পরশু। নিজেদের প্রথম ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ থাইল্যান্ড। ছয় দলের বাছাইপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল জায়গা করবে বিশ্বকাপের মূল মঞ্চে। ৮ দল নিয়ে হবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে ছয়টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি দুটি জায়গা বাছাইপর্ব থেকে নিশ্চিত হবে।

লাহোরে ২০২৫ বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি বেশ দারুণভাবেই সেরে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছিল তারা। আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে হারিয়েছে ১৬৭ রানের বড় ব্যবধানে। দুই জয়ে মূল লড়াইয়ের আগে প্রস্তুতিটা বেশ তৃপ্তির হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ও ফারজানা হক পিংকির ফিফটিতে ৪৯.৪ ওভারে ২৭৬ রান তোলে তারা। ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে মারুফা-রাবেয়া খানদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৩৯.১ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান ‘এ’ দল।
বাংলাদেশর বোলিং আক্রমণের সামনে পাকিস্তান ‘এ’ দলের ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতেও ব্যর্থ হয়েছে। এর মধ্যে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন দুয়া মজিদ। এ ছাড়া ৭ নম্বরে নেমে ইমান ফাতিমা ১৫ ও আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৬ বলে ২৬ রানে অপরাজিত থাকেন উম্মে হানি। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা, রাবেয়া ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নিয়েছেন।
তার আগে ব্যাটিংয়ে নেমে ফারজানার ৮৫ বলে ৫ চারে ৫০, জ্যোতির ৯ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৭০, দিলারা আক্তারের ১৭ বলে ২৯ রানের সৌজন্যে দুই শ পেরোয় বাংলাদেশ। ২১০ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ উইকেটে নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস ৬৬ রানের অসাধারণ এক জুটি গড়েন। এর মধ্যে ১১ নম্বরে নেমে ৩৪ বলে ৮ চারে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন জান্নাতুল। পাকিস্তানের ওয়াহিদা আখতার ও উম্মে হানি ৩টি করে উইকেট নিয়েছেন।
কাল থেকে লাহোরে শুরু হচ্ছে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ মাঠে নামবে আগামী পরশু। নিজেদের প্রথম ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ থাইল্যান্ড। ছয় দলের বাছাইপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল জায়গা করবে বিশ্বকাপের মূল মঞ্চে। ৮ দল নিয়ে হবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে ছয়টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি দুটি জায়গা বাছাইপর্ব থেকে নিশ্চিত হবে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে