নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ের পর করোনার ধাক্কায় মাঠের ক্রিকেটে খুব একটা নামা হয়নি আকবর আলী-তৌহিদ হৃদয়দের। নিজেদের আরও পরিণত করে আন্তর্জাতিক অঙ্গনে আগমনের প্রস্তুতিতে তাই অনেকটাই ভাটা পড়েছিল। বাংলাদেশ হাই–পারফরম্যান্স (এইচপি) দলের প্রস্তুতি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি শুরু করতে চাইছেন তরুণ ক্রিকেটাররা।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে চট্টগ্রামে ক্যাম্পের জন্য আজ ঢাকা ছেড়েছে ২২ সদস্যের এইচপি দল। অনূর্ধ্ব–১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন এখানে। করোনায় প্রস্তুতিটা ঠিকভাবে নিতে পারেননি তাঁরা।
বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন (ডিপিএল) ক্রিকেট লিগে কয়েকজন ক্রিকেটার খেললেও প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারেননি। এই ক্যাম্প দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রস্তুতির শুরুটা করতে চাইছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। চট্টগ্রামের যাওয়ার আগে আকবর জানান, ‘সবারই তো ইচ্ছা থাকে জাতীয় দলে খেলার। জাতীয় দলে খেলতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো এই ক্যাম্পে মাধ্যমে কাটিয়ে ওঠার চেষ্টা থাকবে। চেষ্টা করব এই ক্যাম্প থেকে যেন কিছু শিখতে পারি।’
বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ১০ ম্যাচে ১৫০ স্ট্রাইকরেটে ১৭১ রান করেছিলেন আকবর। ডিপিএল অবশ্য নিজেকে হারিয়ে খুঁজেছেন। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এইচপি দলের আরেক সদস্য হৃদয়। তাঁর পারফরম্যান্স অবশ্য বেশ উজ্জ্বল ছিল বলা যায়। বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ৯ ম্যাচে ১৯৪ রান করেছিলেন। ডিপিএলে ১১ ম্যাচ খেলে করেন ২২৮ রান।
শুধু প্রস্তুত হওয়া নয়, আন্তর্জাতিক ক্রিকেটে যেন লম্বা সময় ধরে খেলতে পারেন সেরকম মানসিকতা তৈরি করতে চান হৃদয়। চট্টগ্রামে যাওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা বলতে গিয়ে হৃদয় বলেছেন, ‘এইচপি ক্যাম্প থেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য টেকনিক্যাল দিকগুলোতে কীভাবে আরও ভালো করা যায় সেটাই মূল লক্ষ্য থাকবে। যাতে করে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা ভালো করতে পারি ও অনেক দিন খেলতে পারি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২, ৪, ৬ সেপ্টেম্বর হবে ওয়ানডে ম্যাচগুলো। এরপর ৯ সেপ্টেম্বর শুরু হবে চার দিনের প্রথম ম্যাচটি। ১৫ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। এইচপি ক্যাম্প শেষ হবে ৮ অক্টোবর।

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ের পর করোনার ধাক্কায় মাঠের ক্রিকেটে খুব একটা নামা হয়নি আকবর আলী-তৌহিদ হৃদয়দের। নিজেদের আরও পরিণত করে আন্তর্জাতিক অঙ্গনে আগমনের প্রস্তুতিতে তাই অনেকটাই ভাটা পড়েছিল। বাংলাদেশ হাই–পারফরম্যান্স (এইচপি) দলের প্রস্তুতি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি শুরু করতে চাইছেন তরুণ ক্রিকেটাররা।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে চট্টগ্রামে ক্যাম্পের জন্য আজ ঢাকা ছেড়েছে ২২ সদস্যের এইচপি দল। অনূর্ধ্ব–১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন এখানে। করোনায় প্রস্তুতিটা ঠিকভাবে নিতে পারেননি তাঁরা।
বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন (ডিপিএল) ক্রিকেট লিগে কয়েকজন ক্রিকেটার খেললেও প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারেননি। এই ক্যাম্প দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রস্তুতির শুরুটা করতে চাইছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। চট্টগ্রামের যাওয়ার আগে আকবর জানান, ‘সবারই তো ইচ্ছা থাকে জাতীয় দলে খেলার। জাতীয় দলে খেলতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো এই ক্যাম্পে মাধ্যমে কাটিয়ে ওঠার চেষ্টা থাকবে। চেষ্টা করব এই ক্যাম্প থেকে যেন কিছু শিখতে পারি।’
বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ১০ ম্যাচে ১৫০ স্ট্রাইকরেটে ১৭১ রান করেছিলেন আকবর। ডিপিএল অবশ্য নিজেকে হারিয়ে খুঁজেছেন। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এইচপি দলের আরেক সদস্য হৃদয়। তাঁর পারফরম্যান্স অবশ্য বেশ উজ্জ্বল ছিল বলা যায়। বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ৯ ম্যাচে ১৯৪ রান করেছিলেন। ডিপিএলে ১১ ম্যাচ খেলে করেন ২২৮ রান।
শুধু প্রস্তুত হওয়া নয়, আন্তর্জাতিক ক্রিকেটে যেন লম্বা সময় ধরে খেলতে পারেন সেরকম মানসিকতা তৈরি করতে চান হৃদয়। চট্টগ্রামে যাওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা বলতে গিয়ে হৃদয় বলেছেন, ‘এইচপি ক্যাম্প থেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য টেকনিক্যাল দিকগুলোতে কীভাবে আরও ভালো করা যায় সেটাই মূল লক্ষ্য থাকবে। যাতে করে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা ভালো করতে পারি ও অনেক দিন খেলতে পারি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২, ৪, ৬ সেপ্টেম্বর হবে ওয়ানডে ম্যাচগুলো। এরপর ৯ সেপ্টেম্বর শুরু হবে চার দিনের প্রথম ম্যাচটি। ১৫ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। এইচপি ক্যাম্প শেষ হবে ৮ অক্টোবর।

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৭ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে