
বিশ্বকাপে প্রথম জয়ের পর থেকেই বাংলাদেশের গল্পে কোনো পরিবর্তন নেই। অথচ, প্রতি ম্যাচেই প্রতিপক্ষ বদলে যাচ্ছে। কিন্তু ম্যাচ শেষে বাংলাদেশ পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়ছে। পাকিস্তানের বিপক্ষে আজও ব্যতিক্রম কিছু ঘটেনি।
পাকিস্তানের কাছে ৭ উইকেটের হার এবারের বিশ্বকাপে বাংলাদেশের টানা ষষ্ঠ পরাজয়। ব্যাটে–বলে টুর্নামেন্টে কোনো পারফরম্যান্সই করতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। আশানুরূপ পারফরম্যান্স করতে না পারার পেছনে ভাগ্যকে পাশে পাননি বলে জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
পাকিস্তানের বিপক্ষে হারার পর ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন মিরাজ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘দিন শেষে আমাদের ভাগ্য কাজে লাগছে না। আমরা সবাই ভালো খেলতে চাই। আমরা সবাই চেষ্টা করছি। অনেক সময় ভাগ্য কাজ করে না। আমাদের ব্যাটাররা যেখানেই শট খেলছে সেখানেই হাতে ক্যাচ চলে যাচ্ছে। বোলিং যখন করছি, কিছু না কিছু হচ্ছে। এমনটা তো কখনো হয় না। শেষ তিন বছর ধরে আমরা ওয়ানডেতে খেলছি কিন্তু আমাদের ভাগ্য একটু কম কাজ করছে। তবে আমরা আশা করি আমরা ফিরব।’
সেমিফাইনালে খেলার আশা অনেক আগেই শেষ হয়েছে বাংলাদেশের। আজ পাকিস্তানের কাছে হেরে সবার আগে বিদায়ও নিয়েছে বাংলাদেশ। তবে আজকেরসহ বাকি ২ ম্যাচ নিয়মরক্ষার হলেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় বাংলাদেশকে ৮ দলের মধ্যে থাকতে হবে। সেদিক থেকে এই হার বাংলাদেশের জন্য ধাক্কার। কেননা ৭ ম্যাচে ২ পয়েন্টে বর্তমানে ৯ নম্বরে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ খেলতে পারবে তো—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিরাজের কথায় উঠল হাসির জোয়ার। তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারলে সবারই খারাপ লাগবে। যেমন আমাদের লাগবে, তেমনি আপনাদেরও লাগবে। আপনারাও তো... (কাভার) করতে পারবেন না।’
টুর্নামেন্টের বাকি ২ ম্যাচে ভালো কিছু করার আশার কথা শুনিয়েছেন মিরাজ। তিনি বলেছেন, ‘হতাশ আমরা সবাই হচ্ছি। আমরা যারা খেলছি তারা প্রত্যাশামতো খেলতে পারছি না। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কীভাবে ভালো খেলতে পারি। বিশ্বকাপের দুটি ম্যাচ আছে, আমরা সেভাবেই প্রস্তুতি নেব।’

বিশ্বকাপে প্রথম জয়ের পর থেকেই বাংলাদেশের গল্পে কোনো পরিবর্তন নেই। অথচ, প্রতি ম্যাচেই প্রতিপক্ষ বদলে যাচ্ছে। কিন্তু ম্যাচ শেষে বাংলাদেশ পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়ছে। পাকিস্তানের বিপক্ষে আজও ব্যতিক্রম কিছু ঘটেনি।
পাকিস্তানের কাছে ৭ উইকেটের হার এবারের বিশ্বকাপে বাংলাদেশের টানা ষষ্ঠ পরাজয়। ব্যাটে–বলে টুর্নামেন্টে কোনো পারফরম্যান্সই করতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। আশানুরূপ পারফরম্যান্স করতে না পারার পেছনে ভাগ্যকে পাশে পাননি বলে জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
পাকিস্তানের বিপক্ষে হারার পর ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন মিরাজ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘দিন শেষে আমাদের ভাগ্য কাজে লাগছে না। আমরা সবাই ভালো খেলতে চাই। আমরা সবাই চেষ্টা করছি। অনেক সময় ভাগ্য কাজ করে না। আমাদের ব্যাটাররা যেখানেই শট খেলছে সেখানেই হাতে ক্যাচ চলে যাচ্ছে। বোলিং যখন করছি, কিছু না কিছু হচ্ছে। এমনটা তো কখনো হয় না। শেষ তিন বছর ধরে আমরা ওয়ানডেতে খেলছি কিন্তু আমাদের ভাগ্য একটু কম কাজ করছে। তবে আমরা আশা করি আমরা ফিরব।’
সেমিফাইনালে খেলার আশা অনেক আগেই শেষ হয়েছে বাংলাদেশের। আজ পাকিস্তানের কাছে হেরে সবার আগে বিদায়ও নিয়েছে বাংলাদেশ। তবে আজকেরসহ বাকি ২ ম্যাচ নিয়মরক্ষার হলেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় বাংলাদেশকে ৮ দলের মধ্যে থাকতে হবে। সেদিক থেকে এই হার বাংলাদেশের জন্য ধাক্কার। কেননা ৭ ম্যাচে ২ পয়েন্টে বর্তমানে ৯ নম্বরে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ খেলতে পারবে তো—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিরাজের কথায় উঠল হাসির জোয়ার। তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারলে সবারই খারাপ লাগবে। যেমন আমাদের লাগবে, তেমনি আপনাদেরও লাগবে। আপনারাও তো... (কাভার) করতে পারবেন না।’
টুর্নামেন্টের বাকি ২ ম্যাচে ভালো কিছু করার আশার কথা শুনিয়েছেন মিরাজ। তিনি বলেছেন, ‘হতাশ আমরা সবাই হচ্ছি। আমরা যারা খেলছি তারা প্রত্যাশামতো খেলতে পারছি না। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কীভাবে ভালো খেলতে পারি। বিশ্বকাপের দুটি ম্যাচ আছে, আমরা সেভাবেই প্রস্তুতি নেব।’

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৮ মিনিট আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহ-সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৪১ মিনিট আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
১ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
২ ঘণ্টা আগে