
আইসিসি নারী বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ। ম্যাচ শুরুর আগে দেখা গেল অভূতপূর্ব সুন্দর এক দৃশ্য। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে নিজের ছোট্ট সন্তানকে নিয়েই টিম বাস থেকে নেমে স্টেডিয়ামে ঢুকছেন বিসমা মারুফ। মা হওয়ার পর একটা সময় ক্রিকেট ছেড়ে দেবেন ভেবেছিলেন পাকিস্তান অধিনায়ক। অথচ ১২ মাসের ‘ছুটি’ কাটিয়ে আবার দেশের জার্সিতে মাঠে এলেন মেয়েকে সঙ্গে নিয়ে।
গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘প্যারেন্টাল পলিসি’ চালু করেছিল। সেটাকেই কাজে লাগিয়েছেন বিসমাহ। গর্ভবতী থাকাকালীন এবং তার পরও কিছুদিন তিনি ‘ছুটি’ পেয়েছিলেন বোর্ডের কাছ থেকে। এজন্য তাঁর বেতনও কাটা হয়নি ।
মারুফ জানান, গর্ভবতী হওয়ার পর মা হওয়ার আনন্দের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়ে সংশয় ছিল তাঁর মনে। তবে সেই সংশয় কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডে পাকিস্তান দলের সঙ্গে মারুফের মাও থাকবেন। তিনি যেন ক্রিকেটে পূর্ণ মনোযোগ দিতে পারেন, একই সঙ্গে তাঁর ব্যস্ততার কারণে ছোট্ট মেয়েকেও যেন একা না থাকতে হয়।
মারুফ মা হয়ে মাঠে ফেরায় তাঁর স্বামীকেও দিয়েছেন কৃতিত্ব, ‘আমার কিছু সতীর্থের দিকে তাকিয়ে, কখনো ভাবতেও পারিনি বিয়ের পর ক্রিকেট খেলতে পারব। বিশেষত মা হয়ে যাওয়ার পর। কিন্তু সৌভাগ্যবশত আমার পরিবারের সমর্থন ছিল, আমার স্বামী বিশেষ করে। সে বিশ্বাস করত আমি অন্য মেয়েদের জন্য অনুপ্রেরণা হতে পারি, যারা মা হওয়ার পরও খেলতে চায়।’
এদিকে হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছে পাকিস্তানের। মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ভারতের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে গেছে ১৩৭ রানে।

আইসিসি নারী বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ। ম্যাচ শুরুর আগে দেখা গেল অভূতপূর্ব সুন্দর এক দৃশ্য। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে নিজের ছোট্ট সন্তানকে নিয়েই টিম বাস থেকে নেমে স্টেডিয়ামে ঢুকছেন বিসমা মারুফ। মা হওয়ার পর একটা সময় ক্রিকেট ছেড়ে দেবেন ভেবেছিলেন পাকিস্তান অধিনায়ক। অথচ ১২ মাসের ‘ছুটি’ কাটিয়ে আবার দেশের জার্সিতে মাঠে এলেন মেয়েকে সঙ্গে নিয়ে।
গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘প্যারেন্টাল পলিসি’ চালু করেছিল। সেটাকেই কাজে লাগিয়েছেন বিসমাহ। গর্ভবতী থাকাকালীন এবং তার পরও কিছুদিন তিনি ‘ছুটি’ পেয়েছিলেন বোর্ডের কাছ থেকে। এজন্য তাঁর বেতনও কাটা হয়নি ।
মারুফ জানান, গর্ভবতী হওয়ার পর মা হওয়ার আনন্দের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়ে সংশয় ছিল তাঁর মনে। তবে সেই সংশয় কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডে পাকিস্তান দলের সঙ্গে মারুফের মাও থাকবেন। তিনি যেন ক্রিকেটে পূর্ণ মনোযোগ দিতে পারেন, একই সঙ্গে তাঁর ব্যস্ততার কারণে ছোট্ট মেয়েকেও যেন একা না থাকতে হয়।
মারুফ মা হয়ে মাঠে ফেরায় তাঁর স্বামীকেও দিয়েছেন কৃতিত্ব, ‘আমার কিছু সতীর্থের দিকে তাকিয়ে, কখনো ভাবতেও পারিনি বিয়ের পর ক্রিকেট খেলতে পারব। বিশেষত মা হয়ে যাওয়ার পর। কিন্তু সৌভাগ্যবশত আমার পরিবারের সমর্থন ছিল, আমার স্বামী বিশেষ করে। সে বিশ্বাস করত আমি অন্য মেয়েদের জন্য অনুপ্রেরণা হতে পারি, যারা মা হওয়ার পরও খেলতে চায়।’
এদিকে হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছে পাকিস্তানের। মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ভারতের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে গেছে ১৩৭ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৫ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৭ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে