
পেশাদার ক্রিকেট ছাড়লেও ব্যঙ্গ-রসিকতায় সামাজিক মাধ্যম মাতিয়ে রাখেন ওয়াসিম জাফর। বড় টুর্নামেন্টে কোনো দলকে নিয়ে মজা করতে তিনি এক কাঠি সরেস। এবার অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের বাংলাদেশ নিয়ে এক কথায় খোঁচা মেরেছেন জাফর।
অ্যান্টিগায় ভারতের কাছে গত রাতে ২৪ রানে হেরে অস্ট্রেলিয়ার নেট রানরেট এখন ০.৩৩১। অস্ট্রেলিয়ার মতো ২ পয়েন্ট হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। সেক্ষেত্রে বাংলাদেশ যদি কোনোমতে আজ সেন্ট ভিনসেন্টে জিতে যায়, তাহলে নেট রানরেটের হিসাবে উঠে যাবে অস্ট্রেলিয়া। ভারত ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্শ বলেছিলেন, ‘কাম অন বাংলাদেশ।’ মার্শের এই কথার পরিপ্রেক্ষিতেই খোঁচা মেরেছেন জাফর। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নিজেদের দেশে বাংলাদেশকে যে ১৬ বছর ধরে ডাকে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন জাফর। ভারতীয় ক্রিকেটার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের প্রথম ইনিংস শেষে টুইট করেছেন, ‘মিচেল মার্শ গতকাল বলেছে কাম অন বাংলাদেশ। ২০০৮ থেকে এই তিন শব্দ ক্রিকেট অস্ট্রেলিয়া কখনোই বলেনি বাংলাদেশকে (বাংলাদেশের সবশেষ অস্ট্রেলিয়া সফর)। যদি অস্ট্রেলিয়াকে উঠতে বাংলাদেশ সাহায্য করে, পারতপক্ষে একটি সিরিজ খেলার আমন্ত্রণ তো অস্ট্রেলিয়া জানাতেই পারে।’ জাফর অবশ্য গত রাতেই অস্ট্রেলিয়াকে নিয়ে এক দফা বিদ্রুপ করেছেন। গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ—অস্ট্রেলিয়ার এই তিন ক্রিকেটারের জাতীয় সংগীত গাওয়ার ছবি পোস্ট করেছেন জাফর। ভারতের সাবেক ক্রিকেটার ছবির ওপর দিয়ে লিখেছেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ জাফর ক্যাপশন দিয়েছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ব্যাপারই নেই এখানে।’

পেশাদার ক্রিকেট ছাড়লেও ব্যঙ্গ-রসিকতায় সামাজিক মাধ্যম মাতিয়ে রাখেন ওয়াসিম জাফর। বড় টুর্নামেন্টে কোনো দলকে নিয়ে মজা করতে তিনি এক কাঠি সরেস। এবার অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের বাংলাদেশ নিয়ে এক কথায় খোঁচা মেরেছেন জাফর।
অ্যান্টিগায় ভারতের কাছে গত রাতে ২৪ রানে হেরে অস্ট্রেলিয়ার নেট রানরেট এখন ০.৩৩১। অস্ট্রেলিয়ার মতো ২ পয়েন্ট হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। সেক্ষেত্রে বাংলাদেশ যদি কোনোমতে আজ সেন্ট ভিনসেন্টে জিতে যায়, তাহলে নেট রানরেটের হিসাবে উঠে যাবে অস্ট্রেলিয়া। ভারত ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্শ বলেছিলেন, ‘কাম অন বাংলাদেশ।’ মার্শের এই কথার পরিপ্রেক্ষিতেই খোঁচা মেরেছেন জাফর। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নিজেদের দেশে বাংলাদেশকে যে ১৬ বছর ধরে ডাকে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন জাফর। ভারতীয় ক্রিকেটার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের প্রথম ইনিংস শেষে টুইট করেছেন, ‘মিচেল মার্শ গতকাল বলেছে কাম অন বাংলাদেশ। ২০০৮ থেকে এই তিন শব্দ ক্রিকেট অস্ট্রেলিয়া কখনোই বলেনি বাংলাদেশকে (বাংলাদেশের সবশেষ অস্ট্রেলিয়া সফর)। যদি অস্ট্রেলিয়াকে উঠতে বাংলাদেশ সাহায্য করে, পারতপক্ষে একটি সিরিজ খেলার আমন্ত্রণ তো অস্ট্রেলিয়া জানাতেই পারে।’ জাফর অবশ্য গত রাতেই অস্ট্রেলিয়াকে নিয়ে এক দফা বিদ্রুপ করেছেন। গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ—অস্ট্রেলিয়ার এই তিন ক্রিকেটারের জাতীয় সংগীত গাওয়ার ছবি পোস্ট করেছেন জাফর। ভারতের সাবেক ক্রিকেটার ছবির ওপর দিয়ে লিখেছেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ জাফর ক্যাপশন দিয়েছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ব্যাপারই নেই এখানে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১২ ঘণ্টা আগে