নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) একেকটা ম্যাচ শেষ হচ্ছে আর মাশরাফি ভক্তদের যেন অপেক্ষা বাড়ছে। দীর্ঘ নীরবতা ভেঙে এই ডিপিএল দিয়ে বাংলাদেশের সফলতম অধিনায়কের ক্রিকেটে ফেরার কথা থাকলেও তাঁকে এখনো মাঠে দেখা যায়নি। গুঞ্জন আছে, মাশরাফি আর নাও ফিরতে পারেন ডিপিএলে।
শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলার কথা ছিল মাশরাফির। লিগ শুরুর আগের দিন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান বলেছিলেন, ‘মাশরাফি ভাইকে আমরা পাব পাঁচ–ছয় ম্যাচ পর।’ পাঁচ–ছয় ম্যাচ শেষ হয়েছে আগেই। আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে লিগের সপ্তম ম্যাচেও শেখ জামালের একাদশে দেখা গেল না মাশরাফির নাম।
অবশ্য এখন চাইলেই আজ যোগ দিয়ে কালই মাঠে নেমে যাওয়ার সুযোগ নেই। জৈব সুরক্ষাবলয়ের হ্যাপা আছে। অন্যান্য প্রক্রিয়া আছে। যত দূর জানা গেছে, মাশরাফি এখনো দলের সঙ্গেই যোগ দেননি। আপাতত তাঁর খেলার সম্ভাবনা তাই ক্ষীণ। আদৌ যোগ দেবেন কি না সেটি নিয়েও যথেষ্ট সংশয় আছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় অদৃশ্য হয়ে গেলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন মাশরাফি। গত ডিসেম্বরে খেলেছেন বঙ্গবন্ধু টি–টোয়েন্টিও।
বঙ্গবন্ধু টি–টোয়েন্টির শেষ দিকে খুলনা দলে যোগ দিয়েও তাঁর পারফরম্যান্স ছিল বলার মতোই। চট্টগ্রামের বিপক্ষে নিয়েছিলেন ৩৫ রানে ৫ উইকেট, যেটি তাঁর টি–টোয়েন্টি ক্যারিয়ারসেরা বোলিং। এই পারফরম্যান্সের পর তিনি হয়তো আশা করেছিলেন জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকবেন। নির্বাচকেরা প্রাথমিক দলেও তাঁকে রাখেননি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে যদি জাতীয় দলের দরজা না খোলে; জৈব সুরক্ষাবলয়ের হ্যাপা সইয়ে, ব্যক্তিগত রাজনৈতিক ব্যস্ততা রেখে ডিপিএল খেলে লাভ কী—মাশরাফির ভাবনায় এটাই কাজ করাটা অমূলক নয়।
কদিন আগে সংবাদমাধ্যমকে মাশরাফি তাই বলছিলেন, ‘যদি জানতাম, এখানে ভালো করলে জাতীয় দলে আমার সুযোগ থাকবে বা অন্তত বিবেচনাও করতে পারে। তাহলে চ্যালেঞ্জটা নিয়ে হোটেলে উঠতাম। চেষ্টা করতাম ভালো করার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়ার পরও সুযোগ হয়নি দলে। এই লিগে খুব ভালো করলেও তাই লাভ নেই।’
‘লাভ না থাকার’ কারণেই শুধু শরীর নয়, মাঠে নামতে মাশরাফিকে হয়তো টানছে না মনও! মাঠ থেকে দূরত্বটা তাঁর বেড়েই চলেছে এ কারণে।

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) একেকটা ম্যাচ শেষ হচ্ছে আর মাশরাফি ভক্তদের যেন অপেক্ষা বাড়ছে। দীর্ঘ নীরবতা ভেঙে এই ডিপিএল দিয়ে বাংলাদেশের সফলতম অধিনায়কের ক্রিকেটে ফেরার কথা থাকলেও তাঁকে এখনো মাঠে দেখা যায়নি। গুঞ্জন আছে, মাশরাফি আর নাও ফিরতে পারেন ডিপিএলে।
শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলার কথা ছিল মাশরাফির। লিগ শুরুর আগের দিন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান বলেছিলেন, ‘মাশরাফি ভাইকে আমরা পাব পাঁচ–ছয় ম্যাচ পর।’ পাঁচ–ছয় ম্যাচ শেষ হয়েছে আগেই। আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে লিগের সপ্তম ম্যাচেও শেখ জামালের একাদশে দেখা গেল না মাশরাফির নাম।
অবশ্য এখন চাইলেই আজ যোগ দিয়ে কালই মাঠে নেমে যাওয়ার সুযোগ নেই। জৈব সুরক্ষাবলয়ের হ্যাপা আছে। অন্যান্য প্রক্রিয়া আছে। যত দূর জানা গেছে, মাশরাফি এখনো দলের সঙ্গেই যোগ দেননি। আপাতত তাঁর খেলার সম্ভাবনা তাই ক্ষীণ। আদৌ যোগ দেবেন কি না সেটি নিয়েও যথেষ্ট সংশয় আছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় অদৃশ্য হয়ে গেলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন মাশরাফি। গত ডিসেম্বরে খেলেছেন বঙ্গবন্ধু টি–টোয়েন্টিও।
বঙ্গবন্ধু টি–টোয়েন্টির শেষ দিকে খুলনা দলে যোগ দিয়েও তাঁর পারফরম্যান্স ছিল বলার মতোই। চট্টগ্রামের বিপক্ষে নিয়েছিলেন ৩৫ রানে ৫ উইকেট, যেটি তাঁর টি–টোয়েন্টি ক্যারিয়ারসেরা বোলিং। এই পারফরম্যান্সের পর তিনি হয়তো আশা করেছিলেন জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকবেন। নির্বাচকেরা প্রাথমিক দলেও তাঁকে রাখেননি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে যদি জাতীয় দলের দরজা না খোলে; জৈব সুরক্ষাবলয়ের হ্যাপা সইয়ে, ব্যক্তিগত রাজনৈতিক ব্যস্ততা রেখে ডিপিএল খেলে লাভ কী—মাশরাফির ভাবনায় এটাই কাজ করাটা অমূলক নয়।
কদিন আগে সংবাদমাধ্যমকে মাশরাফি তাই বলছিলেন, ‘যদি জানতাম, এখানে ভালো করলে জাতীয় দলে আমার সুযোগ থাকবে বা অন্তত বিবেচনাও করতে পারে। তাহলে চ্যালেঞ্জটা নিয়ে হোটেলে উঠতাম। চেষ্টা করতাম ভালো করার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়ার পরও সুযোগ হয়নি দলে। এই লিগে খুব ভালো করলেও তাই লাভ নেই।’
‘লাভ না থাকার’ কারণেই শুধু শরীর নয়, মাঠে নামতে মাশরাফিকে হয়তো টানছে না মনও! মাঠ থেকে দূরত্বটা তাঁর বেড়েই চলেছে এ কারণে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে