নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বিশ্বকাপে এ পর্যন্ত অপরাজিত দল ভারত ও নিউজিল্যান্ড। ধর্মশালায় আজ দুই দলের সাক্ষাতে কাউকে হারতে হবে, এটাই সত্য। জয় নিয়ে কারা হিমাচল প্রদেশ ছাড়বে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তার আগে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ভারতকে ২৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে কিউইরা।
৩৬.১ ওভারেই ৩ উইকেটে ২০০ রান তুলেছিল নিউজিল্যান্ড। তখন স্কোর ৩০০ ছাড়িয়ে যাওয়ার আভাসই দিয়েছিল তারা। তবে মোহাম্মদ শামি-জসপ্রিত বুমরাদের তোপে আবারও ঘুরে দাঁড়ায় ভারত। শেষ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড।
তবু মিচেলের ১৩০ ও রাচিন রবীন্দ্রের ৭৫ রানের ইনিংসের কল্যাণে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ২৭৩ রান। এই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন এই ভারতীয় পেসার। শার্দুল ঠাকুর জায়গায় সুযোগ পেয়ে নিয়েছেন ৫ উইকেট।
নিজেদের ৫ম ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বুমরা-মোহাম্মদ সিরাজদের তোপে পাওয়ার প্লেতে রান তুলতেই হিমশিম খেয়েছেন কিউই ব্যাটাররা। চতুর্থ ওভারে ডেভন কনওয়েকে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙেছেন সিরাজ। রানের খাতাই খোলা হয়নি কিউই ওপেনারের।
৯ম ওভারে আরেক ওপেনার উইল ইয়ংকে ফেরান শামি। এই বিশ্বকাপে নিজের প্রথম ডেলিভারিতে বোল্ড করেছেন ইয়ংকে (১৭)। ৮.১ ওভারে ১৯ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে কঠিন বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে মাত্র ৩৪ রান তুলতে পারে তারা। তবে তৃতীয় উইকেটে রাচিন ও মিচেলের ১৫২ বলে ১৫৯ রানের দুর্দান্ত জুটিতে চাপ সামলে ওঠে কিউইরা। ৩৪ তম ওভারে রাচিনকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন শামি। ৬ চার ও ১ ছক্কায় ৮৭ বলে ৭৫ রান করেছেন রাচিন।
দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ম ওয়ানডে ফিফটিও তুলে নিয়েছেন মিচেল। পরে গ্লেন ফিলিপস ২৬ বলে ২৩ রান করলেও ঝোড়ো ইনিংস খেলতে পারেননি কিউই ব্যাটাররা। ৫০ তম ওভারে শামির বলে আউট হয়েছেন মিচেল। ১২৭ বলে খেলেছেন ১৩০ রানের অসাধারণ এক ইনিংস। ৫টি ছক্কা ও ৯টি বাউন্ডারি ছিল ইনিংসে।

চলতি বিশ্বকাপে এ পর্যন্ত অপরাজিত দল ভারত ও নিউজিল্যান্ড। ধর্মশালায় আজ দুই দলের সাক্ষাতে কাউকে হারতে হবে, এটাই সত্য। জয় নিয়ে কারা হিমাচল প্রদেশ ছাড়বে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তার আগে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ভারতকে ২৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে কিউইরা।
৩৬.১ ওভারেই ৩ উইকেটে ২০০ রান তুলেছিল নিউজিল্যান্ড। তখন স্কোর ৩০০ ছাড়িয়ে যাওয়ার আভাসই দিয়েছিল তারা। তবে মোহাম্মদ শামি-জসপ্রিত বুমরাদের তোপে আবারও ঘুরে দাঁড়ায় ভারত। শেষ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড।
তবু মিচেলের ১৩০ ও রাচিন রবীন্দ্রের ৭৫ রানের ইনিংসের কল্যাণে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ২৭৩ রান। এই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন এই ভারতীয় পেসার। শার্দুল ঠাকুর জায়গায় সুযোগ পেয়ে নিয়েছেন ৫ উইকেট।
নিজেদের ৫ম ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বুমরা-মোহাম্মদ সিরাজদের তোপে পাওয়ার প্লেতে রান তুলতেই হিমশিম খেয়েছেন কিউই ব্যাটাররা। চতুর্থ ওভারে ডেভন কনওয়েকে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙেছেন সিরাজ। রানের খাতাই খোলা হয়নি কিউই ওপেনারের।
৯ম ওভারে আরেক ওপেনার উইল ইয়ংকে ফেরান শামি। এই বিশ্বকাপে নিজের প্রথম ডেলিভারিতে বোল্ড করেছেন ইয়ংকে (১৭)। ৮.১ ওভারে ১৯ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে কঠিন বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে মাত্র ৩৪ রান তুলতে পারে তারা। তবে তৃতীয় উইকেটে রাচিন ও মিচেলের ১৫২ বলে ১৫৯ রানের দুর্দান্ত জুটিতে চাপ সামলে ওঠে কিউইরা। ৩৪ তম ওভারে রাচিনকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন শামি। ৬ চার ও ১ ছক্কায় ৮৭ বলে ৭৫ রান করেছেন রাচিন।
দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ম ওয়ানডে ফিফটিও তুলে নিয়েছেন মিচেল। পরে গ্লেন ফিলিপস ২৬ বলে ২৩ রান করলেও ঝোড়ো ইনিংস খেলতে পারেননি কিউই ব্যাটাররা। ৫০ তম ওভারে শামির বলে আউট হয়েছেন মিচেল। ১২৭ বলে খেলেছেন ১৩০ রানের অসাধারণ এক ইনিংস। ৫টি ছক্কা ও ৯টি বাউন্ডারি ছিল ইনিংসে।

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তাই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
৭ মিনিট আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের ত
২ ঘণ্টা আগে
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে