Ajker Patrika

বিসিবির আগে সফরের সূচি জানিয়ে দিল উইন্ডিজ বোর্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪১
অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুটি সিরিজ খেলবে ক্যারিবীয়রা। ছবি: সংগৃহীত
অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুটি সিরিজ খেলবে ক্যারিবীয়রা। ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ব্যস্ততা শেষে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সিরিজ শেষে দম ফেলার ফুরসরত থাকছে না লিটন দাস, জাকের আলী অনিকদের। তড়িঘড়ি করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠ নামতে হবে তাদের।

আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ। দুই দলের সিরিজ শুরু হবে ২ অক্টোবর। ১৪ অক্টোবর মধ্যপ্রাচ্যের দেশে আফগানদের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সে সিরিজ শেষে নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সমান তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে ফিল সিমন্সের দল।

আজ বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। নিয়ম অনুযায়ী আয়োজক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগে সূচি ঘোষণা করার কথা ছিল। কিন্তু বিসিবি প্রায়ই দেরিতে সূচি ঘোষণা করে। এবারও ঠিক তা–ই হলো। ওয়ানডে দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে ক্যারিবীয়রা। ১৮ অক্টোবর প্রথম একদিনের ম্যাচে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি ম্যাচ দুটি হবে ২০ ও ২৩ অক্টোবর। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি–টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর। বিসিবির সূত্র জানিয়েছে, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর টি–টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

এর আগে গত বছরের নভেম্বর–ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট এবং সমান তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ১–১ সমতায় সাদা পোশাকের সিরিজ শেষ করে সফরকারী দল। এরপর ওয়ানডেতে ৩–০ ব্যবধানে হারে তারা। তবে কুড়ি ওভারের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নেয় বাংলাদেশ। এবার এক বছরের কম সময়ের ব্যবধানে ফের মুখোমুখি হবে দুই দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’, মুখপাত্র নাহিদ ইসলাম

সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে তুলে নিয়ে গেল ডিবি

২০৯৮ পর্যন্ত কবে কোন দেশ বিশ্বকাপ নেবে—ভবিষ্যদ্বাণী করল গ্রোক এআই

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা, ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানে ধাওয়া

খালেদা জিয়ার রিপোর্ট ভালো, চেষ্টা করছেন কথা বলার: চিকিৎসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ