Ajker Patrika

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

ক্রীড়া ডেস্ক    
চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়ে ফরচুন বরিশাল।ছবি: ফরচুন বরিশাল
চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়ে ফরচুন বরিশাল।ছবি: ফরচুন বরিশাল

উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।

এবারের বিপিএলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চিটাগং কিংস। এরপর জয়ের ধারায় থাকলেও ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হারল টানা দুই ম্যাচ। রংপুর রাইডার্সের কাছে পরশু ৩৩ রানে হারের পর চিটাগং কিংস আজ ফরচুন বরিশালের কাছে ৬ উইকেটে হেরেছে। ঘরের মাঠে তিন ম্যাচের মধ্যে কেবল এক ম্যাচ জিতেছে চিটাগং।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ১২২ রানের লক্ষ্যে নেমে ফরচুন বরিশাল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৯.৩ ওভারে ৪ উইকেটে ৫৩ রানে পরিণত হয় তারা। চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ১৪ বলে করেছেন কেবল ৮ রান। তামিমের মতো তাওহীদ হৃদয় (১), মুশফিকুর রহিম (১১), মাহমুদউল্লাহ রিয়াদও (১৬) হয়েছেন ব্যর্থ। বিপাকে পড়া বরিশালকে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পঞ্চম উইকেটে ৪৪ বলে ৬৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মোহাম্মদ নবী ও ডেভিড মালান। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করে অপরাজিত থাকেন মালান। ৪১ বলের ইনিংসে মেরেছেন ৩ চার ও ২ ছক্কা। ১৯ বল হাতে রেখে বরিশালের ৬ উইকেটের জয়ে মালানই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।

এর আগে টস জিতে ফিল্ডিং নেন বরিশালের অধিনায়ক তামিম। তবে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের সুবিধাটা কাজেই লাগাতে পারেনি চিটাগং কিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে দলটি। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন মোহাম্মদ মিঠুন। তবে চিটাগং অধিনায়ক খেলেছেন ৩৪ বল। বরিশালের রিপন মন্ডল, ফাহিম আশরাফ পেয়েছেন তিনটি করে উইকেট। তানভীর ইসলাম নিয়েছেন ২ উইকেট। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে এখন তামিম-মুশফিকদের বরিশাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত