ক্রীড়া ডেস্ক

উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
এবারের বিপিএলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চিটাগং কিংস। এরপর জয়ের ধারায় থাকলেও ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হারল টানা দুই ম্যাচ। রংপুর রাইডার্সের কাছে পরশু ৩৩ রানে হারের পর চিটাগং কিংস আজ ফরচুন বরিশালের কাছে ৬ উইকেটে হেরেছে। ঘরের মাঠে তিন ম্যাচের মধ্যে কেবল এক ম্যাচ জিতেছে চিটাগং।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ১২২ রানের লক্ষ্যে নেমে ফরচুন বরিশাল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৯.৩ ওভারে ৪ উইকেটে ৫৩ রানে পরিণত হয় তারা। চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ১৪ বলে করেছেন কেবল ৮ রান। তামিমের মতো তাওহীদ হৃদয় (১), মুশফিকুর রহিম (১১), মাহমুদউল্লাহ রিয়াদও (১৬) হয়েছেন ব্যর্থ। বিপাকে পড়া বরিশালকে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পঞ্চম উইকেটে ৪৪ বলে ৬৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মোহাম্মদ নবী ও ডেভিড মালান। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করে অপরাজিত থাকেন মালান। ৪১ বলের ইনিংসে মেরেছেন ৩ চার ও ২ ছক্কা। ১৯ বল হাতে রেখে বরিশালের ৬ উইকেটের জয়ে মালানই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
এর আগে টস জিতে ফিল্ডিং নেন বরিশালের অধিনায়ক তামিম। তবে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের সুবিধাটা কাজেই লাগাতে পারেনি চিটাগং কিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে দলটি। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন মোহাম্মদ মিঠুন। তবে চিটাগং অধিনায়ক খেলেছেন ৩৪ বল। বরিশালের রিপন মন্ডল, ফাহিম আশরাফ পেয়েছেন তিনটি করে উইকেট। তানভীর ইসলাম নিয়েছেন ২ উইকেট। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে এখন তামিম-মুশফিকদের বরিশাল।

উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
এবারের বিপিএলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চিটাগং কিংস। এরপর জয়ের ধারায় থাকলেও ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হারল টানা দুই ম্যাচ। রংপুর রাইডার্সের কাছে পরশু ৩৩ রানে হারের পর চিটাগং কিংস আজ ফরচুন বরিশালের কাছে ৬ উইকেটে হেরেছে। ঘরের মাঠে তিন ম্যাচের মধ্যে কেবল এক ম্যাচ জিতেছে চিটাগং।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ১২২ রানের লক্ষ্যে নেমে ফরচুন বরিশাল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৯.৩ ওভারে ৪ উইকেটে ৫৩ রানে পরিণত হয় তারা। চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ১৪ বলে করেছেন কেবল ৮ রান। তামিমের মতো তাওহীদ হৃদয় (১), মুশফিকুর রহিম (১১), মাহমুদউল্লাহ রিয়াদও (১৬) হয়েছেন ব্যর্থ। বিপাকে পড়া বরিশালকে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পঞ্চম উইকেটে ৪৪ বলে ৬৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মোহাম্মদ নবী ও ডেভিড মালান। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করে অপরাজিত থাকেন মালান। ৪১ বলের ইনিংসে মেরেছেন ৩ চার ও ২ ছক্কা। ১৯ বল হাতে রেখে বরিশালের ৬ উইকেটের জয়ে মালানই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
এর আগে টস জিতে ফিল্ডিং নেন বরিশালের অধিনায়ক তামিম। তবে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের সুবিধাটা কাজেই লাগাতে পারেনি চিটাগং কিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে দলটি। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন মোহাম্মদ মিঠুন। তবে চিটাগং অধিনায়ক খেলেছেন ৩৪ বল। বরিশালের রিপন মন্ডল, ফাহিম আশরাফ পেয়েছেন তিনটি করে উইকেট। তানভীর ইসলাম নিয়েছেন ২ উইকেট। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে এখন তামিম-মুশফিকদের বরিশাল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে