
দুর্দান্ত ফিফটি দিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু করেছিলেন তাওহীদ হৃদয়। দল জাফনা কিংসও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। কলম্বোর প্রেমাদাসায় আজ বড় ইনিংস খেলতে পারেননি হৃদয়। জাফনাও হেরেছে বড় ব্যবধানে। ডাম্বুলা অরার কাছে ৮ উইকেটে হেরে যায় জাফনা।
টস জিতে আজ প্রথমে ব্যাটিং নিয়েছেন জাফনা কিংস অধিনায়ক থিসারা পেরেরা। দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় জাফনা। তৃতীয় ওভারের শেষ বলে ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়েছেন বিনুরা ফার্নান্দো। গুরবাজের পর উইকেটে আসেন হৃদয়। গত ম্যাচে যেখানে চার নম্বরে ব্যাটিং করেছিলেন তিনি, আজ তাঁকে পাঠানো হয় তিন নম্বরে। দ্বিতীয় উইকেটে চারিথ আসালাঙ্কার সঙ্গে ৫১ বলে ৫৫ রানের জুটি গড়তে অবদান রাখেন হৃদয়। তবে বড় ইনিংস খেলতে পারেননি হৃদয়। ২০ বলে ২৪ রান করেন বাংলাদেশের এই ব্যাটার। এই জুটি ভাঙার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জাফনা। সতীর্থদের সা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে খেলতে থাকেন আসালাঙ্কা। লঙ্কান এই বাঁহাতি ব্যাটার করেছেন ৫২ বলে ৫৬ রান। ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে জাফনা।
১৩০ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের পথে অনেকটা এগিয়ে যায় ডাম্বুলা। দুই ওপেনার আভিস্কা ফার্নান্দো-কুশল মেন্ডিস ৪৯ বলে ৭৬ রানের জুটি গড়েন। নবম ওভারের প্রথম বলে আভিস্কাকে বোল্ড করে ডাম্বুলার উদ্বোধনী জুটি ভাঙেন বিজয়কান্ত বিয়াসকান্ত। ৩২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫২ রান করেন আভিষ্কা। ঠিক তার পরের ওভারেই কুশল মেন্ডিসকে ফিরিয়েছেন দুনিথ ওয়েলালাগে। ৯.১ ওভারে ডাম্বুলার স্কোর তখন ২ উইকেটে ৮৫ রান। পরপর দুই ওভারে ওপেনার দুজনকে হারালেও তা ডাম্বুলার ইনিংসে তেমন চাপ সৃষ্টি করেনি। তৃতীয় উইকেটে চারিথ আসালাঙ্কার সঙ্গে ৪৩ বলে ৪৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন কুশল পেরেরা ও সাদিরা সামারাবিক্রমা। ১৬.২ ওভারে ২ উইকেটে ১৩২ রান করে ডাম্বুলা। ৫২ রান করা আভিষ্কাই হয়েছেন ম্যাচসেরা।

দুর্দান্ত ফিফটি দিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু করেছিলেন তাওহীদ হৃদয়। দল জাফনা কিংসও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। কলম্বোর প্রেমাদাসায় আজ বড় ইনিংস খেলতে পারেননি হৃদয়। জাফনাও হেরেছে বড় ব্যবধানে। ডাম্বুলা অরার কাছে ৮ উইকেটে হেরে যায় জাফনা।
টস জিতে আজ প্রথমে ব্যাটিং নিয়েছেন জাফনা কিংস অধিনায়ক থিসারা পেরেরা। দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় জাফনা। তৃতীয় ওভারের শেষ বলে ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়েছেন বিনুরা ফার্নান্দো। গুরবাজের পর উইকেটে আসেন হৃদয়। গত ম্যাচে যেখানে চার নম্বরে ব্যাটিং করেছিলেন তিনি, আজ তাঁকে পাঠানো হয় তিন নম্বরে। দ্বিতীয় উইকেটে চারিথ আসালাঙ্কার সঙ্গে ৫১ বলে ৫৫ রানের জুটি গড়তে অবদান রাখেন হৃদয়। তবে বড় ইনিংস খেলতে পারেননি হৃদয়। ২০ বলে ২৪ রান করেন বাংলাদেশের এই ব্যাটার। এই জুটি ভাঙার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জাফনা। সতীর্থদের সা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে খেলতে থাকেন আসালাঙ্কা। লঙ্কান এই বাঁহাতি ব্যাটার করেছেন ৫২ বলে ৫৬ রান। ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে জাফনা।
১৩০ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের পথে অনেকটা এগিয়ে যায় ডাম্বুলা। দুই ওপেনার আভিস্কা ফার্নান্দো-কুশল মেন্ডিস ৪৯ বলে ৭৬ রানের জুটি গড়েন। নবম ওভারের প্রথম বলে আভিস্কাকে বোল্ড করে ডাম্বুলার উদ্বোধনী জুটি ভাঙেন বিজয়কান্ত বিয়াসকান্ত। ৩২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫২ রান করেন আভিষ্কা। ঠিক তার পরের ওভারেই কুশল মেন্ডিসকে ফিরিয়েছেন দুনিথ ওয়েলালাগে। ৯.১ ওভারে ডাম্বুলার স্কোর তখন ২ উইকেটে ৮৫ রান। পরপর দুই ওভারে ওপেনার দুজনকে হারালেও তা ডাম্বুলার ইনিংসে তেমন চাপ সৃষ্টি করেনি। তৃতীয় উইকেটে চারিথ আসালাঙ্কার সঙ্গে ৪৩ বলে ৪৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন কুশল পেরেরা ও সাদিরা সামারাবিক্রমা। ১৬.২ ওভারে ২ উইকেটে ১৩২ রান করে ডাম্বুলা। ৫২ রান করা আভিষ্কাই হয়েছেন ম্যাচসেরা।

২০২৫ সাল শেষে এল ২০২৬। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশবাসী। গান বাজনার পাশাপাশি আতশবাজি, পটকা ফুটিয়ে গত রাতে অনেকে উদযাপন করেছেন ‘থার্টি ফার্স্ট নাইট’। কিন্তু দেশে শোকের পরিবেশে নতুন বছরের আগমন উপলক্ষ্যে এমন জমকালো আয়োজন মেনে নিতে পারছেন না।
১৫ মিনিট আগে
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
১২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ ঘণ্টা আগে