Ajker Patrika

বিপিএলের সন্দেহজনক কার্যকলাপের প্রভাব ডিপিএলের দলবদলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৫৭
ছবি: বিসিবি
ছবি: বিসিবি

এখন চলছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এ মাসের শেষ দিকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আওতাধীন প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এ মাসের মাঝামাঝি সময়ে দলবদলের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছে।

এরই মধ্যে কিছু ক্লাব সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে দলবদলের কাজ শুরু করেছিল। তবে বিপিএলের ফিক্সিং ইস্যুতে তারা যেন এ কাজে একটু ‘পজ’ দিয়েছে। বিসিবির গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন দেখে সরাসরি চুক্তির কাজ চূড়ান্ত করতে চায় কয়েকটি ক্লাব। সন্দেহজনক কার্যকলাপে যেসব ক্রিকেটারের নাম প্রকাশ্যে এসেছে, তাঁদের দলভুক্তির প্রক্রিয়ায় একটু সময় নিচ্ছে ক্লাবগুলো। এতে ঘরোয়া ক্রিকেটের কিছু পরিচিত মুখ খানিকটা অনিশ্চয়তায় পড়েছেন।

গতকাল কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তাঁরা জানান, বিপিএলে ম্যাচ ফিক্সিং ইস্যুতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কারণে তাঁদের আগাম দলবদলের প্রক্রিয়া থমকে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, ‘ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে আমাদের নির্দোষ প্রমাণিত হলে তবেই দলে নেওয়া হবে। এমন ঘটনায় আমরা হতাশ। কোনো অপরাধ না করেও এই পরিস্থিতি আমাদের দলবদল থেকে বঞ্চিত করতে পারে, যা আমাদের আর্থিক ক্ষতির কারণ হবে। সারা বছরের রুটিরুজি ঢাকা প্রিমিয়ার লিগের ওপর নির্ভর করে। (ফিক্সিং নিয়ে) তদন্ত প্রক্রিয়া দীর্ঘ হলে আমরা বড় সংকটে পড়ব।’

বিপাকে পড়া ক্রিকেটাররা ক্রিকেটারদের কল্যাণ সংস্থা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দ্বারস্থ হয়েছে। বিষয়টি নিয়ে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘এখনো কোনো ক্রিকেটার আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশের আগে ক্লাব কর্তৃপক্ষ সতর্ক থাকতে চাইছে। কোনো খেলোয়াড় দোষী প্রমাণিত হলে চুক্তি বাতিল এবং অর্থ ফেরতের জটিলতা তৈরি হতে পারে। তাই তারা ভেবেচিন্তে দলবদলের সিদ্ধান্ত নিচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত