নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এখন চলছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এ মাসের শেষ দিকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আওতাধীন প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এ মাসের মাঝামাঝি সময়ে দলবদলের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছে।
এরই মধ্যে কিছু ক্লাব সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে দলবদলের কাজ শুরু করেছিল। তবে বিপিএলের ফিক্সিং ইস্যুতে তারা যেন এ কাজে একটু ‘পজ’ দিয়েছে। বিসিবির গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন দেখে সরাসরি চুক্তির কাজ চূড়ান্ত করতে চায় কয়েকটি ক্লাব। সন্দেহজনক কার্যকলাপে যেসব ক্রিকেটারের নাম প্রকাশ্যে এসেছে, তাঁদের দলভুক্তির প্রক্রিয়ায় একটু সময় নিচ্ছে ক্লাবগুলো। এতে ঘরোয়া ক্রিকেটের কিছু পরিচিত মুখ খানিকটা অনিশ্চয়তায় পড়েছেন।
গতকাল কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তাঁরা জানান, বিপিএলে ম্যাচ ফিক্সিং ইস্যুতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কারণে তাঁদের আগাম দলবদলের প্রক্রিয়া থমকে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, ‘ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে আমাদের নির্দোষ প্রমাণিত হলে তবেই দলে নেওয়া হবে। এমন ঘটনায় আমরা হতাশ। কোনো অপরাধ না করেও এই পরিস্থিতি আমাদের দলবদল থেকে বঞ্চিত করতে পারে, যা আমাদের আর্থিক ক্ষতির কারণ হবে। সারা বছরের রুটিরুজি ঢাকা প্রিমিয়ার লিগের ওপর নির্ভর করে। (ফিক্সিং নিয়ে) তদন্ত প্রক্রিয়া দীর্ঘ হলে আমরা বড় সংকটে পড়ব।’
বিপাকে পড়া ক্রিকেটাররা ক্রিকেটারদের কল্যাণ সংস্থা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দ্বারস্থ হয়েছে। বিষয়টি নিয়ে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘এখনো কোনো ক্রিকেটার আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশের আগে ক্লাব কর্তৃপক্ষ সতর্ক থাকতে চাইছে। কোনো খেলোয়াড় দোষী প্রমাণিত হলে চুক্তি বাতিল এবং অর্থ ফেরতের জটিলতা তৈরি হতে পারে। তাই তারা ভেবেচিন্তে দলবদলের সিদ্ধান্ত নিচ্ছে।’
এখন চলছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এ মাসের শেষ দিকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আওতাধীন প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এ মাসের মাঝামাঝি সময়ে দলবদলের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছে।
এরই মধ্যে কিছু ক্লাব সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে দলবদলের কাজ শুরু করেছিল। তবে বিপিএলের ফিক্সিং ইস্যুতে তারা যেন এ কাজে একটু ‘পজ’ দিয়েছে। বিসিবির গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন দেখে সরাসরি চুক্তির কাজ চূড়ান্ত করতে চায় কয়েকটি ক্লাব। সন্দেহজনক কার্যকলাপে যেসব ক্রিকেটারের নাম প্রকাশ্যে এসেছে, তাঁদের দলভুক্তির প্রক্রিয়ায় একটু সময় নিচ্ছে ক্লাবগুলো। এতে ঘরোয়া ক্রিকেটের কিছু পরিচিত মুখ খানিকটা অনিশ্চয়তায় পড়েছেন।
গতকাল কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তাঁরা জানান, বিপিএলে ম্যাচ ফিক্সিং ইস্যুতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কারণে তাঁদের আগাম দলবদলের প্রক্রিয়া থমকে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, ‘ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে আমাদের নির্দোষ প্রমাণিত হলে তবেই দলে নেওয়া হবে। এমন ঘটনায় আমরা হতাশ। কোনো অপরাধ না করেও এই পরিস্থিতি আমাদের দলবদল থেকে বঞ্চিত করতে পারে, যা আমাদের আর্থিক ক্ষতির কারণ হবে। সারা বছরের রুটিরুজি ঢাকা প্রিমিয়ার লিগের ওপর নির্ভর করে। (ফিক্সিং নিয়ে) তদন্ত প্রক্রিয়া দীর্ঘ হলে আমরা বড় সংকটে পড়ব।’
বিপাকে পড়া ক্রিকেটাররা ক্রিকেটারদের কল্যাণ সংস্থা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দ্বারস্থ হয়েছে। বিষয়টি নিয়ে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘এখনো কোনো ক্রিকেটার আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশের আগে ক্লাব কর্তৃপক্ষ সতর্ক থাকতে চাইছে। কোনো খেলোয়াড় দোষী প্রমাণিত হলে চুক্তি বাতিল এবং অর্থ ফেরতের জটিলতা তৈরি হতে পারে। তাই তারা ভেবেচিন্তে দলবদলের সিদ্ধান্ত নিচ্ছে।’
বিপিএল শিরোপা নিয়ে ফরচুন বরিশাল এখন বরিশালে। আজ দুপুরে বরিশাল দল ট্রফি নিয়ে শহরের বেলস পার্কে আসেন। তাদের যাওয়ার আগেই হাজার হাজার দর্শকে ভরে উঠে মাঠ। কঠোর নিরাপত্তায় দুটি লাল গাড়িতে বিকেলে ৪টায় নগরের মূল সড়ক থেকে বেলস পার্কের দিকে যায় তামিমের দল। বিকেল সোয়া ৪টার দিকে মঞ্চে ওঠে পুরো বরিশাল দল। এ সময়
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ৩ মার্চ। লিগের দলবদল সম্পন্ন হবে ২২ ও ২৩ ফেব্রুয়ারি। গত কয়েক মৌসুমের মতো এবারও ক্লাবগুলো সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে।
২ ঘণ্টা আগেস্কোয়াড ঘোষণার একদিন পরই পিঠের ইনজুরির কারণে ছিটকে যেতে হয় আনরিখ নরকিয়াকে। অনেক দিন হয়ে গেলেও অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ডানহাতি এই পেসারের বদলি হিসেবে করবিন বশের নাম ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ৩০ বছর বয়সী বশের ইতিমধ্যেই ওয়ানডেতে অভিষেক হয়েছে। তবে তার অভিজ্ঞতা বলতে কেবল এক ম্যাচই...
৩ ঘণ্টা আগেশ্রীলঙ্কাকে ধবলধোলাই করে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। আজ সিরিজের দ্বিতীয় টেস্টে গলে সফরকারী অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে হারিয়েছে ৯ উইকেটে। তাতে ২ টেস্টের সিরিজ স্টিভ স্মিথের দল জিতেছে ২-০ ব্যবধানে।
৪ ঘণ্টা আগে