Ajker Patrika

মোস্তাফিজকে হারানোর পর চেন্নাইয়ের আরেক দুঃসংবাদ

আপডেট : ০৫ মে ২০২৪, ১৮: ০৩
মোস্তাফিজকে হারানোর পর চেন্নাইয়ের আরেক দুঃসংবাদ

মোস্তাফিজুর রহমানের ২০২৪ আইপিএল অভিযান শেষ হয়েছে ১ মে। মনে রাখার মতো এক মৌসুম এবার চেন্নাই সুপার কিংসে কাটিয়েছেন মোস্তাফিজ। ফিজ ফেরার পর চেন্নাই এবার শুনেছে আরও এক দুঃসংবাদ। 

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মাথিসা পাতিরানা ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কায়। চেন্নাইয়ের জার্সিতে এবার আর লঙ্কান পেসারকে দেখা যাবে না। চেন্নাই সুপার কিংস এক বিজ্ঞপ্তিতে আজ সেটা নিশ্চিত করেছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, ‘চেন্নাই সুপার কিংসের পেসার মাথিসা পাতিরানা হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। শ্রীলঙ্কায় ফিরছেন সেরে ওঠার জন্য। পাতিরানার দ্রুত সেরে উঠতে চেন্নাই সুপার কিংস শুভকামনা জানিয়েছে।’ 

মোস্তাফিজ, পাতিরানা এখনো পর্যন্ত চেন্নাইয়ের সর্বোচ্চ দুই উইকেটশিকারী। ১৪ ও ১৩ উইকেট নিয়েছেন ফিজ ও পাতিরানা। ফিজ নিয়েছেন ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমিতে। বাংলাদেশের বাঁহাতি পেসারের চেয়ে উজ্জ্বল পাতিরানা। লঙ্কান পেসার ৬ ম্যাচে বোলিং করেছেন ৭.৬৮ ইকোনমিতে। ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে নজর কেড়েছেন তিনি। ২০২৩ আইপিএলে চেন্নাইয়ের শিরোপা জয়ে অবদান রেখেছেন তিনি। 

শিরোপা ধরে রাখার লড়াইয়ে চেন্নাই কিছুটা চাপে রয়েছে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই। আরেক পেসার দীপক  চাহারকে নিয়েও চিন্তায় চেন্নাই। ১ মে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২ বল করে আর বোলিং করতে পারেননি তিনি। ধর্মশালায় এখন ফিরতি লড়াইয়ে মুখোমুখি পাঞ্জাব ও চেন্নাই। টস হেরে ব্যাটিং পেয়ে ধুঁকছে চেন্নাই।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত চেন্নাই ৫ উইকেটে ১০৩ রান করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত