নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে তাসকিন আহমেদ একেবারে খেলেন না, তা নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি নিয়মিত মুখ। এখন পর্যন্ত বিভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। তবে বিদেশের মাঠে ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি যে ‘অমাবশ্যার চাঁদ’। বিভিন্ন কারণে প্রায়ই তাঁর খেলা হয় না আইপিএলসহ বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলে খেলার সুযোগ তাসকিনের কাছে এসেছিল বারবার। ২০২২ সালে চোটে পড়ে মার্ক উড ছিটকে গিয়েছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দল থেকে। উডের পরিবর্তে তখন তাসকিনকে প্রস্তাব দেয় লক্ষ্ণৌ। কিন্তু তখন (২০২২-এর মার্চে) বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ চলায় মাঝপথে ছাড়তে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ২০২৩-এর আইপিএলের মেগা নিলামে ৫০ লাখ ভিত্তিমূল্য দাম ছিল। তবে কোনো দল তাঁকে কেনেনি।
২০২৩ আইপিএলে দল না পেলেও সেবার জিম আফ্রো টি-টেনে খেলেন তাসকিন। বুলাওয়ে ব্রেভসের জার্সিতে ১১ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার। এরপর ২০২৪ আইপিএলের নিলামে নাম দেন তিনি। এবার তাঁর ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। এবারও সামনে চলে আসে আন্তর্জাতিক ক্রিকেটের ইস্যু। কারণ আইপিএল মার্চ থেকে মে মাস পর্যন্ত হওয়ার কথা। আর মার্চ ও এপ্রিলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আসবে বাংলাদেশে খেলতে। বিসিবি থেকে এবারও তাই মেলেনি অনুমতি। এই প্রসঙ্গে মিরপুরে আজ সাংবাদিকদের বলেছেন, ‘আসলে এ নিয়ে তিনবার সুযোগ এল (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই প্রস্তাব আসে। বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে।’
তাসকিন আরও বলেন, ‘পূর্ণ রান আপে শুরু করেছি এরই মধ্যে। এখনো করছি। এই নিয়ে পাঁচ সেশন বোলিংও করলাম। আগের থেকে ভালো লাগছে। এখনো আসলে বিপিএল আসতে প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সব ঠিক থাকলে ওইটা দিয়ে শুরু করার লক্ষ্য। এখন পর্যন্ত বিপিএলটাই ফাইনাল।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে তাসকিন আহমেদ একেবারে খেলেন না, তা নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি নিয়মিত মুখ। এখন পর্যন্ত বিভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। তবে বিদেশের মাঠে ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি যে ‘অমাবশ্যার চাঁদ’। বিভিন্ন কারণে প্রায়ই তাঁর খেলা হয় না আইপিএলসহ বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলে খেলার সুযোগ তাসকিনের কাছে এসেছিল বারবার। ২০২২ সালে চোটে পড়ে মার্ক উড ছিটকে গিয়েছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দল থেকে। উডের পরিবর্তে তখন তাসকিনকে প্রস্তাব দেয় লক্ষ্ণৌ। কিন্তু তখন (২০২২-এর মার্চে) বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ চলায় মাঝপথে ছাড়তে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ২০২৩-এর আইপিএলের মেগা নিলামে ৫০ লাখ ভিত্তিমূল্য দাম ছিল। তবে কোনো দল তাঁকে কেনেনি।
২০২৩ আইপিএলে দল না পেলেও সেবার জিম আফ্রো টি-টেনে খেলেন তাসকিন। বুলাওয়ে ব্রেভসের জার্সিতে ১১ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার। এরপর ২০২৪ আইপিএলের নিলামে নাম দেন তিনি। এবার তাঁর ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। এবারও সামনে চলে আসে আন্তর্জাতিক ক্রিকেটের ইস্যু। কারণ আইপিএল মার্চ থেকে মে মাস পর্যন্ত হওয়ার কথা। আর মার্চ ও এপ্রিলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আসবে বাংলাদেশে খেলতে। বিসিবি থেকে এবারও তাই মেলেনি অনুমতি। এই প্রসঙ্গে মিরপুরে আজ সাংবাদিকদের বলেছেন, ‘আসলে এ নিয়ে তিনবার সুযোগ এল (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই প্রস্তাব আসে। বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে।’
তাসকিন আরও বলেন, ‘পূর্ণ রান আপে শুরু করেছি এরই মধ্যে। এখনো করছি। এই নিয়ে পাঁচ সেশন বোলিংও করলাম। আগের থেকে ভালো লাগছে। এখনো আসলে বিপিএল আসতে প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সব ঠিক থাকলে ওইটা দিয়ে শুরু করার লক্ষ্য। এখন পর্যন্ত বিপিএলটাই ফাইনাল।’

২০২৫ সাল শেষে এল ২০২৬। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশবাসী। গান বাজনার পাশাপাশি আতশবাজি, পটকা ফুটিয়ে গত রাতে অনেকে উদযাপন করেছেন ‘থার্টি ফার্স্ট নাইট’। কিন্তু দেশে শোকের পরিবেশে নতুন বছরের আগমন উপলক্ষ্যে এমন জমকালো আয়োজন মেনে নিতে পারছেন না।
১১ মিনিট আগে
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
১২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ ঘণ্টা আগে