
দল বিপদে পড়লে মাহমুদউল্লাহ রিয়াদ হাল ধরবেন-২০২৩ বিশ্বকাপে এটা যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কলকাতার ইডেন গার্ডেনসে আজ পাকিস্তানের বিপক্ষেও দেখা গেছে একই চিত্র। দুর্দান্ত ফিফটিতে বিপদে পড়া বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন মাহমুদউল্লাহ। তবে ফিফটির পর দ্রুত আউট হয়ে যাওয়ায় আবার চাপে পড়েছে বাংলাদেশ।
টস জিতে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম বলেই তানজিদ হাসান তামিমকে এলবিডব্লু করেন শাহিন। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। তাতে উইকেটের সেঞ্চুরি হয়ে যায় শাহিনের। বাংলাদেশের স্কোর হয়ে যায় ০ রানে ১ উইকেট।
তামিমের পর ব্যাটিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শর্ট থার্ড ম্যান দিয়ে ইফতিখার আহমেদকে লেট কাটে চার মেরেছেন শান্ত। শান্তর সাফল্য বলতে এটুকুই। তৃতীয় ওভারের চতুর্থ বলে শাহিনকে ফ্লিক করেছেন শান্ত। ফরোয়ার্ড স্কয়ার লেগে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন উসামা মীর। ৩ বলে ৪ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
তামিম, শান্ত দ্রুত আউট হলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২.৪ ওভারে ২ উইকেটে ৬ রান। এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিম। ওপেনার লিটন দাস ও মুশফিক বেশ সাবলীলভাবেই এগোতে থাকেন। তবে তৃতীয় উইকেটে তাঁদের এই জুটি ছিল ২০ বলে ১৭ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে হারিস রউফের লাফিয়ে ওঠা বলে কিছু বুঝে উঠতে পারেননি মুশফিক। মুশফিকের ব্যাটে খোঁচা লেগে পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান সহজ ক্যাচ ধরেছেন। ৮ বলে ৫ রান করেছেন মুশফিক। বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ ওভারে ৩ উইকেটে ২৩ রান।
তামি, লিটন, মুশফিকের আউটের পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেট জুটিতে ভালোভাবেই এগোতে থাকেন মাহমুদউল্লাহ ও লিটন। ৮৯ বলে ৭৯ রানের জুটি গড়েছেন বাংলাদেশের এই দুই ব্যাটার। যেখানে ২১ তম ওভারের পঞ্চম বলে নিজের উইকেট ছুড়ে এসেছেন লিটন। ইফতিখার আহমদেদকে লেগ সাইডে ঘোরাতে গিয়ে মিড উইকেটে আগা সালমানের হাতে ধরা পড়েছেন লিটন। ৬৪ বলে ৬ চারে ৪৫ রান করেছেন বাংলাদেশের এই ব্যাটার। তাতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২০.৫ ওভারে ৪ উইকেটে ১০২ রান।
লিটন না পারলেও ফিফটি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ। ২৬ তম ওভারের শেষ বলে হারিস রউফকে অফসাইডে ঠেলে মাহমুদউল্লাহ তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ২৮ তম ফিফটি। তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি। ৩১ তম ওভারের চতুর্থ বলে শাহিনের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন মাহমুদউল্লাহ। ৭০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার।
মাহমুদউল্লার বিদায়ের পর ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা তাওহীদ হৃদয় দারুণ এক সুইপ শটে উসামা মীরকে ছক্কা মেরেছেন। তবে পরের বলেই আউট হয়ে গেছেন হৃদয়। ৩ বলে ৭ রান করা হৃদয় বিদায় নিলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৪০ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৪৯ রান। সাকিব অপরাজিত আছেন ২০ রানে আর ৪ রানে ব্যাটিং করছেন মেহেদী হাসান মিরাজ।

দল বিপদে পড়লে মাহমুদউল্লাহ রিয়াদ হাল ধরবেন-২০২৩ বিশ্বকাপে এটা যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কলকাতার ইডেন গার্ডেনসে আজ পাকিস্তানের বিপক্ষেও দেখা গেছে একই চিত্র। দুর্দান্ত ফিফটিতে বিপদে পড়া বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন মাহমুদউল্লাহ। তবে ফিফটির পর দ্রুত আউট হয়ে যাওয়ায় আবার চাপে পড়েছে বাংলাদেশ।
টস জিতে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম বলেই তানজিদ হাসান তামিমকে এলবিডব্লু করেন শাহিন। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। তাতে উইকেটের সেঞ্চুরি হয়ে যায় শাহিনের। বাংলাদেশের স্কোর হয়ে যায় ০ রানে ১ উইকেট।
তামিমের পর ব্যাটিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শর্ট থার্ড ম্যান দিয়ে ইফতিখার আহমেদকে লেট কাটে চার মেরেছেন শান্ত। শান্তর সাফল্য বলতে এটুকুই। তৃতীয় ওভারের চতুর্থ বলে শাহিনকে ফ্লিক করেছেন শান্ত। ফরোয়ার্ড স্কয়ার লেগে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন উসামা মীর। ৩ বলে ৪ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
তামিম, শান্ত দ্রুত আউট হলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২.৪ ওভারে ২ উইকেটে ৬ রান। এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিম। ওপেনার লিটন দাস ও মুশফিক বেশ সাবলীলভাবেই এগোতে থাকেন। তবে তৃতীয় উইকেটে তাঁদের এই জুটি ছিল ২০ বলে ১৭ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে হারিস রউফের লাফিয়ে ওঠা বলে কিছু বুঝে উঠতে পারেননি মুশফিক। মুশফিকের ব্যাটে খোঁচা লেগে পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান সহজ ক্যাচ ধরেছেন। ৮ বলে ৫ রান করেছেন মুশফিক। বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ ওভারে ৩ উইকেটে ২৩ রান।
তামি, লিটন, মুশফিকের আউটের পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেট জুটিতে ভালোভাবেই এগোতে থাকেন মাহমুদউল্লাহ ও লিটন। ৮৯ বলে ৭৯ রানের জুটি গড়েছেন বাংলাদেশের এই দুই ব্যাটার। যেখানে ২১ তম ওভারের পঞ্চম বলে নিজের উইকেট ছুড়ে এসেছেন লিটন। ইফতিখার আহমদেদকে লেগ সাইডে ঘোরাতে গিয়ে মিড উইকেটে আগা সালমানের হাতে ধরা পড়েছেন লিটন। ৬৪ বলে ৬ চারে ৪৫ রান করেছেন বাংলাদেশের এই ব্যাটার। তাতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২০.৫ ওভারে ৪ উইকেটে ১০২ রান।
লিটন না পারলেও ফিফটি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ। ২৬ তম ওভারের শেষ বলে হারিস রউফকে অফসাইডে ঠেলে মাহমুদউল্লাহ তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ২৮ তম ফিফটি। তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি। ৩১ তম ওভারের চতুর্থ বলে শাহিনের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন মাহমুদউল্লাহ। ৭০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার।
মাহমুদউল্লার বিদায়ের পর ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা তাওহীদ হৃদয় দারুণ এক সুইপ শটে উসামা মীরকে ছক্কা মেরেছেন। তবে পরের বলেই আউট হয়ে গেছেন হৃদয়। ৩ বলে ৭ রান করা হৃদয় বিদায় নিলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৪০ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৪৯ রান। সাকিব অপরাজিত আছেন ২০ রানে আর ৪ রানে ব্যাটিং করছেন মেহেদী হাসান মিরাজ।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৯ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৩ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১৩ ঘণ্টা আগে