ক্রীড়া ডেস্ক

পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন মিচেল স্যান্টনার। বাঁ হাতের ঘূর্ণিজাদুতে তুলে নিয়েছেন ৭ উইকেট। ভেঙেছেন ২৫ বছরের পুরোনো রেকর্ড। তবু পরিসংখ্যানের দিকে তাকালে কিছুটা আক্ষেপও কাজ করতে পারে স্যান্টনারের।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল কাঁপিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় দিনে আজ ভারতকে ধসিয়ে দিয়েছেন স্যান্টনার। তাতে ভারতের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ডে দুইয়ে উঠে এসেছেন। কিউই এই বাঁহাতি স্পিনার ৭ উইকেট নিয়েছেন ৫৩ রান খরচ করে। ২৫ বছর আগে করা ড্যানিয়েল ভেট্টরির ১২৭ রানে ৬ উইকেটের রেকর্ডটাকেও টপকে গেছেন স্যান্টনার। ভারতের মাঠে এই তালিকায় সবার ওপরে এজাজ প্যাটেল। ২০২১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের ১০টা উইকেটই নিয়েছিলেন প্যাটেল।
ভারতের বিপক্ষে স্যান্টনারের নেওয়া ৭ উইকেটের ৪টাই এলবিডব্লিউ। বাকি তিন উইকেটের দুটি বোল্ড ও একটি ক্যাচ। বোঝাই যাচ্ছে কতটা লাইন লেংথ ঠিক রেখে বোলিং করেছেন কিউই বাঁহাতি স্পিনার। ধসানোর মূল কাজটা শুরু করেন শুবমান গিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। শেষটা স্যান্টনার করেছেন জসপ্রীত বুমরাকে ফিরিয়ে। ভারতীয় এই পেসারকে বিষাক্ত এক আর্মারে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ইনিংসের ইতি টেনেছেন স্যান্টনার। যার মধ্যে বিরাট কোহলিকে স্যান্টনার বোকা বানিয়েছেন দারুণভাবে। স্যান্টনারের লো ফুলটস বল স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন কোহলি।
পুনে টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। প্রথম ইনিংসে কিউইরা অলআউট হয়েছে ২৫৯ রানে। ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করেন ডেভন কনওয়ে। ৪৩ মাস পর টেস্টে ফিরে ওয়াশিংটন নিয়েছেন ৭ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫৯ রানে ৭ উইকেট তাঁর সেরা বোলিং। এরপর স্যান্টনারের বাঁ হাতের ঘূর্ণিতে ভারত ১৫৬ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। গিল, যশস্বী জয়সওয়াল দুই জনই করেন ৩০ রান। দ্বিতীয় ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ৪ উইকেটে ১৮২ রান। ওয়াশিংটন এখানে ৩ উইকেট নিয়ে টেস্টে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।
ভারতের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের সেরা বোলিং
বোলিং ভেন্যু সাল
এজাজ প্যাটেল ১০/১১৯ ওয়াংখেড়ে ২০২১
মিচেল স্যান্টনার ৭/৫৩ পুনে ২০২৪
ড্যানিয়েল ভেট্টরি ৬/১২৭ কানপুর ১৯৯৯
হেডলি হাওয়ার্থ ৫/৩৪ নাগপুর ১৯৬৯
ড্যানিয়েল ভেট্টরি ৫/১৩৫ হায়দরাবাদ ২০১০

পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন মিচেল স্যান্টনার। বাঁ হাতের ঘূর্ণিজাদুতে তুলে নিয়েছেন ৭ উইকেট। ভেঙেছেন ২৫ বছরের পুরোনো রেকর্ড। তবু পরিসংখ্যানের দিকে তাকালে কিছুটা আক্ষেপও কাজ করতে পারে স্যান্টনারের।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল কাঁপিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় দিনে আজ ভারতকে ধসিয়ে দিয়েছেন স্যান্টনার। তাতে ভারতের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ডে দুইয়ে উঠে এসেছেন। কিউই এই বাঁহাতি স্পিনার ৭ উইকেট নিয়েছেন ৫৩ রান খরচ করে। ২৫ বছর আগে করা ড্যানিয়েল ভেট্টরির ১২৭ রানে ৬ উইকেটের রেকর্ডটাকেও টপকে গেছেন স্যান্টনার। ভারতের মাঠে এই তালিকায় সবার ওপরে এজাজ প্যাটেল। ২০২১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের ১০টা উইকেটই নিয়েছিলেন প্যাটেল।
ভারতের বিপক্ষে স্যান্টনারের নেওয়া ৭ উইকেটের ৪টাই এলবিডব্লিউ। বাকি তিন উইকেটের দুটি বোল্ড ও একটি ক্যাচ। বোঝাই যাচ্ছে কতটা লাইন লেংথ ঠিক রেখে বোলিং করেছেন কিউই বাঁহাতি স্পিনার। ধসানোর মূল কাজটা শুরু করেন শুবমান গিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। শেষটা স্যান্টনার করেছেন জসপ্রীত বুমরাকে ফিরিয়ে। ভারতীয় এই পেসারকে বিষাক্ত এক আর্মারে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ইনিংসের ইতি টেনেছেন স্যান্টনার। যার মধ্যে বিরাট কোহলিকে স্যান্টনার বোকা বানিয়েছেন দারুণভাবে। স্যান্টনারের লো ফুলটস বল স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন কোহলি।
পুনে টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। প্রথম ইনিংসে কিউইরা অলআউট হয়েছে ২৫৯ রানে। ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করেন ডেভন কনওয়ে। ৪৩ মাস পর টেস্টে ফিরে ওয়াশিংটন নিয়েছেন ৭ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫৯ রানে ৭ উইকেট তাঁর সেরা বোলিং। এরপর স্যান্টনারের বাঁ হাতের ঘূর্ণিতে ভারত ১৫৬ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। গিল, যশস্বী জয়সওয়াল দুই জনই করেন ৩০ রান। দ্বিতীয় ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ৪ উইকেটে ১৮২ রান। ওয়াশিংটন এখানে ৩ উইকেট নিয়ে টেস্টে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।
ভারতের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের সেরা বোলিং
বোলিং ভেন্যু সাল
এজাজ প্যাটেল ১০/১১৯ ওয়াংখেড়ে ২০২১
মিচেল স্যান্টনার ৭/৫৩ পুনে ২০২৪
ড্যানিয়েল ভেট্টরি ৬/১২৭ কানপুর ১৯৯৯
হেডলি হাওয়ার্থ ৫/৩৪ নাগপুর ১৯৬৯
ড্যানিয়েল ভেট্টরি ৫/১৩৫ হায়দরাবাদ ২০১০

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতীক্ষিত জয়ের স্বাদ পেল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ ভুটানকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মঈন আহমেদ।
১৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওপেনারদের নিয়ে চিন্তিত বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ফর্মে নেই তানজিদ হাসান তামিম, সাইফ হাসানরা। এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই চটে যান হৃদয়। এই ব্যাটারের দাবি, ক্রিকেটারদের ওপরে তুলা এবং নিচে নামানোর কাজটা করেন সাংবাদিকরা। যেটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
৩৭ মিনিট আগে
বিপিএলের চলতি পর্বে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নেমে ধারাবাহিকভাবে রান করছেন তাওহীদ হৃদয়। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দিয়ে ওপেনিং করানোর পরিকল্পনা নেই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। সবকিছু ঠিক থাকলে মিডল অর্ডারেই নামতে হবে হৃদয়কে।
১ ঘণ্টা আগে
হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
৪ ঘণ্টা আগে