নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বেশির ভাগ জাতীয় দলের ক্রিকেটার। আগামী ৫ সেপ্টেম্বর পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার সঙ্গে এই দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য প্রস্তুতির বাড়তি সুযোগ বলে মনে করেন বিসিবির নারী বিভাগের পরিচালনপ্রধান হাবিবুল বাশার সুমন।
সূত্র জানায়, বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইতিহাসে এটিই প্রথম তাদের কোনো ‘এ’ দলের বিদেশ সফর। গতকাল রাতে আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হয়েছে। আরব আমিরাতে হচ্ছে বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের তেমন কোনো বড় টুর্নামেন্ট বা সিরিজ নেই। তাই শ্রীলঙ্কার সঙ্গে আমাদের মেয়েদের ‘এ’ দলকে সিরিজ খেলতে পাঠাচ্ছি সাদা বলে। বিশ্বকাপ যেহেতু ২০ ওভারের ফরম্যাটে, তাই টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেশি থাকছে এই সিরিজে। আশা করছি দারুণ প্রস্তুতি হবে।’
এ বছরের অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু পরশু এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেয়। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩ থেকে ২০ অক্টোবর আমিরাতের দুই শহর দুবাই ও শারজায় হবে মেয়েদের এই আইসিসি ইভেন্ট।
১০ দল নিয়ে শুরু হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরে। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পাচ্ছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
সর্বোচ্চ ছয়বার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বেশির ভাগ জাতীয় দলের ক্রিকেটার। আগামী ৫ সেপ্টেম্বর পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার সঙ্গে এই দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য প্রস্তুতির বাড়তি সুযোগ বলে মনে করেন বিসিবির নারী বিভাগের পরিচালনপ্রধান হাবিবুল বাশার সুমন।
সূত্র জানায়, বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইতিহাসে এটিই প্রথম তাদের কোনো ‘এ’ দলের বিদেশ সফর। গতকাল রাতে আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হয়েছে। আরব আমিরাতে হচ্ছে বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের তেমন কোনো বড় টুর্নামেন্ট বা সিরিজ নেই। তাই শ্রীলঙ্কার সঙ্গে আমাদের মেয়েদের ‘এ’ দলকে সিরিজ খেলতে পাঠাচ্ছি সাদা বলে। বিশ্বকাপ যেহেতু ২০ ওভারের ফরম্যাটে, তাই টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেশি থাকছে এই সিরিজে। আশা করছি দারুণ প্রস্তুতি হবে।’
এ বছরের অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু পরশু এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেয়। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩ থেকে ২০ অক্টোবর আমিরাতের দুই শহর দুবাই ও শারজায় হবে মেয়েদের এই আইসিসি ইভেন্ট।
১০ দল নিয়ে শুরু হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরে। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পাচ্ছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
সর্বোচ্চ ছয়বার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবে সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে সেটার সমাধান আসেনি এখনো।
৩৮ মিনিট আগে
ইনিংসের শুরু থেকেই রাজশাহী ওয়ারিয়র্সের বোলারদের বিপক্ষে আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে গেছেন তাওহীদ হৃদয়। সেঞ্চুরির খুব কাছেই ছিলেন। কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাজিক্যাল ফিগার ছোঁয়া হয়নি এই ব্যাটারের। ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
জেমিমা রদ্রিগেজের আসল কাজটা বাইশ গজে; ব্যাট হাতে। ভারত নারী দলে আরও আগেই নিজের জায়গা পাকা করেছেন এই মিডলঅর্ডার ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি গিটার হাতেও দারুণ তিনি। এর আগেও গিটার বাজিয়ে গান গেয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। আরও একবার আলোচনায় এলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
২ ঘণ্টা আগে
এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
৩ ঘণ্টা আগে