টেস্ট চ্যাম্পিয়নশিপ
ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।
বড় সংযোজন হিসেবে প্রোটিয়া দলে ফিরেছেন গত গ্রীষ্ম থেকে কুঁচকির চোটে মাঠের বাইরে থাকা লুঙ্গি এনগিডি। চোট থেকে সেরে ওঠার পর এ বছরের শুরুতে সাদা বলের ম্যাচ খেলেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগেও অংশ নিয়েছেন। তাঁকে পূর্ণ ফিট পাচ্ছে তারা।
সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা শেষ ১৬ সদস্যের দল থেকে দুটি পরিবর্তন এনেছেন নির্বাচকেরা। তরুণ পেসার কেউইনা মাফাকাকে বাদ দিয়ে দলে ফেরানো হয় এনগিডিকে। এ ছাড়া বাদ পড়েছেন টপ-অর্ডার ব্যাটার ম্যাথু ব্রিটসকে।
টপ অর্ডারে আছেন টনি ডি জর্জি, রায়ান রিকেলটন ও এইডেন মার্করাম। মিডল অর্ডারে উদীয়মান তারকা ত্রিস্তান স্টাবস, ডেভিড বেডিংহাম ও অধিনায়ক বাভুমা। উইকেটের পেছনে এবং নিচের দিকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন কাইল ভেরেইনে।
অলরাউন্ডার উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেনের পাশাপাশি পেস বিভাগে থাকবেন কাগিসো রাবাদা, এনগিডি, ডেন প্যাটারসন ও করবিন বশ। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ, সঙ্গে থাকবেন সেনুরান মুথুসামি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিল শীর্ষে থেকেই ফাইনালে উঠেছে প্রোটিয়ারা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকার দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, করবিন বশ, কাইল ভেরেইনে, ডেভিড বেডিংহাম, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি ও ডেন প্যাটারসন।

অস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।
বড় সংযোজন হিসেবে প্রোটিয়া দলে ফিরেছেন গত গ্রীষ্ম থেকে কুঁচকির চোটে মাঠের বাইরে থাকা লুঙ্গি এনগিডি। চোট থেকে সেরে ওঠার পর এ বছরের শুরুতে সাদা বলের ম্যাচ খেলেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগেও অংশ নিয়েছেন। তাঁকে পূর্ণ ফিট পাচ্ছে তারা।
সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা শেষ ১৬ সদস্যের দল থেকে দুটি পরিবর্তন এনেছেন নির্বাচকেরা। তরুণ পেসার কেউইনা মাফাকাকে বাদ দিয়ে দলে ফেরানো হয় এনগিডিকে। এ ছাড়া বাদ পড়েছেন টপ-অর্ডার ব্যাটার ম্যাথু ব্রিটসকে।
টপ অর্ডারে আছেন টনি ডি জর্জি, রায়ান রিকেলটন ও এইডেন মার্করাম। মিডল অর্ডারে উদীয়মান তারকা ত্রিস্তান স্টাবস, ডেভিড বেডিংহাম ও অধিনায়ক বাভুমা। উইকেটের পেছনে এবং নিচের দিকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন কাইল ভেরেইনে।
অলরাউন্ডার উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেনের পাশাপাশি পেস বিভাগে থাকবেন কাগিসো রাবাদা, এনগিডি, ডেন প্যাটারসন ও করবিন বশ। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ, সঙ্গে থাকবেন সেনুরান মুথুসামি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিল শীর্ষে থেকেই ফাইনালে উঠেছে প্রোটিয়ারা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকার দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, করবিন বশ, কাইল ভেরেইনে, ডেভিড বেডিংহাম, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি ও ডেন প্যাটারসন।

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১৮ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে