Ajker Patrika

টেস্ট চ্যাম্পিয়নশিপ

ফাইনালে অস্ট্রেলিয়াকে রুখতে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ মে ২০২৫, ১৬: ৪৮
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ছবি: আইসিসি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ছবি: আইসিসি

অস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।

বড় সংযোজন হিসেবে প্রোটিয়া দলে ফিরেছেন গত গ্রীষ্ম থেকে কুঁচকির চোটে মাঠের বাইরে থাকা লুঙ্গি এনগিডি। চোট থেকে সেরে ওঠার পর এ বছরের শুরুতে সাদা বলের ম্যাচ খেলেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগেও অংশ নিয়েছেন। তাঁকে পূর্ণ ফিট পাচ্ছে তারা।

সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা শেষ ১৬ সদস্যের দল থেকে দুটি পরিবর্তন এনেছেন নির্বাচকেরা। তরুণ পেসার কেউইনা মাফাকাকে বাদ দিয়ে দলে ফেরানো হয় এনগিডিকে। এ ছাড়া বাদ পড়েছেন টপ-অর্ডার ব্যাটার ম্যাথু ব্রিটসকে।

টপ অর্ডারে আছেন টনি ডি জর্জি, রায়ান রিকেলটন ও এইডেন মার্করাম। মিডল অর্ডারে উদীয়মান তারকা ত্রিস্তান স্টাবস, ডেভিড বেডিংহাম ও অধিনায়ক বাভুমা। উইকেটের পেছনে এবং নিচের দিকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন কাইল ভেরেইনে।

অলরাউন্ডার উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেনের পাশাপাশি পেস বিভাগে থাকবেন কাগিসো রাবাদা, এনগিডি, ডেন প্যাটারসন ও করবিন বশ। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ, সঙ্গে থাকবেন সেনুরান মুথুসামি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিল শীর্ষে থেকেই ফাইনালে উঠেছে প্রোটিয়ারা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকার দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, করবিন বশ, কাইল ভেরেইনে, ডেভিড বেডিংহাম, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি ও ডেন প্যাটারসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত