
নিরাপত্তার শঙ্কায় অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড-ইংল্যান্ড। আবার সফর স্থগিতের শঙ্কায় পড়েছে পাকিস্তান। এবার নিরাপত্তা নয়, করোনা থাবা দিয়েছে পাকিস্তান সফরে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলে।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন করোনায় আক্রান্ত হয়ে ছিটকে যান তিন ক্রিকেটার। এবার নতুন করে ক্যারিবিয়ানদের আরও তিন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। সঙ্গে আছেন কোচিং স্টাফের সদস্যও। হুমকির মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর।
এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, আক্রান্ত তিন খেলোয়াড় সিরিজের আগামী ম্যাচগুলো খেলতে পারবেন না। দুই কোচিং স্টাফসহ পাঁচজনকে স্কোয়াড থেকে আলাদা করা হয়েছে। মেডিকেল অফিশিয়ালদের অধীনে তাঁদের যত্ন নেওয়া ও পর্যবেক্ষণ করা হচ্ছে। পিসিআর টেস্টে নেগেটিভ ফল না আসা পর্যন্ত তাঁদের ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।
নতুন তিন ক্রিকেটার হলেন—ওয়ানডে দলের অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার শেই হোপ, আকিল হোসেইন ও জাস্টিন গ্রিভস। কোচিং স্টাফের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন সহকারী কোচ রডি এস্টউইক ও দলের চিকিৎসক অক্ষয় মানসিংহ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে সিরিজের ভবিষ্যৎ নির্ধারণ করার কথা জানিয়েছে ক্রিকেট সিডব্লিউআই।
ছয় ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ার পাশাপাশি ডেভন থমাসকেও পাচ্ছে না ক্যারিবিয়ানরা। আঙুলের চোটে ভুগছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়ে দ্বিতীয় ম্যাচে খেলেননি তিনি। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় করাচিতে তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর থেকে।

নিরাপত্তার শঙ্কায় অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড-ইংল্যান্ড। আবার সফর স্থগিতের শঙ্কায় পড়েছে পাকিস্তান। এবার নিরাপত্তা নয়, করোনা থাবা দিয়েছে পাকিস্তান সফরে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলে।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন করোনায় আক্রান্ত হয়ে ছিটকে যান তিন ক্রিকেটার। এবার নতুন করে ক্যারিবিয়ানদের আরও তিন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। সঙ্গে আছেন কোচিং স্টাফের সদস্যও। হুমকির মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর।
এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, আক্রান্ত তিন খেলোয়াড় সিরিজের আগামী ম্যাচগুলো খেলতে পারবেন না। দুই কোচিং স্টাফসহ পাঁচজনকে স্কোয়াড থেকে আলাদা করা হয়েছে। মেডিকেল অফিশিয়ালদের অধীনে তাঁদের যত্ন নেওয়া ও পর্যবেক্ষণ করা হচ্ছে। পিসিআর টেস্টে নেগেটিভ ফল না আসা পর্যন্ত তাঁদের ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।
নতুন তিন ক্রিকেটার হলেন—ওয়ানডে দলের অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার শেই হোপ, আকিল হোসেইন ও জাস্টিন গ্রিভস। কোচিং স্টাফের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন সহকারী কোচ রডি এস্টউইক ও দলের চিকিৎসক অক্ষয় মানসিংহ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে সিরিজের ভবিষ্যৎ নির্ধারণ করার কথা জানিয়েছে ক্রিকেট সিডব্লিউআই।
ছয় ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ার পাশাপাশি ডেভন থমাসকেও পাচ্ছে না ক্যারিবিয়ানরা। আঙুলের চোটে ভুগছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়ে দ্বিতীয় ম্যাচে খেলেননি তিনি। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় করাচিতে তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর থেকে।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৯ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১০ ঘণ্টা আগে