
ওয়ানডে বিশ্বকাপের সময় যতই এগিয়ে আসছে, পাকিস্তান ক্রিকেট দলের থেকে শোনা যাচ্ছে একের পর এক গল্প। প্রতিবেশী দেশ ভারতে বিশ্বকাপ আয়োজন করা হবে বলেই হয়তো পাকিস্তানের এত চিন্তাভাবনা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপে মনোবিদ পাঠানোর পরিকল্পনা করছে।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সর্বশেষ ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। গত ৭ বছরে পাকিস্তানের ক্রিকেটে পরিবর্তন হয়েছে অনেক কিছু। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহর মতো তারকা ক্রিকেটার এসেছেন পাকিস্তানে। তাঁদের কারোরই ভারত সফরে যাওয়া হয়নি। আর ভারতে বিশ্বকাপ মানে তো উৎসব। প্রায় ম্যাচেই স্টেডিয়াম থাকে দর্শকপূর্ণ। দর্শকপূর্ণ মাঠে বিশ্বকাপ খেলা তো কম চাপের বিষয় নয়। পাকিস্তানের সংবাদমাধ্যমে জানা গেছে, অধিকাংশ ক্রিকেটারের আগে ভারতে খেলার অভিজ্ঞতা না থাকায় বিশ্বকাপে মনোবিদ পাঠানোর কথা ভাবছে পিসিবি। টুর্নামেন্টে প্রত্যাশার চাপে খেলোয়াড়দের মনোবল চাঙা রাখা, তারা যেন ভয় না পান তাই পিসিবির এমন পরিকল্পনা। পুরো বিশ্বকাপে পাকিস্তান দলের সঙ্গে থাকবেন সেই মনোবিদ। তবে মনোবিদ কে হবেন, তা এখনো পর্যন্ত ঠিক হয়নি।
ভারতে খেলতে যাবে কি না-সেই ব্যাপারে পাকিস্তান সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল পিসিবি। এ ব্যাপারে একটি কমিটিও গঠন করা হয়েছিল। পিসিবি ইতিবাচক বার্তা পেয়েছে বলে জানা গেছে। নিরাপত্তার নিশ্চয়তা পেলেই ভারতে যাবে তারা। এছাড়া ভারতে পর্যবেক্ষক দল পাঠানোর কথা রয়েছে পাকিস্তান সরকারের। জানা গেছে, এ মাসের তৃতীয় সপ্তাহে ভারতে নিরাপত্তা প্রতিনিধিদল পাঠাবে পাকিস্তান। যেসব মাঠে পাকিস্তানের ম্যাচ রয়েছে, সেই ভেন্যুগুলো পর্যবেক্ষণ করাই হবে নিরাপত্তা প্রতিনিধি দলের প্রধান কাজ।
সূচি অনুযায়ী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ২০১৯ এর মতো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে এবারের বিশ্বকাপ। এবারও খেলবে ১০ দল। রাউন্ড রবিন লিগ পর্বের ৯টি ম্যাচ পাকিস্তান খেলবে পাঁচ মাঠে। ভেন্যুগুলো হচ্ছে হায়দরাবাদ, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতা। হায়দরাবাদে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তান। আর বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি তারা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ম্যাচটি সূচি অনুযায়ী ১৫ অক্টোবর হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন হবে। ১৪ অক্টোবর হতে পারে।

ওয়ানডে বিশ্বকাপের সময় যতই এগিয়ে আসছে, পাকিস্তান ক্রিকেট দলের থেকে শোনা যাচ্ছে একের পর এক গল্প। প্রতিবেশী দেশ ভারতে বিশ্বকাপ আয়োজন করা হবে বলেই হয়তো পাকিস্তানের এত চিন্তাভাবনা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপে মনোবিদ পাঠানোর পরিকল্পনা করছে।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সর্বশেষ ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। গত ৭ বছরে পাকিস্তানের ক্রিকেটে পরিবর্তন হয়েছে অনেক কিছু। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহর মতো তারকা ক্রিকেটার এসেছেন পাকিস্তানে। তাঁদের কারোরই ভারত সফরে যাওয়া হয়নি। আর ভারতে বিশ্বকাপ মানে তো উৎসব। প্রায় ম্যাচেই স্টেডিয়াম থাকে দর্শকপূর্ণ। দর্শকপূর্ণ মাঠে বিশ্বকাপ খেলা তো কম চাপের বিষয় নয়। পাকিস্তানের সংবাদমাধ্যমে জানা গেছে, অধিকাংশ ক্রিকেটারের আগে ভারতে খেলার অভিজ্ঞতা না থাকায় বিশ্বকাপে মনোবিদ পাঠানোর কথা ভাবছে পিসিবি। টুর্নামেন্টে প্রত্যাশার চাপে খেলোয়াড়দের মনোবল চাঙা রাখা, তারা যেন ভয় না পান তাই পিসিবির এমন পরিকল্পনা। পুরো বিশ্বকাপে পাকিস্তান দলের সঙ্গে থাকবেন সেই মনোবিদ। তবে মনোবিদ কে হবেন, তা এখনো পর্যন্ত ঠিক হয়নি।
ভারতে খেলতে যাবে কি না-সেই ব্যাপারে পাকিস্তান সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল পিসিবি। এ ব্যাপারে একটি কমিটিও গঠন করা হয়েছিল। পিসিবি ইতিবাচক বার্তা পেয়েছে বলে জানা গেছে। নিরাপত্তার নিশ্চয়তা পেলেই ভারতে যাবে তারা। এছাড়া ভারতে পর্যবেক্ষক দল পাঠানোর কথা রয়েছে পাকিস্তান সরকারের। জানা গেছে, এ মাসের তৃতীয় সপ্তাহে ভারতে নিরাপত্তা প্রতিনিধিদল পাঠাবে পাকিস্তান। যেসব মাঠে পাকিস্তানের ম্যাচ রয়েছে, সেই ভেন্যুগুলো পর্যবেক্ষণ করাই হবে নিরাপত্তা প্রতিনিধি দলের প্রধান কাজ।
সূচি অনুযায়ী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ২০১৯ এর মতো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে এবারের বিশ্বকাপ। এবারও খেলবে ১০ দল। রাউন্ড রবিন লিগ পর্বের ৯টি ম্যাচ পাকিস্তান খেলবে পাঁচ মাঠে। ভেন্যুগুলো হচ্ছে হায়দরাবাদ, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতা। হায়দরাবাদে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তান। আর বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি তারা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ম্যাচটি সূচি অনুযায়ী ১৫ অক্টোবর হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন হবে। ১৪ অক্টোবর হতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৪ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৬ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৯ ঘণ্টা আগে